

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় সম্ভাব্য প্রার্থীদের নামের তালিকা ঘোষণা করেছেন বিএনপি। সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এর আগে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্ব দলের স্থায়ী কমিটির বৈঠক হয়। সেখানে দলীয় প্রার্থীদের নামের প্রাথমিক তালিকা চূড়ান্ত করা হয়।
এতে পাবনা-৫ (সদর) আসন থেকে মনোনয়ন পেয়েছেন বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী ও জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস।
শিমুল বিশ্বাসের নাম ঘোষণা করার পরে পাবনায় বিএনপির নেতাকর্মীসহ সকল স্তরের সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আনন্দ লক্ষ্য করা গেছে।
মন্তব্য করুন