সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৩, ১২:০৮ এএম
অনলাইন সংস্করণ

ভোমরা স্থলবন্দরে ব্যবসায়ীকে ১৫ দিন আটকে রেখে নির্যাতন 

বামে ভোমরা সিএন্ডএফের সাধারণ সম্পাদক এএসএম মাকসুদ ও ডানে ব্যবসায়ী মাসুদ। ছবি : কালবেলা
বামে ভোমরা সিএন্ডএফের সাধারণ সম্পাদক এএসএম মাকসুদ ও ডানে ব্যবসায়ী মাসুদ। ছবি : কালবেলা

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে এক ব্যবসায়ীকে ১৫ দিন ধরে আটকে রেখে নির্যাতনের অভিযোগ ওঠেছে। খবর পেয়ে শুক্রবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে ওই ব্যবসায়ীকে ভোমরা সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এএসএম মাকসুদ খানের অফিসের একটি কক্ষ থেকে উদ্ধার করেছে। এ সময় ওই ব্যবসায়ীর শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন দেখা যায়।

ভুক্তভোগী ব্যবসায়ী সাঈদ মোহাম্মদ সাদাত চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ গ্রামের মৃত সামশুল আলম চৌধুরী ছেলে।

অভিযুক্ত ব্যক্তি হলেন সাতক্ষীরা শহরের কাটিয়া এলাকার এএসএম মাহফুজুর রহমানের ছেলে ও ভোমরা সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এএসএম মাকসুদ খান।

ভুক্তভোগীর স্ত্রী ফারহানা রেজা জানান, গত ১ সেপ্টেম্বর ব্যবসায়িক বিষয় নিয়ে কথা বলতে আমার স্বামী ভোমরা বন্দরের সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এএসএম মাকসুদ খানের অফিসে যান। সেখান থেকেই আমার স্বামীকে তার অফিসের একটি কক্ষে আটকে রাখা হয়েছিল। তার ফোনটিও কেড়ে নেয় মাকসুদ খানের ম্যানেজার মহসিন হোসেন।

কী কারণে আটকে রাখা হয়েছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, গত ঈদুল আযহার সময় আমার স্বামী মাকসুদ খানের কাছ থেকে বাকিতে ২ ট্রাক পেঁয়াজ, রসুন ও মরিচ নিয়ে কোম্পানীগঞ্জের খাতুনগঞ্জ হামিদউল্লাহ মার্কেটে বিক্রি করে। তবে ক্রয়মূল্য থেকে বিক্রয়মূল্য অনেক কম হওয়ায় তার সব টাকা পরিশোধ করতে পারেনি।

তিনি আরও বলেন, পরবর্তীতে মাকসুদ খানসহ কয়েকজন আমাদের এখানে আসেন এবং সবকিছু দেখেশুনে চলে যান। এরপর থেকে আমার স্বামীর সঙ্গে তাদের নিয়মিত যোগাযোগ হত। লোকসানের টাকা ব্যবসা করে কীভাবে পরিশোধ করা যায় সেজন্য গত ১ সেপ্টেম্বর মাসুদ খানের সঙ্গে আমার স্বামী দেখা করতে যায়। তারপর আমার স্বামীকে মাকসুদ খানের অফিসের একটি কক্ষে আটকে রাখা হয়।

দুইদিন আগে মাকসুদ খান অফিসে আসেন এবং আমার স্বামীকে অমানুষিক নির্যাতন করে জানিয়ে ফারহানা রেজা বলেন, আমি পুলিশকে ফোন দিতে চাইলে আমার স্বামী আমাকে নিষেধ করেন। তিনি আমাকে বলেন, পুলিশ আসার খবর শুনলে তারা তাকে আরো নির্যাতন করবে। পুলিশ আমাকে উদ্ধার করতে পারবে না। এ কারণে আমরা পুলিশকে জানায়নি। আজ সন্ধ্যায় জানতে পারলাম পুলিশ আমার স্বামীকে উদ্ধার করেছে।

ভোমরা প্রেসক্লাবের সভাপতি জিয়াউর রহমান জিয়া জানান, গত কয়েকদিন ধরে সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এএসএম মাকসুদ খানের অফিসে এক ব্যবসায়ীকে আটকে রাখে নির্যাতন করা হয়েছে এমন গুঞ্জন শুনে স্থানীয় কয়েকজন সাংবাদিক আজ বিকেলে সেখানে গিয়ে ঘটনা সত্যতা পায়। এরপর খবর পেয়ে বিজিবি ও পুলিশ এসে ওই ব্যবসায়ীকে উদ্ধার করে সাতক্ষীরা সদর থানায় নিয়ে গেছে।

এদিকে খবর পেয়ে শুক্রবার রাতে সাতক্ষীরা সদর থানায় গিয়ে জানা যায়, সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এএসএম মাকসুদ খানের ম্যানেজার মহসিন হোসেনকে জিজ্ঞাসাবাদ করার জন্য আটক করা হয়েছে। এ ছাড়া ব্যবসায়ী সাঈদ মোহাম্মদ সাদাতকে উদ্ধার করে থানার দ্বিতীয় তলায় রাখা হয়েছে।

সাংবাদিকরা উদ্ধার হওয়া ওই ব্যবসায়ীর সঙ্গে কথা বলতে চাইলে তাকে উদ্ধার করা এসআই সাইফুল ও এসআই হাফিজ কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কথা বলা যাবে না বলে জানান।

এসব বিষয় জানতে সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ মহিদুল ইসলামের মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি জানান, আমি জরুরি কাজে থানার বাইরে আছি। থানায় এসে এ বিষয়ে সবার সাথে বিস্তারিত কথা বলব। তারপর বিস্তারিত বলতে পারব।

এদিকে ব্যবসায়ীকে আটকে রেখে নির্যাতনের বিষয়ে জানতে, ভোমরা সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এএসএম মাকসুদ খানের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করলেও তিনি রিসিভ করেননি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বঙ্গোপসাগরে সঞ্চালনশীল মেঘমালা তৈরি অব্যাহত, ঝোড়ো হাওয়ার শঙ্কা

তারেক রহমানের জন্য কৃষক মোতালেবের রাজকীয় চেয়ার

এসএসসি পাস করেও কলেজে আবেদন করেনি লক্ষাধিক শিক্ষার্থী

শাকিব ভাই আমার গান বাদ দিয়েছিলেন : জয়

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশ পরিচয়ে চাঁদাবাজি, অতঃপর...

বিশ্ব হাতি দিবসে নতুন প্রকল্পের ঘোষণা : হাতি সংরক্ষণে বড় উদ্যোগ

মালয়েশিয়ায় ২৪ লাখ কলিং ভিসার খবরে বিভ্রান্তি

নামাজ পড়তে পড়তে কপালে দাগ ওঠা কি নেককার হওয়ার লক্ষণ?

এটা দেখে আমাদের সবারই লজ্জা হওয়া উচিত : মুশফিক

হঠাৎ আইসিসি র‍্যাঙ্কিং থেকে বাদ রোহিত-কোহলি!

১০

এক দিনে ৩ শতাধিক ব্যাংক কর্মীকে ছাঁটাই

১১

বাংলাদেশ সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা নেদারল্যান্ডসের

১২

২৫ বছরেও শেষ হয়নি সেতুর নির্মাণকাজ

১৩

ভোটকন্দ্রের খসড়া তালিকা প্রকাশ কবে, জানাল ইসি

১৪

এবার ৭৮ অবসরপ্রাপ্ত কর্মকর্তার পদোন্নতির সুপারিশ

১৫

সিলেটের সাদা পাথরকাণ্ডে ১০ সুপারিশ

১৬

পাসপোর্ট না থাকলেও ভোটার হতে পারবেন প্রবাসীরা

১৭

রুমায় পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে তিনজন আটক

১৮

দোকানে গেলেই মিলবে একাকিত্ব দূর করার উপায়    

১৯

বিচারক-রাষ্ট্রপক্ষের আইনজীবীদের বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ

২০
X