

মাদক নির্মূল করার ঘোষণা দিলেন নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনের প্রার্থী ও বিএনপির ঢাকা বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ।
মঙ্গলবার (০৪ নভেম্বর) সন্ধ্যায় নারায়ণগঞ্জ আড়াইহাজার বাজার এলাকায় নির্বাচনী প্রচারণা শেষে তিনি এ কথা বলেন।
নজরুল ইসলাম আজাদ বলেন, আড়াইহাজারে কোনো ধরনের মাদক থাকবে না। মাদক প্রতিরোধে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করব।
তিনি বলেন, আপনারা সবাই দ্বন্দ্ব-বিরোধ ভুলে যান। আমরা সবাই ভাই ভাই। আমরা সবাই একসঙ্গে কাজ করে সুন্দর আড়াইহাজার গড়ে তুলব। আমি জনগণের পাশে থাকতে চাই, জনগণের কাছে থাকতে চাই।
ষড়যন্ত্র রুখে দেওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, ষড়যন্ত্র করার কেউ যদি অন্য কোনো স্বপ্ন দেখে তা বাস্তবায়ন হবে না। অবাধ ও সুষ্ঠু নির্বাচন অবশ্যই অনুষ্ঠিত হবে।
মন্তব্য করুন