শনিবার, ০৮ নভেম্বর ২০২৫, ২৪ কার্তিক ১৪৩২
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৫, ১০:৪৮ পিএম
অনলাইন সংস্করণ
বিপ্লব ও সংহতি দিবস

নারায়ণগঞ্জে মাসুদুজ্জামান মাসুদের পক্ষে বর্ণাঢ্য র‍্যালি

নারায়ণগঞ্জে মাসুদুজ্জামান মাসুদের পক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত। ছবি : কালেবেলা
নারায়ণগঞ্জে মাসুদুজ্জামান মাসুদের পক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত। ছবি : কালেবেলা

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নারায়ণগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (০৭ নভেম্বর) জেলা শহরের খানপুর হাসপাতাল রোড প্রাঙ্গণে নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী মাসুদুজ্জামান মাসুদের পক্ষে এই র‍্যালি ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে স্থানীয় নেতাকর্মীদের বিপুল অংশগ্রহণে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।

কর্মসূচিতে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুস সবুর খান সেন্টু ও আনোয়ার হোসেন আনু বক্তব্য দেন।

এছাড়া এতে উপস্থিত ছিলেন— নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য অ্যাডভোকেট বিল্লাল হোসেন, মনোয়ার হোসেন শোখন, মো. আলমগীর হোসেন, শহিদুল ইসলাম রিপন, ফারুক আহম্মদ রিপন, অ্যাডভোকেট শরীফুল ইসলাম শিপলু, সাখাওয়াতুল ইসলাম রানা, মো. ফারুক হোসেনসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বক্তারা বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা এবং রাষ্ট্র কাঠামো মেরামতের লড়াইয়ে আমরা ঐক্যবদ্ধ।

বিএনপি নেতা মাসুদুজ্জামান মাসুদের নেতৃত্বে এই সংগ্রাম আরও বেগবান হবে। নারায়ণগঞ্জ-৫ আসনের জনগণ বিএনপির প্রতি যে আস্থা ও ভালোবাসার প্রকাশ ঘটিয়েছে, তা আজকের এই সমাবেশে প্রমাণিত হয়েছে। এই ঐক্য, এই উদ্দীপনাই আমাদের প্রকৃত শক্তি।

বর্ণাঢ্য র‍্যালি শেষে স্থানীয় জনগণের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ করা হয়। একইসঙ্গে দেশের স্বাধীনতা, গণতন্ত্র ও সংহতির পক্ষে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার ব্যক্ত করা হয়।

এদিকে দিবসটি উপলক্ষে এক বিবৃতিতে মাসুদুজ্জামান মাসুদ বলেন, ৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষার এক অবিস্মরণীয় দিন। এই দিনে সিপাহি-জনতার ঐক্য জাতিকে নতুন দিশা দেখিয়েছিল। আজ আবার সেই জাতীয়তাবাদী চেতনা ও গণতন্ত্র পুনরুদ্ধারের আহ্বান জানাই। দীর্ঘদিন ধরে জনগণের ভোটাধিকার হরণ, গুম-খুন, দমননীতি ও একদলীয় শাসনের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলেছি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দৃঢ় নেতৃত্ব এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিকনির্দেশনায় আমরা একটি গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও মানবিক বাংলাদেশ গড়ে তুলব। সময় এসেছে দল-মত নির্বিশেষে সব দেশপ্রেমিক শক্তিকে ঐক্যবদ্ধ করার; গণতন্ত্র ও জনগণের অধিকার পুনরুদ্ধারের এই সংগ্রামে আমরা কেউ পিছু হটব না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চলতি সপ্তাহে যেসব অঞ্চলে ১৫ ডিগ্রিতে নামতে পারে শীত

চট্টগ্রামে ঘোষিত প্রার্থীর বিরোধিতা করায় পদ হারালেন ৩ নেতা

রিজভীর পা ধরে সালাম করা সেই সার্জেন্টকে প্রত্যাহার

স্ত্রী-শাশুড়িসহ চারজনকে ছুরিকাঘাত, জামাইসহ আটক ২

বিড়াল হত্যাকারী সেই নারী গ্রেপ্তার

সাতক্ষীরায় ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে : হাবিব

‘পরিস্থিতির শিকার হয়ে বাচ্চা রেখে গেলাম, দয়া করে কেউ নিয়ে যাবেন’

ভিয়েতনামে সড়কে ঝরল বাংলাদেশির প্রাণ

নতুন বাংলাদেশে মুক্তিযুদ্ধ ও জুলাই ব্যবসা চলবে না : সাদিক কায়েম

নির্বাচনবিরোধীদের ৭ নভেম্বরের চেতনায় পরাজিত করতে হবে : আমীর খসরু

১০

সাইবার অপরাধী চক্রের বিরুদ্ধে অভিযান শুরু : ফয়েজ আহমদ তৈয়্যব

১১

বিপ্লব ও সংহতি দিবস / নারায়ণগঞ্জে মাসুদুজ্জামান মাসুদের পক্ষে বর্ণাঢ্য র‍্যালি

১২

বাংলাদেশের শিক্ষা খাতের প্রশংসা করলেন মালদ্বীপের ফার্স্ট লেডি

১৩

শিবিরের উদ্যোগে জবিতে ‘কাওয়ালি সন্ধ্যা’ 

১৪

মেহেরপুরে সাইবার সুরক্ষা অধ্যাদেশে প্রথম মামলা, আসামি ১৯

১৫

চট্টগ্রামে ৬০ অবৈধ ভ্রাম্যমাণ দোকান উচ্ছেদ করল চসিক

১৬

নির্বাচনের দিনেই গণভোট চায় বিএনপি : মির্জা ফখরুল

১৭

এক বছরে ৫০টি সড়ক নির্মাণের ঘোষণা চসিক মেয়রের

১৮

ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে দেশ মহাবিপর্যয়ে পড়বে : প্রিন্স

১৯

সম্ভাব্য আর চূড়ান্ত মনোনয়ন এক নয় : তানভীর হুদা

২০
X