

দৈনিক কালবেলার অনলাইনে গত ৯ নভেম্বর ‘কিস্তির টাকা না পেয়ে গৃহবধূর আংটি ও বদনা নিয়ে গেলেন এনজিও কর্মীরা’ শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে ডিএফইডি বরিশাল জোনের বাগেরহাট এরিয়ায় চিতলমারী ব্রাঞ্চ। প্রতিবাদলিপিতে প্রতিষ্ঠানটি দাবি করে, ‘ডিএফইডি বরিশাল জোনের বাগেরহাট এরিয়ায় চিতলমারী ব্রাঞ্চের বিরুদ্ধে মিথ্যা খবর প্রচার করা হয়েছে।’
প্রতিবাদলিপিতে আরও উল্লেখ করা হয়, ‘চিতলমারীর উত্তর পাটরপাড়া গ্রামের শ্রাবণী হীরা ডাম ফাউন্ডেশন ফর ইকোনমিক ডেভেলপমেন্টের (ডিএফইডি) চিতলমারী শাখার সদস্য। যার সদস্য নাম্বার ১৭৪-০২২-০১৪। তিনি গত ১৪ জুন ৫০,০০০/- টাকা বিনিয়োগ নেন। কিন্তু বিনিয়োগ নেওয়ার ২টি কিস্তি দেওয়ার পর সদস্যের স্বামী বাড়ি থেকে পলায়ন করে। অফিস থেকে বারবার তাগাদা দেওয়া হলে ও বারবার সময় নেয় কিন্তু দীর্ঘদিন কোনো টাকা দেয়নি।’
‘বারবার টাকা চাওয়ার একপর্যায়ে সে প্রস্তাব করে টাকার বিনিময়ে তার কিছু জিনিসপত্র নিতে, প্রথমে অফিস রাজি না হলেও সে বলে এভাবে ছাড়া সে টাকা দিতে পারবে না। অতঃপর তিনি বাজার মূল্য যাচাই করে স্বেচ্ছায় এসে অফিসে ১টি আংটি ও ২টি কাসার বদনা দিয়ে যায়- যার বাজার মূল্য ৮৮ হাজার টাকা।’
উল্লেখ থাকে, সদস্য এবং তার শাশুড়ি ১ মাসের মধ্যে টাকা দিয়ে মালামাল ফেরত নিয়ে যাবে। এমতাবস্তায় উদ্দেশ্যমূলকভাবে প্রতিষ্ঠানের সুনাম নষ্ট করার জন্য পত্রিকায় খবর প্রকাশ করা হয়েছে। উল্লেখ সে ৪০ হাজার টাকা ঋণ নিয়েছে তথ্যটি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। প্রকৃতপক্ষে সে ৫০ হাজার টাকা ঋণ নিয়েছে।
মন্তব্য করুন