কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৫, ০৯:২২ পিএম
আপডেট : ১১ নভেম্বর ২০২৫, ০৯:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

দলের সিদ্ধান্তই আমাদের একমাত্র পথনির্দেশনা : মাসুদুজ্জামান মাসুদ

বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী মাসুদুজ্জামান মাসুদ। ছবি : কালবেলা
বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী মাসুদুজ্জামান মাসুদ। ছবি : কালবেলা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী মাসুদুজ্জামান মাসুদ বলেছেন, বিএনপি একটি সুসংগঠিত ও দায়িত্বশীল রাজনৈতিক শক্তি। দলীয় সিদ্ধান্তই আমাদের সবার জন্য একমাত্র কার্যকর, বৈধ, চূড়ান্ত ও বাধ্যতামূলক নির্দেশনা। ব্যক্তিগত কোনো বক্তব্য বা অবস্থান দলীয় ঐক্যকে ক্ষতিগ্রস্ত করতে পারে। তাই মতভেদ ভুলে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

মঙ্গলবার (১১ নভেম্বর) নারায়ণগঞ্জ ক্লাবে আয়োজিত এক মিট দ্য প্রেসে তিনি এসব কথা বলেন। দলীয় প্রার্থী তালিকা নিয়ে কিছু বিভ্রান্তিকর বক্তব্যের সংশোধন এবং দলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের লক্ষ্যে এই অনুষ্ঠানের আয়োজন করেন নারায়ণগঞ্জ-৫ আসনের ধানের শীষের এই প্রার্থী।

বিএনপির শীর্ষ নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মাসুদুজ্জামান বলেন, ‘আমাকে নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনীত করে যে সম্মান দেওয়া হয়েছে, তার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। আমি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দলের সব নেতার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মাসুদুজ্জামান মাসুদ বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে তার সঙ্গে বিভিন্ন রাজনীতিকের ছবি প্রচার করে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে, যা সম্পূর্ণ উদ্দেশ্যমূলক। আমি কী ছিলাম- তা নারায়ণগঞ্জের ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের কর্মী, বিএনপিসহ সংশ্লিষ্টরা জানেন। আন্দোলনের সময় যারা মাঠে ছিলেন, তারা জানেন- আমার অবস্থান কোথায় ছিল? আমার নাম রাজনৈতিক মামলার এজাহারেও তোলা হয়েছিল।

তিনি আরও বলেন, বিএনপি একটি বৃহত্তম গণতান্ত্রিক রাজনৈতিক পরিবার। এখানে মতভেদ থাকতে পারে, কিন্তু সেটা হতে হবে সংগঠন ও রাজনৈতিক শিষ্টাচারের মধ্যে। আমি বিশ্বাস করি, যারা আজ সমালোচনা করছেন, তারাও দলের কল্যাণ চান। দিনশেষে আমরা সবাই ধানের শীষের লোক এবং দলের সিদ্ধান্তই আমাদের সবার জন্য চূড়ান্ত ও বাধ্যতামূলক নির্দেশনা।

মাসুদুজ্জামান মাসুদ বলেন, আমরা চাই একটি নিরাপদ, আধুনিক ও শিক্ষাকেন্দ্রিক নারায়ণগঞ্জ গড়ে তুলতে- যেখানে নারী-পুরুষ নির্বিশেষে ছাত্র, শিক্ষক, শ্রমিক ও পেশাজীবীসহ সকল শ্রেণিপেশার মানুষ সমানভাবে এগিয়ে যাবে। তরুণদের উদ্যম ও প্রবীণদের অভিজ্ঞতার সংমিশ্রণে একটি ন্যায়ভিত্তিক ও সম্ভাবনাময় নতুন নারায়ণগঞ্জ গড়াই আমাদের লক্ষ্য।

এতে আরও উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট সরকার হুমায়ুন কবির, আব্দুস সবুর খান সেন্টু ও আনোয়ার হোসেন আনু; মহানগর বিএনপির সদস্য হাজি ফারুক হোসেন, মাহাবুব উল্লাহ তপন, অ্যাডভোকেট বিল্লাল হোসেন, মনোয়ার হোসেন শোখন, মো. আলমগীর হোসেন, শহিদুল ইসলাম রিপন, ফারুক আহম্মদ রিপন ও অ্যাডভোকেট শরীফুল ইসলাম শিপলু, বন্দর থানা বিএনপির সাবেক সভাপতি হাজি নুরুদ্দিন, মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাখাওয়াতুল ইসলাম রানা, বন্দর উপজেলা বিএনপির সভাপতি হিরণ, সাধারণ সম্পাদক হারুনুর রশিদ লিটন, উপজেলা যুবদলের সভাপতি মনিরুল ইসলাম সজল, উপজেলা কৃষক দলের সভাপতি এনামুল খন্দকার স্বপন, মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক আয়েশা আক্তার দিনাসহ সদর ও বন্দর শাখা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশু ধর্ষণের চেষ্টা, চড়-থাপ্পড়ে মীমাংসা

বরিশালে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

চুয়েটে ‘ইঞ্জিনিয়ারিং এক্সপিডিশন ২০২৫’-এ প্রেসিডেন্সি ইউনিভার্সিটির শিক্ষার্থীরা

অসংক্রামক রোগ মোকাবিলায় ভোজ্যতেলে ভিটামিন সমৃদ্ধকরণ জরুরি

৪৪তম বিসিএসের পরিবর্ধিত ফল প্রকাশ, উত্তীর্ণ ১৬৭৬

আজহারীর বই নকলের অভিযোগ, তদন্তে ডিবি

শিশুদের জীবন বাঁচিয়ে রেকর্ড গড়লেন পলক

‘ফ্যাসিস্ট’ অভিযোগে বিরক্ত পিএসজি ফুটবলার

শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা বিচারের জন্য প্রস্তুত

২২ জনকে হাইকোর্টের স্থায়ী বিচারপতি নিয়োগ

১০

ডাকসু ও জাকসুর শীর্ষ পদে নির্বাচিতরা ছাত্রলীগে ছিলেন : নাছির

১১

নাশকতা চালানোর পরিকল্পনা ফাঁস, ৫ ছাত্রলীগ নেতাকর্মী গ্রেপ্তার

১২

মিরাজদের নিখুঁত বোলিংয়ে মুগ্ধ আইরিশ কোচ উইলসন

১৩

বড় যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইরান

১৪

চাল ও পেঁয়াজের আড়তে অভিযান, জরিমানা

১৫

যতদিন বাঁচবো দেশের জন্য বাঁচবো : হারুনুর রশিদ

১৬

এক দিন পরেই বাড়ল স্বর্ণের দাম

১৭

স্পিনারদের হাতে ম্যাচ জেতার সুযোগ দেখছেন হাসান মাহমুদ

১৮

আইজিপির সঙ্গে রেড ক্রস প্রতিনিধিদলের সাক্ষাৎ

১৯

চট্টগ্রাম বন্দর এলাকায় মিছিল, সভা-সমাবেশ নিষিদ্ধ

২০
X