

শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে রায় দিক তা কার্যকর হবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, এই রায় শোনার জন্য সবাই কান পেতে আছে।
রোববার (১৬ নভেম্বর) বরিশাল জেলা পুলিশ লাইন্স পরিদর্শন ও আইনশৃঙ্খলা বাহিনীসহ মাঠ প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আগামীকাল (১৭ নভেম্বর) ট্রাইব্যুনালে শেখ হাসিনার রায়কে ঘিরে আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত আছে। দেশে যে কোনো ধরনের বিশৃঙ্খলা ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত আছে।
আগামী নির্বাচন যেন সুষ্ঠু, সুন্দর ও উৎসবমুখর হয় তার জন্য মাঠ প্রশাসন প্রস্তুত রয়েছে জানিয়ে তিনি বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি মোটামুটি সন্তোষজনক। নির্বাচন সুষ্ঠু করতে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নির্ভর করে না, এর সঙ্গে নির্বাচন কমিশন, রাজনৈতিক দলগুলোর ভূমিকাও রয়েছে। তবে জনগণ নির্বাচনমুখী হলে কেউ কিছু থামিয়ে রাখতে পারবে না। দেশে এখন সবাই নির্বাচনমুখী জানিয়ে সবার সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
বরিশালের নথুল্লাবাদে শ্রমিক এবং শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা কালবেলাকে বলেন, বিষয়টি দুই পক্ষ বসে সমাধান করবে। ভবিষ্যতে এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী সচেতন থাকবে।
এর আগে দুপুর ২টায় বরিশাল জেলা পুলিশ লাইন্স পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। এরপর পুলিশ লাইন্সের ড্রিল সেটে আইনশৃঙ্খলা বাহিনী এবং মাঠ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন তিনি।
মন্তব্য করুন