বৃষ্টি কিংবা জোয়ার ছাড়াই হঠাৎ পানিতে তলিয়ে গেছে চট্টগ্রাম নগরের অন্যতম ব্যস্ততম এলাকা জিইসির মোড়ের একাংশ।
শনিবার (১৬ সেপ্টেম্বর) নগরের জিইসি মোড় এলাকার সেন্ট্রাল প্লাজার বিপরীতে পুলিশ বক্সের সামনে থেকে ইউনেসকো শপিং কমপ্লেক্স পর্যন্ত সড়কটি পানিতে তলিয়ে যায়।
এ সময় ভোগান্তিতে পড়ে সেখানে পথচারী ও বাসিন্দারা। নগরের অন্যতম ব্যস্ততম সড়কে গাড়ি চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়ে ওয়াসা মোড়, খুলশী, মেহেদীবাগসহ আশপাশের এলাকায় থেমে থেমে সৃষ্টি হয় যানজট। তবে ওয়াসার পাইপ লাইন লিকেজ নাকি ড্রেনে-নালায় ব্লকের কারণে এ সমস্যা সৃষ্টি হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।
পথচারী আকবর মুহুরি বলেন, দুপুরের দিকে কাজ থেকে বাসার দিকে ফিরছিলাম। সারাদিন কাঠফাটা রোদ পড়েছে। কিন্তু এ গরমের মধ্যেই দেখি জিইসির মোড়ে পানি উঠে গেছে।
বাসিন্দারা জানান, শনিবার সকালে হঠাৎ সড়কটিতে পানি উঠতে শুরু করে। এরপর দুপুরের দিকে পানি বেড়ে যায়। এ সময় চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) কয়েকজন শ্রমিক এসে পানি নামাতে নালা পরিষ্কার করতে শুরু করেন। কোথা থেকে পানি উঠেছে তা নিশ্চিতভাবে জানাতে পারেননি তারাও।
তবে আশপাশের কোন নালা ব্লক হয়ে পানি উঠতে শুরু করেছে বলে ধারণা করছেন স্থানীয় বাসিন্দা।
চসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা ও মেয়রের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাশেম বলেন, খবর পেয়ে চসিকের পরিচ্ছন্ন কর্মীরা কাজ শুরু করেছে। কিন্তু আমরা কোথাও কোনো ব্লকেজ খুঁজে পাইনি। বের করার চেষ্টা চলছে।
মন্তব্য করুন