কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৩, ০৪:২২ পিএম
আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৩, ০৫:২৯ পিএম
অনলাইন সংস্করণ

সব দলের অংশগ্রহণ কমিশনের ওপর নির্ভর করে না : ইসি আনিছুর

কিশোরগঞ্জে গণমাধ্যমের সঙ্গে কথা বলছেন নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান। ছবি : কালবেলা
কিশোরগঞ্জে গণমাধ্যমের সঙ্গে কথা বলছেন নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান। ছবি : কালবেলা

সব দলের অংশগ্রহণ কিন্তু আমাদের (নির্বাচন কমিশনের) ওপর নির্ভর করে না। দল অংশগ্রহণ করা সেটা নির্ভর করে দলের সিদ্ধান্ত এবং রাজনৈতিক সিদ্ধান্তের ওপর। এর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই।

রোববার (১৭ সেপ্টেম্বর) দুপুরে কিশোরগঞ্জে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান এসব কথা বলেন।

কমিশনার মো. আনিছুর রহমান আরও বলেন, আমরা নির্বাচনের উপযোগী পরিবেশ তৈরি করব। গত দেড় বছরে সব দলকে আমরা একাধিকবার আহ্বান জানিয়েছি, এখনো আমরা আহ্বান জানাচ্ছি তারা যাতে নির্বাচনে অংশগ্রহণ করে। নির্বাচনটা অংশগ্রহণমূলক, সুষ্ঠু এবং অবাধ হয়। সেটা নির্ভর করবে রাজনৈতিক দলের সিদ্ধান্তের ওপর। এ ক্ষেত্রে আমাদের হস্তক্ষেপ করার কোনো সুযোগ নেই। আমরা সংবিধান অনুযায়ী নির্বাচন করার জন্য প্রস্তুতি নিয়েছি। ধীরে ধীরে আমাদের সব প্রস্তুতি একটা একটা করে সম্পন্ন হচ্ছে।

তিনি বলেন, আজকে কিশোরগঞ্জ সফরে আমি এসেছি। কিশোরগঞ্জে ভোটকেন্দ্রগুলো পরিদর্শন করব। ভোটকেন্দ্রের তালিকা তৈরি করে পাঠানোর জন্য বলা হয়েছিল। সেগুলো আমরা পেয়েছি। ভোটকেন্দ্রের তালিকা তৈরিতে ডিসি-এসপি সাহেবের নেতৃত্বে জেলা ও উপজেলা শিক্ষা অফিসার, প্রাথমিক শিক্ষা অফিসার এবং জেলা নির্বাচন ও উপজেলা নির্বাচন অফিসারকে মেম্বার সেক্রেটারি করে কমিটি করে দিয়েছিলাম। সেই কমিটি যে কেন্দ্রগুলোর তালিকা পাঠিয়েছে সেগুলোর মধ্যে কোনো অভিযোগ থাকলে নিষ্পত্তি করার জন্য সময় দেওয়া হয়েছে। পাশাপাশি ভোটার তালিকা চূড়ান্ত করার সর্বশেষ ১৪ তারিখ পর্যন্ত একটা সময় দিয়েছিলাম। সেই সময়ের মধ্যে স্থানান্তরিত হয় সেগুলোও আমরা আগামী ২ তারিখের মধ্যে শেষ করব। এরপরে আর ভোটার তালিকা সংশোধন সংযোজন করার কোনো সুযোগ থাকবে না।

তিনি আরও বলেন, নভেম্বরের শুরুর দিকে হয়তো তপশিল ঘোষণা হতে পারে। আমরা আগেও বলে আসছি নির্বাচন জানুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে আমরা করব। রাজনৈতিক বিষয়ে আমরা কোনো কথা বলতে চাই না। রাজনৈতিক দলগুলোও রাজনৈতিক বিষয়গুলো সমাধান করবে। সংবিধানের মধ্য থেকে আমরা সবকিছু করছি। রাজনৈতিক বিষয়ে আমরা কোনো কথা বলতে চাই না কারণ আমর নিরপেক্ষ সংবিধানিক সংস্থা হিসেবে আমরা কাজ করছি। আশা করছি, ওই বিষয়গুলা কোনো না কোনোভাবে মীমাংসিত হয়ে যাবে। বিএনপিকে আমরা বহুবার ডেকেছি। আমাদের দরজা এখনো খোলা আছে। তারা যদি আমাদের কাছে আসতে চায় আমরা ওয়েলকাম করব। আমরা চাই সবাই মিলে অংশগ্রহণমূলক একটা নির্বাচন হবে এটাই আমাদের প্রত্যাশা। অবাধ, সুষ্ঠু নির্বাচন করতে সক্ষম নির্বাচন কমিশন।

কমিশনার মো. আনিছুর রহমান জেলা নির্বাচন অফিসারের সম্মেলন কক্ষে কিশোরগঞ্জ জেলার উপজেলা নির্বাচন অফিসারগণের অংশগ্রহণে জাতীয় পরিচয়পত্র ও প্রবাসী ভোটার নিবন্ধন সংক্রান্ত মতবিনিময়ে অংশগ্রহণ করেন। পরে সদর উপজেলার সম্ভাব্য ভোটকেন্দ্র পরিদর্শন করার কথা রয়েছে। আগামীকাল সোমবার (১৮ সেপ্টেম্বর) জেলার হাওর উপজেলার মিঠামইন ও অষ্টগ্রাম উপজেলার সম্ভাব্য ভোটকেন্দ্র পরিদর্শন করার কথা রয়েছে। পরের দিন মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে জেলার হাওর উপজেলা নিকলী উপজেলার সম্ভাব্য ভোটকেন্দ্র পরিদর্শন করার কথা রয়েছে। এরপর দুপুরের দিকে নিকলী থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে খতনা করাতে গিয়ে সাত বছরের শিশুর মৃত্যু, তদন্ত কমিটি গঠন

১৭ মাস পর তোলা হলো ইমতিয়াজের লাশ

সড়কের পাশে উদ্ধার হওয়া সেই শিশুর পাশে দাঁড়াল ‘স্বপ্ন’

জকসু নির্বাচন / ২৬ কেন্দ্রের ফলাফল ঘোষণা, এগিয়ে রিয়াজুল

সবচেয়ে কম তাপমাত্রা থাকতে পারে যে ২ দিন

কীসের নেশায় গ্রিনল্যান্ড চান ট্রাম্প?

অবসরের পর কোচ নন, ক্লাব মালিক হতে চান মেসি

বহিষ্কারের পর তারেক রহমানের সঙ্গে বিএনপি নেতার সাক্ষাৎ

গণভোটের পরীক্ষায় আপনারা ‘হ্যাঁ’ ভোট দেবেন : হাসনাত আব্দুল্লাহ

ভারতে খেলতে না যাওয়ার অবস্থানে অটল বাংলাদেশ : আসিফ নজরুল

১০

সিলেটে রায়হান হত্যা : পেছালো রায় ঘোষণা, হচ্ছে অধিকতর শুনানি

১১

আশা করি বউ আমাকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবে : জোভান

১২

গাজীপুরে আরও এক কারখানা বন্ধ ঘোষণা

১৩

কেউ আপনাকে গোপনে ভালোবাসছে কি না, বুঝে নিন ১০ লক্ষণে

১৪

তেলবাহী জাহাজ ঘিরে মার্কিন বাহিনীর সঙ্গে উত্তেজনা, রুশ সাবমেরিন মোতায়েন

১৫

ঘুষের টাকাসহ সরকারি কর্মকর্তা হাতেনাতে আটক

১৬

রাতে খাওয়া বন্ধ করলে কি ওজন কমে? যা বলছেন পুষ্টিবিদ

১৭

কুমিল্লায় আ.লীগ নেতা গ্রেপ্তার

১৮

মাদ্রাসার ছাদ থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু

১৯

হলফনামায় গরমিল নিয়ে সারজিসের ব্যাখ্যা

২০
X