

বাংলাদেশ দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মদ আব্দুল মোমেন বলেছেন, দুর্নীতি চাই না এবং চাই এর মধ্যে একটি ফাঁক রয়েছে। এটি পূরণ করতে হবে।
সোমবার (২৪ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় হবিগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে দুর্নীতির বিরুদ্ধে গণশুনানি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দুদক চেয়ারম্যান বলেন, সেবাদাতা এবং সেবাগ্রহীতা সবাই আমরা রাষ্ট্রের নাগরিক। সেবাদাতার অনেক সীমাবদ্ধতা থাকে। আবার সেবাগ্রহীতার অনেক সমস্যা থাকে যা সেবাদাতারা বোঝেন না। সেবাদাতা ও সেবাগ্রহীতার মেলবন্ধনের জন্য আজকের গণশুনানি। সেবা গ্রহীতার যে অভিযোগ রয়েছে আমরা তা সমাধানের চেষ্টা করব।
জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দুর্নীতি দমন কমিশনের কমিশনার (তদন্ত) মিয়া মুহাম্মদ আলী আকবার আজিজী, দুর্নীতি দমন কমিশনের সচিব মোহাম্মদ খালেদ রহীম।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমানসহ অনেকেই।
পরে সেবাগ্রহীতাদের ৮৫টি অভিযোগের শুনানি অনুষ্ঠিত হয় এবং এর সমাধানের উপায় খুজে বের করা হয়।
মন্তব্য করুন