মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৫, ০৮:০৩ পিএম
অনলাইন সংস্করণ

কায়কোবাদকে নিয়ে মিথ্যাচারের বিরুদ্ধে বিএনপির প্রতিবাদ

সংবাদ সম্মেলনে মুরাদনগর উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। ছবি : কালবেলা
সংবাদ সম্মেলনে মুরাদনগর উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। ছবি : কালবেলা

বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদকে নিয়ে ফেসবুকে মিথ্যাচার এবং বিকৃত ভিডিও প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন মুরাদনগর উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

বুধবার (২৬ নভেম্বর) কুমিল্লা শহরের একটি মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, মুরাদনগরের সাবেক এমপি ইউসুফ আবদুল্লাহ হারুন ও তার উপদেষ্টা আসিফ মাহমুদের প্রত্যক্ষ মদদে ‘গোমতী টিভি’ নামের একটি ফেসবুক পেজে রাজিব নামে এক ব্যক্তি কায়কোবাদকে নিয়ে অপপ্রচার চালাচ্ছে। তার বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানির মামলা করার ঘোষণা দেয় এবং দ্রুত আইনগত ব্যবস্থা না নেওয়া হলে আন্দোলনের হুঁশিয়ারি দেন উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন অঞ্জন।

লিখিত বক্তব্যে বলা হয়, কুমিল্লা-৩ আসনের সাবেক পাঁচবারের এমপি ও সাবেক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ কেবল মুরাদনগর নয়, গোটা দেশেই সম্মানিত। তাকে মুরাদনগরের মানুষ ‘দাদাভাই’ নামে ডাকেন। তার জনপ্রিয়তাই তার ‘অপরাধ’—যার কারণে ক্ষমতাচ্যুত দলের সাবেক এমপি ইউসুফ আবদুল্লাহ হারুন একসময় তাকে হত্যার চেষ্টাও করেন বলে দাবি করা হয়।

বক্তারা অভিযোগ করেন, আসিফ মাহমুদ, সজিব ভূঁইয়া ও রাজিব মিলে মাদকাসক্ত রাজিবকে দিয়ে একের পর এক ভিডিও বানিয়ে কায়কোবাদ ও বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। বিশেষ করে ইউনিয়ন পর্যায়ের জনপ্রিয় নেতাদের টার্গেট করে চাঁদা দাবি করা হয় এবং না পেলে উল্টো তাদের বিরুদ্ধে চাঁদাবাজির মিথ্যা ভিডিও বানানো হয়। রাজিবের বিরুদ্ধে একাধিক মামলা থাকা সত্ত্বেও পুলিশ তাকে গ্রেপ্তার না করে বরং কয়েকটি মামলায় তার পক্ষে প্রতিবেদন দিয়েছে— যার ফলে সে আরও বেপরোয়া হয়ে উঠেছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে উদ্দেশ্যপ্রণোদিতভাবে এসব অপপ্রচার চালানো হচ্ছে। বিষয়টি জেলা পুলিশ সুপার ও সংশ্লিষ্ট থানার ওসিদের জানানোর পরও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। এতে প্রশ্ন উঠেছে, প্রশাসনের কোনো অংশ এর সঙ্গে জড়িত কি না।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মুরাদনগর উপজেলা বিএনপির সদস্য সচিব মোল্লা মজিবুল হক। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন অঞ্জন, যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন ভূঁইয়া, উপজেলা মহিলা দলের সভাপতি কাজী তাহমিনা আক্তার মিনা, নবীপুর পূর্ব ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাসান মাহমুদ, উপজেলা জাসাসের যুগ্ম আহ্বায়ক আবদুর রহিম, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রায়হান উদ্দিন রায়হান, বিএনপি নেতা মুখলেছুর রহমান হিরন ও সাবেক ছাত্রনেতা আশরাফুল ইসলাম বাবু।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৎছেলে নাগাকে নিয়ে যা বললেন অমলা

দুই দিনে শেষ অ্যাশেজ: পিচকে ‘খুব ভালো’ রেটিং আইসিসির

যে ৬ সহজ কৌশল রক্ত পরীক্ষায় সুচের ভয় কমাতে সাহায্য করবে

ইমরান খানের মৃত্যুর গুজব, যা জানাল কারা কর্তৃপক্ষ

আবারও মালাইকার প্রেমের গুঞ্জন

প্লট দুর্নীতি মামলায় জয়-পুতুলের ৫ বছর কারাদণ্ড   

প্লট দুর্নীতির মামলায় গণপূর্তের সাইফুলকে খালাস

মশার উপদ্রবে অতিষ্ঠ নওগাঁ পৌরবাসী, বেড়েছে ডেঙ্গু রোগী

আমি মেয়ে হতে পারি; কিন্তু বোকা নই: রুক্মিণী

এবার ভূমিকম্পে কাঁপল ভারত

১০

বিপিএল নিলামে ১৫৮ ক্রিকেটার, কোন ক্যাটাগরিতে কারা

১১

৫৫ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ, আটক ১০০

১২

বাবার পর এবার ছেলেকে কুপিয়ে হত্যা, কী বলছে পুলিশ

১৩

প্লট দুর্নীতির তিন মামলায় শেখ হাসিনার ২১ বছরের কারাদণ্ড 

১৪

প্লট দুর্নীতি    / শেখ হাসিনা-জয়-পুতুলের রায় পড়া চলছে

১৫

সহজ ৫ অভ্যাসে নিয়ন্ত্রণে রাখুন রক্তের সুগারের মাত্রা

১৬

নতুন পে স্কেল নিয়ে সর্বশেষ যা জানা গেল

১৭

ফের ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া

১৮

আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ফের বৈঠকে ইসি

১৯

‘খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের লক্ষ্যে কাজ করছে সরকার’

২০
X