হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৫, ০৬:৪০ পিএম
অনলাইন সংস্করণ

অনেক রক্তচক্ষু দেখেও দেশ ছেড়ে যাননি খালেদা জিয়া : রিজভী

চট্টগ্রামের হাটহাজারীতে চিকিৎসা সহায়তা প্রদান অনুষ্ঠানে বক্তব্য দেন রুহুল কবির রিজভী। ছবি : কালবেলা
চট্টগ্রামের হাটহাজারীতে চিকিৎসা সহায়তা প্রদান অনুষ্ঠানে বক্তব্য দেন রুহুল কবির রিজভী। ছবি : কালবেলা

মঈন উদ্দিন-ফখরুদ্দিনের হুমকি, হাসিনার ষড়যন্ত্র এবং অনেক রক্তচক্ষু দেখেও বেগম খালেদা জিয়া দেশ ও দেশের জনগণকে ছেড়ে যাননি উল্লেখ করে কেন্দ্রীয় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, মিথ্যা মামলায় কারাবন্দি, কারাগারে নির্যাতন এবং খাবারে বিষ প্রয়োগ করেও বেগম জিয়াকে বিন্দুমাত্রও টলানো যায়নি। গণতন্ত্র প্রতিষ্ঠায় তিনি সর্বদা অবিচল ছিলেন।

শনিবার (২৯ নভেম্বর) বেলা ১১টায় চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মীরেরখীল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আমরা বিএনপি পরিবার আয়োজিত চব্বিশের গণঅভ্যুত্থানে নিহত শহীদ সাতটি পরিবার ও পাঁচটি আহত পরিবার এবং অসহায় হাফেজ আবু বকর সায়েমের (১২) চিকিৎসা সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি বলেন, নিরাপদে হরিলুট করার জন্য, জনগণের টাকা আত্মসাৎ করার জন্য হাসিনা বেগম খালেদা জিয়াকে পথের কাঁটা মনে করত। তাই খালেদা জিয়াকে সরিয়ে দেওয়ার জন্য যত ধরনের চক্রান্ত করা যায় তার সবই করেছে হাসিনা। শেখ হাসিনার আমল মানে পদে পদে মৃত্যু, গুম, খুন এবং ক্রসফায়ারে হত্যা। ইলিয়াস আলী, জাকির, সুমনের মতো অনেক ছাত্রনেতা, যুবনেতা পার্লামেন্টারি এমপিদের অনেককে এখনো খুঁজে পাওয়া যায়নি, তারা নিরুদ্দেশ।

রিজভী আরও বলেন, হাসিনা দেশটাকে তার পৈতৃক সম্পত্তি মনে করত। জনগণের টাকাকে নিজের টাকা মনে করত। সোনালী ব্যাংক, বেসিক ব্যাংক, রূপালী ব্যাংক প্রত্যেকটি ব্যাংকের টাকা সে এবং তার লোক বিদেশে পাচার করেছে। ঢাকা শহরে কারও জমি থাকলে সে রাজুকের প্লট নিতে পারে না। সে জায়গায় শেখ হাসিনা কোনো আইন-কানুন না মেনে সুধাসদনে তার বাড়ি থাকার পরও পূর্বাচল থেকে নিজের নামে, ছেলের নামে, মেয়ের নামে আত্মীয়-স্বজনের নামে ষাট কাঠা জায়গা নিয়েছে।

বক্তব্যে রুহুল কবির রিজভী চট্টগ্রাম-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী বিএনপির চট্টগ্রাম বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের প্রশংসা করে বলেন, মীর হেলাল দলের দুঃসময়ে শত বাধা-বিপত্তি মোকাবিলা করে গণতন্ত্র ফেরানোর জন্য অবিরাম গতিতে কাজ করে গেছেন।

প্রবাসীরা যাতে সবাই বিদেশ থেকে পোস্টাল ভোট দিতে পারে তাই রিজভী পাসপোর্টকে ভোটার কার্ড হিসেবে গণ্য করে প্রবাসীদের ভোটদানের সুযোগ করে দেওয়ার জন্য সরকার এবং নির্বাচন কমিশনারের প্রতি দাবি জানান।

অনুষ্ঠানে ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক ও বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন, হাফেজ আবু বকর সায়েমের চিকিৎসা সহায়তা প্রদান করেন এবং তার প্রতি সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের পক্ষ থেকে পাশে থাকার বার্তা পৌঁছে দেন।

এ সময় উপস্থিত ছিলেন— বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলাল, ‘আমরা বিএনপি পরিবার’ -এর উপদেষ্টা আবুল কাশেম, সংগঠনটির সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, জাতীয় প্রেস ক্লাবের ম্যানেজিং কমিটির সদস্য জাহিদুল ইসলাম রনি, ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য মাসুদ রানা লিটন, বুয়েট ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবু হানিফ, রাশেদুজ্জামান পিয়াস প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আবারও স্বর্ণের দামে রেকর্ড

এমপিওভুক্তির আবেদন যাচাইয়ে ১১ সদস্যের কমিটি

ইইউ নির্বাচন পর্যবেক্ষকদের যে অভিযোগ দিল জামায়াত

চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী করতে তরুণদের নেতৃত্ব জরুরি : মেয়র ডা. শাহাদাত

গভীর নলকূপে পড়া সেই শিশু উদ্ধার

১৪ বছর পর ঢাকা থেকে করাচি যাবে বিমানের ফ্লাইট 

বিএনপিতে যোগ দিলেন জাতীয় পার্টির ৩ শতাধিক নেতাকর্মী

খেলাপিদের নাম-ছবি প্রকাশ ও বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিতে চায় ব্যাংকগুলো

সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সর্বোচ্চ নিরাপত্তা প্রস্তুত : স্বরাষ্ট্র উপদেষ্টা

দাঁড়িপাল্লায় ভোট চাওয়ায় জামায়াত নেতার বাড়িতে আগুন

১০

নির্বাচিত হলে এক মাসের মধ্যে কুমিল্লা বিভাগ ঘোষণা করা হবে : আসিফ

১১

ক্রেতা দেখলেই মরার ভান ভেড়ার, দামে রেকর্ড

১২

‘রাজনীতি আমার ইবাদত, এটা দিয়ে ব্যবসা করার সুযোগ নেই’

১৩

শেরপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি স্থগিত

১৪

দেশে ফিরে কোন ব্যাটে খেলবেন সাকিব, জানালেন তারই বন্ধু

১৫

ফোনের চার্জিং পোর্টে এই ৫টি জিনিস কখনোই লাগাবেন না

১৬

৫ দফা দাবিতে বারির শ্রমিকদের বিক্ষোভ 

১৭

গণভোট নিয়ে মাদ্রাসা শিক্ষকদের জন্য জরুরি নির্দেশনা

১৮

বিএনপির ১৮ নেতাকর্মী বহিষ্কার

১৯

ফোনের ইন্টারনেট স্লো, সহজ ৯ কৌশলে হুহু করে বাড়বে স্পিড

২০
X