দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি
প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৫, ০১:০০ পিএম
অনলাইন সংস্করণ

জুলাই আন্দোলনে আহত না হয়েও প্রতি মাসে ভাতা তুলছেন যুবক

জুবায়ের ইসলাম ওরফে তাকদীর। ছবি : সংগৃহীত
জুবায়ের ইসলাম ওরফে তাকদীর। ছবি : সংগৃহীত

পঞ্চগড়ের দেবীগঞ্জে জুলাই আন্দোলনে আহত না হয়েও নিজেকে আহত জুলাই যোদ্ধা দেখিয়ে সরকারি ভাতা তোলার অভিযোগ উঠেছে জুবায়ের ইসলাম ওরফে তাকদীর নামে এক যুবকের বিরুদ্ধে।

অভিযুক্ত জুবায়ের ইসলাম দেবীগঞ্জ পৌরসভার উত্তর পাড়া এলাকার রেজাউল করিমের ছেলে।

অনুসন্ধানে জানা গেছে, ২০২৫ সালের ৫ মার্চ মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় থেকে রংপুর বিভাগের ‘গ শ্রেণির’ আহত জুলাই যোদ্ধার তালিকা গেজেট আকারে প্রকাশ করা হয়। তালিকায় গেজেট নম্বর ১০২০ এ দেবীগঞ্জ উপজেলার একজন আহত জুলাই যোদ্ধা হিসেবে জুবায়েরের নাম অন্তর্ভুক্ত করা হয়। এরপর এককালীন এক লাখ টাকা অনুদান এবং প্রতি মাসে ১০ হাজার টাকা ভাতা তুলছেন জুবায়ের ইসলাম।

অভিযোগ উঠেছে, জুবায়ের ইসলাম ২০২৪ সালের জুলাই আন্দোলনে অংশগ্রহণ করলেও তিনি আহত হননি। সরকার পতনের পর ৬ আগস্ট উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে পারিবারিক দোকানের বিরোধ নিয়ে প্রতিপক্ষের সঙ্গে ধাক্কাধাক্কিতে সামান্য আহত হন। তবে এ ঘটনায় পরবর্তী সময় তাকে জুলাই বিপ্লবে আহত হিসেবে দেখিয়ে গেজেটে নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী জামাল হোসেন বলেন, একটি দোকান নিয়ে জুবায়েরের চাচা রফিকের সঙ্গে আমাদের কয়েকজনের বাগ্‌বিতণ্ডা হয়। এক পর্যায়ে জুবায়ের এসে আমাদের সঙ্গে ধাক্কাধাক্কি শুরু করলে হাতাহাতির একপর্যায়ে তার মাথায় এবং হাতের আঙুলে আঘাত লাগে। এরপর সে হাসপাতালে ভর্তি হয় এবং থানায় অভিযোগ দিলে সেটি আপসে মিটে যায়।

জুলাই আন্দোলনে অংশ নেওয়া একাধিক ছাত্র নেতার দেওয়া তথ্য অনুযায়ী, দেবীগঞ্জে মূলত ৪ আগস্টই মারামারির ঘটনা ঘটে। করতোয়া সেতুর পশ্চিম পাড়ে ও তিস্তারহাটে ছাত্র-জনতার ওপর হামলা চালায় আওয়ামী লীগের নেতাকর্মীরা। সেদিন সেতুর পশ্চিম পাড়ে রবিউল ইসলাম রুবেল নামে একজন গুরুতর আহত হয়ে সেদিনই হাসপাতালে ভর্তি হন। ৫ আগস্ট ছাত্র-জনতার নিয়ন্ত্রণে ছিল দেবীগঞ্জ। সেদিন হাসিনা পতনের পর বিজয় মিছিল করে যে যার মতো বাসায় চলে যায়। এই দুদিনে জুবায়ের অংশ নিলেও তিনি আহত হননি।

আব্দুল্লাহ আল কাফী শায়ের নামে এক ছাত্রনেতা বলেন, আমরা জানতে পারি জুলাইয়ের যে আহতদের গেজেট করা হয়েছে সেখানে জুবায়ের ভাইয়ের নাম দেওয়া হয়েছে। জুলাইয়ের আন্দোলনে জুবায়ের ভাই ছিলেন। তবে ৪ ও ৫ আগস্ট তিনি আহত হননি। ৬ আগস্ট পারিবারিক দোকান নিয়ে সংঘর্ষে জুবায়ের ভাই আহত হলেও তাকে জুলাইয়ের আহত তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

ওয়াসিম আকরাম নামে জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী আরেক নেতা বলেন, ফেসবুকের মাধ্যমে জানতে পারি ভুয়া আহত জুলাইযোদ্ধার নাম গেজেটে অন্তর্ভুক্ত হয়েছে। ৪ আগস্ট মারামারি হয়, যারা আহত হয় তাদের তালিকা আছে। ৫ আগস্ট দেবীগঞ্জ ছিল শান্তিপূর্ণ। এর পরে কিছু যুবক আহত হিসেবে তালিকাভুক্ত হয়েছে। সংশ্লিষ্ট কমিটি যদি জুলাই বিপ্লবের সম্মুখ সারির যারা নেতৃত্ব দিয়েছিল তাদের কাছে তথ্য নিয়ে তালিকা করত তাহলে আরও ভালো হতো।

অন্যদিকে অভিযুক্ত জুবায়েরের আহত হওয়ার বিষয়ে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে অনুসন্ধান করে জানা গেছে, জুবায়েরসহ মোট দুজন ২০২৪ সালের ৬ আগস্ট আহত হয়ে হাসপাতালে ভর্তি হন।

এ বিষয়ে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা. আবু নোমান মো. ইফতেখারুল তৌহিদ বলেন, আমরা আমাদের রেজিস্টার্ড খাতা চেক করে দেখেছি। ২০২৪ সালের ৬ আগস্ট দুপুর ১২টা ২০ মিনিটে জুবায়ের নামে একজন বাম হাতের আঙুল ও মাথায় আঘাত নিয়ে ভর্তি হন।

অনুসন্ধানে আরও জানা গেছে, আহতদের তালিকা যাচাইয়ের জন্য কমিটি গঠন করা হয়। কমিটিতে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সভাপতি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে সদস্য সচিব এবং স্থানীয় দুই সমন্বয়ককে ছাত্র প্রতিনিধি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। অভিযোগ রয়েছে, ওই দুই ছাত্র প্রতিনিধি ৬ আগস্ট পর্যন্ত কারাগারে থাকায় যাচাই পুরোপুরি সম্ভব হয়নি, ফলে জুবায়েরের নাম অন্তর্ভুক্ত হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও কমিটির ছাত্র প্রতিনিধি ওয়াসিস আলম বলেন, আমাদের কাছে যে তথ্য ছিল দেবীগঞ্জ আওয়ামী ফ্যাসিস্ট মুক্ত হয় ৪ আগস্ট এবং আমরা কারামুক্ত হই ৬ আগস্ট। তার মেডিকেল কাগজপত্র অনুযায়ী সে ৬ আগস্ট আহত হয়। আমাদের মনে হয়েছিল যেহেতু সে জুলাই যোদ্ধা সেহেতু সে আহত হতেই পারে। অল্প সময়ের মধ্যে আমাদের এটা যাচাই করার সুযোগ হয়নি।

কমিটির আরেক ছাত্র প্রতিনিধি খালিদ মাহমুদ সৈকত বলেন, আমরা যখন কারাগার থেকে আসি তখন আহতদের ভেরিফাই করার সময় তাকদীর (জুবায়ের) আমাদের কাছে কিছু তথ্য গোপন করেছিল। তথ্য গোপন করেই তিনি আহত জুলাই যোদ্ধা হিসেবে গেজেটভুক্ত হয়।

এ বিষয়ে অভিযুক্ত জুবায়ের ইসলামের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও বক্তব্য পাওয়া যায়নি। পরে তার বাড়িতে গেলেও পাওয়া যায়নি তাকে। পরিবারের সদস্যরাও তার বিষয়ে কোনো তথ্য দেননি।

তবে এক ছাত্রনেতার সঙ্গে তার কথোপকথনের একটি অডিও প্রতিবেদকের কাছে এসেছে। অডিওতে জুবায়ের দাবি করেন, তিনি কাউকে অনুরোধ বা যোগাযোগ করেননি, সরকার নিজ উদ্যোগে তালিকা করেছে। তিনি বলেন, ৬ আগস্ট আহত হওয়ার তথ্যই তিনি জানান, এবং সেটি মেডিকেল রিপোর্টেও উল্লেখ ছিল।

দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহমুদুল হাসান বলেন, আমার যোগদানের আগেই কমিটি যাচাই-বাছাই করে তালিকা পাঠিয়েছে। কমিটিতে সম্ভবত স্থানীয় তিন সমন্বয়ক ছিলেন, যারা নাম প্রস্তাব করেছেন।

তিনি আরও বলেন, কেউ আহত না হলেও তালিকায় থাকলে তার নাম বাতিলের প্রস্তাব পাঠানো হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগে পরিবর্তন এনে পরিপত্র জারি

সংশোধিত তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ ২০২৫ দ্রুত পাসের দাবি আহছানিয়া মিশনের

ক্ষমতায় গেলে কেরু অ্যান্ড কোং-সহ সব কারখানা সচল করা হবে : জামায়াত আমির

যুব সমাজ ও নতুনরা ভোটের চিত্র বদলে দেবে : তুলি

নির্বাচনের ফলাফল না নিয়ে আমরা কেউ বাড়ি ফিরব না : আবু আশফাক

ধানের শীষের প্রচারণায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের কমিটি গঠন

টেকনাফে পাহাড় থেকে ৬ কৃষককে অপহরণ

তারেক রহমানের গাড়ি থামিয়ে কী বললেন তরুণী

হাবিবুল্লাহ বাহার কলেজে কেউ আমন্ত্রিত ছিলেন না, দাবি কলেজ কর্তৃপক্ষের

বিজয় থালাপতি এখন বিপাকে

১০

মধ্যপ্রাচ্য নিয়ে যে নতুন ঘোষণা দিল যুক্তরাষ্ট্র

১১

নির্বাচন ও ডিজিটাল বাস্তবতা নিয়ে ‘ইয়ুথ ভয়েস অব বাংলাদেশ’ চট্টগ্রাম সিটির প্রস্তুতি সভা

১২

সাংবাদিকদের ওপর হামলায় আরও এক আসামি গ্রেপ্তার 

১৩

সুর নরম আইসিসির

১৪

অরিজিতের বড় ঘোষণা, হতবাক সংগীতপ্রেমীরা

১৫

অধ্যক্ষ-উপাধ্যক্ষ নিয়োগের ক্ষমতা এনটিআরসিএর হাতে

১৬

পল্টনে শিশু নির্যাতনের বিষয়ে আদালতকে যা বললেন পবিত্র কুমার

১৭

নুরুদ্দিন অপুর ধানের শীষকে সমর্থন জানালেন ৩ শতাধিক আ.লীগের নেতাকর্মী

১৮

সিজিএস আয়োজিত নীতি সংলাপ / বৈদেশিক নীতির বিষয়ে রাজনৈতিক দলগুলোকে ঐক্যে পৌঁছানোর তাগিদ

১৯

দুপক্ষের তুমুল সংঘর্ষ, নারীসহ আহত ৫

২০
X