প্রদীপ মোহন্ত, বগুড়া
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৫, ০৮:৫৯ এএম
অনলাইন সংস্করণ

বগুড়ায় মিশ্র সবজি চাষে কৃষকের আগ্রহ বাড়ছে

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

চাহিদা বৃদ্ধি এবং লাভজনক হওয়ার কারণে বগুড়ায় কৃষকরা এখন মিশ্র ফসল চাষে বা রিলে ক্রপ পদ্ধতিতে সবজি চাষে আগ্রহী হয়ে উঠেছেন। বগুড়ায় এখন শীতের আগাম সবজির আবাদে কলার সঙ্গে ফুলকপি, বাঁধাকপি চাষ করছেন কৃষকরা। একই জমিতে দুই ধরনের লাভবান ফসল পেয়ে আগ্রহ বাড়ছে কৃষকদের।

কলাগাছের গোড়ায় বাহারি সবুজের ছোঁয়া মেলে সগৌরবে ফুটে উঠেছে বাঁধাকপি। কোথাও ফুলকপি। একসঙ্গে একই জমিতে দুই ফসলের ছবি এনে দিয়েছে ভিন্ন আকর্ষণ। এক একটি ক্ষেত একাধিক সবজির ফলনে এক অন্য ধরনের সৌন্দর্যে ভরে উঠেছে। এর সঙ্গে কৃষকদের এ ধরনের মিশ্র চাষ এনে দিয়েছে নতুন স্বপ্নের দিগন্ত।

খোঁজ নিয়ে দেখা গেছে, বগুড়া সদর, শিবগঞ্জ, গাবতলী ও শাজাহানপুর উপজেলায় শীতকালীন আগাম সবজি ক্ষেতে এখন এ ধরনের চিত্র চোখে পড়বে। কেউ লাগিয়েছেন কলার সঙ্গে ফুলকপি, কেউ বাঁধাকপি আবার কেউ মুলা বা আলু। এ ধরনের সবচেয়ে বেশি ক্ষেত বগুড়ার অন্য উপজেলার চেয়ে শিবগঞ্জ উপজেলায় বেশি বলে জানালেন শিবগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল হান্নান।

তিনি জানালেন লাভবান হওয়ায় কৃষকরা শিবগঞ্জ এলাকায় এ ধরনের মিশ্র চাষে ঝুঁকছেন বেশি। গত বছরের চেয়ে মিশ্র আবাদে কৃষকরা বেশি ঝুঁকছেন। তবে শুধু শিবগঞ্জ নয়, বগুড়ার আরও কয়েক উপজেলায় কৃষকরা মিশ্র একই জমিতে মিশ্র পদ্ধতিতে সবজি আবাদ করছেন।

বগুড়া সদরের লাহেড়িপাড়া ও সাতশিমুলিয়ার মতো গ্রামগুলোর গ্রামীণ রাস্তার ধারে ধারে একই জমিতে কলা-কপির আবাদ চোখে পড়ছে। কয়েকটি ক্ষেতের পরপরই চোখে পড়বে এমন দৃশ্য। কোথাওবা রাস্তার দুধারের ক্ষেতেই কলা ও ফুলকপি-বাঁধাকপির আবাদ। যারা আগাম কপি লাগিয়েছেন, তারা এখন কপি পরিপূর্ণতার জন্য অপেক্ষা করছেন। বেশিরভাগ ক্ষেত্রেই কলার ফলন বিক্রি শেষের পথে। কৃষকরা এখন আগ্রহ ভরে অপেক্ষা করছেন আগাম লাগানো ফুলকপি আর বাঁধাকপির ভালো দাম ঘরে তুলতে পারেন কি না।

সাতশিমুলিয়া আকনপাড়ার গ্রামের কৃষক আজমল জামিল রহমান জানান, তিনি তিন বছর ধরে জমিতে কলা ও কপির আবাদের সঙ্গে মিষ্টি কুমড়ার চাষও করছেন। এবার প্রথমদিকে কলা বিক্রি করায় তার লাভ হয়েছে। শুধু কলা বিক্রি করেই এক জমি থেকে দেড় লাখ টাকা লাভ করেছেন। এখন পাশের জমিতে কলা ও ফুলকপি আবাদ করছেন। কলা বিক্রি শেষ হওয়ায় এখন তার নজর ফুলকপির দিকে। আশা করছেন এতেও ভালো লাভ করবেন। পাশেই দাঁড়িয়ে ছিলেন কৃষক বেলাল হোসেন। তিনি জানালেন আগে তাদের এলাকায় শুধু কলা চাষ হতো এখন তিন-চতুর্থাংশ কলার ক্ষেতেই সাথি ফসল হিসেবে কপি, শিম, মুলা আবার কেউ আলু চাষ করছেন। জামিল রহমানের এক্ষেত্রে এলাকায় পথিকৃৎ বলে দাবি করে বলেন, একই জমিতে দুই ফলন দেখে এখন অনেকেই এগিয়ে এসেছেন।

লাহেড়িপাড়ার আজাদুল ইসলামের ক্ষেতের কলাগাছ ও বাঁধাকপি দুটোই এবার বেশ ভালো হয়েছে। জানালেন তাদের এলাকাতেই সবজিই বেশি হয়। সারা বছর তারা সবজি করেন। আমনের ক্ষেত থাকলেও সবজি আবাদের এলাকার কৃষকদের আগ্রহ বেশি। এবার তিনি একই জমিতে কলা ও কপির আবাদ গত বছরের চেয়ে বাড়িয়েছেন। কলাগাছও থাকবে। পরের মৌসুমের শুরু থেকেই কলার লাভ পাবেন।

লাহেড়িপাড়া এলাকার দায়িত্বরত উপসহকারী কৃষি প্রকৌশলী রেজাউল কিবরিয়া জানান, তিনি কৃষকদের মিশ্র পদ্ধতিতে সবজি চাষে উদ্বুদ্ধ করেছেন। কৃষকরা একই জমিতে কলা ও কপি ছাড়াও কোনো কৃষক কলা, কপি, পেঁয়াজ আবার অনেকে কলার সঙ্গে একই জমিতে মিষ্টি কুমড়া ও আলু চাষ শুরু করেছেন।

বগুড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সোহেল মো. সামসুদ্দিন ফিরোজ জানান, বগুড়ায় মিশ্র সবজি আবাদে কৃষকদের আগ্রহ বাড়ছে। গত বছর এ ধরনের মিশ্র ফলনের জমির পরিমাণ ৭০০ হেক্টরের মতো হলেও এবার তা হাজারের কাছাকাছি পৌঁছে যাবে বলে তারা আশা করছেন। তিনি জানালেন মিশ্র পদ্ধতিতে সবজি আবাদ লাভজনক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খালেদা জিয়ার চিকিৎসায় এভারকেয়ারে চীনের বিশেষজ্ঞ মেডিকেল টিম

সোলমেট আসলে কী

বিলুপ্তির পথে সেচযন্ত্র দোন-সেঁউতি

কুড়িগ্রামে শীতের দাপট ও তীব্র ঠান্ডায় বিপর্যস্ত জনজীবন

ইনজুরি উপেক্ষা করে নেইমারের দুর্দান্ত হ্যাটট্রিক

বাংলাদেশি যুবককে গুলি করে মারল বিএসএফ

দুপুরে খালেদা জিয়ার সর্বশেষ অবস্থা জানাবেন ডা. জাহিদ 

নিজেকে ‘অর্ধনগ্ন’ মনে হতো: স্বরা

আইপিএল থেকে অবসর নেওয়ার কারণ জানালেন আন্দ্রে রাসেল

প্রেমিককে নিয়ে স্বামীকে খুনের পরিকল্পনা করেন বাউল শিল্পী সোনিয়া

১০

সোনালি সাজে অপুর নতুন বার্তা

১১

অন্তর্বর্তী সরকারের শপথ বৈধ : আপিল বিভাগ

১২

খালেদা জিয়ার জন্য সারা দেশে দোয়ার আহ্বান সরকারের

১৩

জন্মসংখ্যা অনুযায়ী দেখে নিন কেমন কাটতে পারে ডিসেম্বর মাস

১৪

শীতে কাঁপছে তেঁতুলিয়া, তাপমাত্রা নেমেছে ১২ ডিগ্রিতে

১৫

এসপির নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, বিশেষ সতর্কবার্তা

১৬

বিয়েতে রসগোল্লা কম পড়ায় মারামারি, অতঃপর

১৭

কাজী ফার্মসের দাদন ব্যবসা বন্ধের দাবিতে প্রান্তিক খামারিদের বিক্ষোভ

১৮

সৌন্দর্য নিয়ে ঈর্ষায় নিজের ছেলেসহ চারজনকে হত্যা

১৯

এমবাপ্পে ম্যাজিক আর মৌসুমের সেরা পারফরম্যান্সে রিয়ালের বড় জয়

২০
X