ভোলা (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৫, ০৯:২৯ এএম
অনলাইন সংস্করণ

কাজী ফার্মসের দাদন ব্যবসা বন্ধের দাবিতে প্রান্তিক খামারিদের বিক্ষোভ

বরিশালের ভোলাতে কাজী ফার্মসের কন্ট্রোক্ট ফার্মিংয়ের নামে দাদন ব্যবসা বন্ধ করার দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও স্মারলিপি প্রদান। ছবি : কালবেলা
বরিশালের ভোলাতে কাজী ফার্মসের কন্ট্রোক্ট ফার্মিংয়ের নামে দাদন ব্যবসা বন্ধ করার দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও স্মারলিপি প্রদান। ছবি : কালবেলা

বরিশালের ভোলাতে কাজী ফার্মসের কন্টাক্ট ফার্মিংয়ের নামে দাদন ব্যবসা বন্ধ করার দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও স্মারলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (০৩ ডিসেম্বর) বোরহানউদ্দিন উপজেলার কুঞ্জের হাট বাজারসংলগ্ন কাজী ফার্ম ভোলা ব্যাঞ্চ অফিসের সামনে প্রান্তিক খামারি রক্ষা পরিষদের ব্যানারে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, আমাদের দাবি আমাদের প্রান্তিক খামারিরা যেন ন্যায্যমূল্যে তাদের উৎপাদিত পণ্যে বিক্রি করতে পারে। সিন্ডিকেট ‘মাফিয়া’ কাজী ফার্মসের হাতে আমাদের প্রান্তিক খামারিরা জিম্মি হয়ে গেছে। আমরা এ জিম্মিদশা থেকে মুক্তি চাই এবং তারা কন্টাক্ট ফার্মের নামে যেই দাদন ব্যবসার করে তারা খামারিদের জিম্মি করে। সেই দাদন ব্যবসা থেকে মুক্তি চাই।

বক্তারা আরও বলেন, ভোলা একটি নদীবেষ্টিত দ্বীপ এলাকা। ভোলা জেলায় ২০ লাখ জনগণ বসবাস। এ জেলায় ছোট বড় সর্বমোট প্রায় দশ হাজার প্রান্তিক পোল্ট্রি খামারি আছে। এখান থেকে বের হওয়ার কোনো সড়ক পথ নেই। ছোট ছোট প্রান্তিক খামারিরা তাদের উৎপাদিত মুরগি ভোলাতেই বিক্রয় করতে হয়। আপনাদের কন্টাক্ট খামারিদের উৎপাদিত ব্রয়লার মুরগির প্রোডাকশন খরচ কম, আমাদের উৎপাদন খরচ আপনারা নিশ্চয়ই অবগত আছেন।

আমাদের বাচ্চা এবং ফিডের দামের তুলনায় আপনারা অনেক কম দামে বাচ্চা এবং ফিড উৎপাদন করে কন্টাক্ট খামারিদের প্রদান করেন। সুতারং আপনারা যদি এখানে উৎপাদন করে ভোলার মার্কেটে প্রতিনিয়ত অসামঞ্জস্য ধরে মুরগি বিক্রয় করেন। সে ক্ষেত্রে আমরা মুরগি উৎপাদন করে লোকসান গুনতে হচ্ছে প্রতিনিয়ত।

আমাদের ফার্ম একের পর এক বন্ধ হয়ে যাচ্ছে। এতে করে হাজার হাজার মানুষ বেকার হয়ে দরিদ্রতায় নিমজ্জিত হচ্ছে। আমরা চাই আপনাদের থেকে বাচ্চা ও ফিড ক্রয় করে সঠিক উৎপাদন করে ন্যায্যমূল্য পাই।

আমরা আশা করি ভোলাতে আপনারা কন্টাক্ট ফার্ম বন্ধ করে হাজার হাজার পরিবারের মুখের দিকে তাকিয়ে তাদেরকে সহযোগিতায় এগিয়ে আসবেন। আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে তাই আমরা জীবন জীবিকার জন্য লড়াই করতেছি। আশা করি আপনারা এ সবগুলো বিবেচনা করে আমাদের প্রান্তিক পোল্ট্রি খামারিদের রক্ষায় আমাদেরকে সহযোগিতা করবেন। আগামী সাত কর্মদিবসের ভেতরে সুচিন্তিত সিদ্ধান্ত প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন, অন্যথায় ভোলা জেলার প্রান্তিক খামারিরা এ দাবি আদায়ের লক্ষ্যে কঠোর কর্মসূচি গ্রহণ করবেন।

মানববন্ধনে বক্তারা রাখেন প্রান্তিক খামারি রক্ষা পরিষদের আহ্বায়ক মো. ইসমাইল গোলদার, যুগ্ম আহ্বায়ক মো. কামরুল অহাসান, আব্দুর কাদের বিপ্লব, মো. হারুন, মো. সিরাজ, মো. সুমন, মো. কালু খলিফা, মো. হেলাল খান প্রমুখ।

পরে কাজী ফার্মের ভোলা ব্যাঞ্চের ইনচার্জ সালাউদ্দিন পলাশ মাধ্যমে কাজী ফার্মের ব্যবস্থাপনা পরিচালকের কাছে স্মারকলিপি প্রদান করে আন্দোলনকারী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সোনালি সাজে অপুর নতুন বার্তা

অন্তর্বর্তী সরকারের শপথ বৈধ : আপিল বিভাগ

খালেদা জিয়ার জন্য সারা দেশে দোয়ার আহ্বান সরকারের

জন্মসংখ্যা অনুযায়ী দেখে নিন কেমন কাটতে পারে ডিসেম্বর মাস

শীতে কাঁপছে তেঁতুলিয়া, তাপমাত্রা নেমেছে ১২ ডিগ্রিতে

এসপির নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, বিশেষ সতর্কবার্তা

বিয়েতে রসগোল্লা কম পড়ায় মারামারি, অতঃপর

কাজী ফার্মসের দাদন ব্যবসা বন্ধের দাবিতে প্রান্তিক খামারিদের বিক্ষোভ

সৌন্দর্য নিয়ে ঈর্ষায় নিজের ছেলেসহ চারজনকে হত্যা

এমবাপ্পে ম্যাজিক আর মৌসুমের সেরা পারফরম্যান্সে রিয়ালের বড় জয়

১০

বিআরটিসির ২ বাসে আগুন

১১

সকালের নাশতায় কী খাবেন, থাকছে পুষ্টিবিদের কিছু পরামর্শ

১২

বায়ুদূষণে ‘প্রথম স্থানে’ ঢাকা

১৩

বগুড়ায় মিশ্র সবজি চাষে কৃষকের আগ্রহ বাড়ছে

১৪

মোবাইল নেওয়ায় প্রধান শিক্ষককে হত্যাচেষ্টা, সাবেক শিক্ষার্থী গ্রেপ্তার

১৫

দুপুর পর্যন্ত যেমন থাকবে ঢাকার আবহাওয়া

১৬

আবাসিক মেডিকেল অফিসার পদে নিয়োগ দিচ্ছে এভারকেয়ার হাসপাতল

১৭

পাকিস্তানের সেনাপ্রধানকে একহাত নিলেন ইমরান খান

১৮

অলৌকিক গজার মাছ ঘিরে ‘সান্টু ফকির’-এর ব্যবসা

১৯

ঢাকায় চাকরি দিচ্ছে শাহজালাল ইসলামী ব্যাংক

২০
X