বাংলাদেশ কারা প্রশিক্ষণ কেন্দ্র মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) শুভ উদ্বোধন করা হয়েছে। রাজশাহী কেন্দ্রীয় কারাগারের পাশে গড়ে তোলা হয় নবনির্মিত বাংলাদেশ কারা প্রশিক্ষণ কেন্দ্রটি।
কারা অধিদপ্তর সূত্রে জানা গেছে, কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম আনিসুল হকের সভাপতিত্বে শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন এমপি। বিশেষ অতিথি ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মদ শাহরিয়ার আলম ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব মোহাম্মদ আব্দুল্লাহ আল মাসুদ চৌধুরী।
কারা সূত্র জানায়, সারা দেশের ৬৮টি কারাগারের নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী-স্টাফদের প্রযুক্তিনির্ভর প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে প্রশিক্ষিত কারা প্রশাসন গড়ে তোলার জন্য বর্তমান সরকার প্রায় ৯৪ কোটি টাকা ব্যয় করে রাজশাহী কেন্দ্রীয় কারাগারের পাশে কারা প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণ করা হয়েছে। যেখানে সিনিয়র জেল সুপার, জেলার, ডেপুটি জেলার, প্রধান কারারক্ষীসহ সব স্টাফদের মৌলিক প্রশিক্ষণের মাধ্যমে স্মার্ট কারা প্রশাসন গড়ে তোলার উদ্দেশ্যেই বাংলাদেশ কারা প্রশিক্ষণ কেন্দ্র ঘরে তোলা হয়েছে বলে জানা যায়।
এ প্রসঙ্গে আইজি প্রিজন ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম আনিসুল হক বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী আধুনিক সুবিধা সম্বলিত কারা প্রশিক্ষণ কেন্দ্রটি নির্মাণ করা হয়েছে। কারা প্রশিক্ষণ কেন্দ্র রাজশাহীতে রয়েছে বঙ্গবন্ধুর ম্যুলার ও প্রোডিয়াম। এ ছাড়া রয়েছে অডিটরিয়াম, মহিলা ট্রেইনি ব্যারাক, এম আই ইউনিট, মসজিদ, খেলার মাঠ, পুরুষ ট্রেইনি ব্যারাক, স্যালুটিং ড্যাস, আরপি গেট ও একাডেমিক ভবন।’
মন্তব্য করুন