

নারায়ণগঞ্জে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ১৯ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ কার্যক্রমের আওতায় জেলার বিভিন্ন থানায় অভিযান চালিয়ে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাতে তাদের গ্রেপ্তার করা হয়।
বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে আদালত তাদের জেলহাজতে পাঠানোর আদেশ দিয়েছেন।
গ্রেপ্তাররা হলেন— জেলা সদরের মো. রতন প্রধান (৪০), আরিফুল হক ফাহিম (৩৮), শহিদুল ইসলাম (৪৫), ফতুল্লার মো. রমিজ উদ্দিন ঢালী (৫৯), মহাসিন সিপাহি (৪৫), সিদ্ধিরগঞ্জের মো. আরিফ মাহমুদ (৩০), মো. সাজু (৩১), মনিরুল ইসলাম রাসেল (৪৫), মোখলেছুর রহমান (৫৮), মো. আবুল হোসেন (৫৪), হাবিবুর রহমান তানভীর (২১), মো. শাহিন (৩২), মো. তাজুল ইসলাম (৩৪), মো. আক্তার হোসেন (২৭), বন্দরের সাইদুল ইসিলাম (৩৫), মিজান মেম্বার (৪৬), সুফল চন্দ্র দাস (২১), রূপগঞ্জের মোমেন মোল্লা (৫২) ও সোনারগাঁ থানার মো. রাসেল (৪০)।
বিষয়টি নিশ্চিত করে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী কালবেলাকে জানান, জুলাই আন্দোলনের ঘটনায় করা হত্যা ও সন্ত্রাসবিরোধীসহ বিভিন্ন মামলায় তাদের গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। আদালত তাদের জেলহাজতে পাঠানোর আদেশ দিয়েছেন।
মন্তব্য করুন