বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ২ পৌষ ১৪৩২
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৫, ১১:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

কারাগারে ফুটবল খেলা, বন্দিদের কাছে কর্তৃপক্ষের হার

ছবি : কালবেলা
ছবি : কালবেলা

১৬ ডিসেম্বর, মহান বিজয় দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা কারাগারে অনুষ্ঠিত হলো ব্যতিক্রমধর্মী ও আনন্দঘন আয়োজন। দিনটির অন্যতম আকর্ষণ ছিল কারা কর্তৃপক্ষ ও বন্দিদের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ। উত্তেজনাপূর্ণ এই ম্যাচে কারা কর্তৃপক্ষের দলকে ১-০ গোলে পরাজিত করে বিজয়ের উচ্ছ্বাসে মেতে ওঠে বন্দিদের দল।

কারাগারে আটক বাছাই করা বন্দিদের নিয়ে গঠিত একটি দল মুখোমুখি হয় কারা কর্তৃপক্ষের দলের। কারা কর্তৃপক্ষের পক্ষে মাঠে খেলেন জেল সুপার, জেলার, ডেপুটি জেলারসহ বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারীরা। ম্যাচজুড়ে দুই দলের খেলোয়াড়দের মধ্যে ছিল প্রাণবন্তু প্রতিদ্বন্দ্বিতা। দর্শকসারিতে থাকা অন্যান্য বন্দিরা করতালি ও উচ্ছ্বাসে মাঠের পরিবেশ আরও প্রাণবন্ত করে তোলে।

ম্যাচের দ্বিতীয়ার্ধে হাজতি বন্দি রিয়াজ একটি সুযোগ কাজে লাগিয়ে গোল করেন। তার এই একমাত্র গোলে বন্দিদের জয় নিশ্চিত হয়। গোলের পর মাঠজুড়ে ছড়িয়ে পড়ে আনন্দ-উল্লাস। বন্দিদের অনেকেই দীর্ঘদিন পর এমন খোলামেলা আনন্দের সুযোগ পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন।

দীর্ঘদিন ধরে কারাবন্দি থাকা বন্দিদের জন্য এই আয়োজন ছিল একেবারেই নতুন অভিজ্ঞতা। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কয়েদি বন্দি সুজন বলেন, ‘আমি প্রায় ২০ বছর ধরে কারাগারে আছি। এর আগে কখনো এমন আনন্দঘন ম্যাচ দেখিনি। আজ আমরা সত্যিই বিজয় দিবসের আনন্দ অনুভব করেছি।’

এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা কারাগারের জেল সুপার ফোরকান ওয়াহিদ বলেন, ‘কারাগার এখন আর শুধু শাস্তির জায়গা নয়, এটি একটি সংশোধনাগার। খেলাধুলা ও বিনোদন বন্দিদের মানসিক বিকাশ ও ইতিবাচক পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিজয় দিবসের মতো দিনে বন্দি ও স্টাফ একসঙ্গে মাঠে নেমে খেলাটা আমাদের পারস্পরিক সৌহার্দ্য ও মানবিক সম্পর্কেরই প্রকাশ।’

তিনি আরও বলেন, ‘বিজয় দিবস উপলক্ষে বন্দিদের জন্য ছিল বিশেষ খাবারের আয়োজন। সকালে পরিবেশন করা হয় পায়েস ও মুড়ি। দুপুরে ছিল পোলাওয়ের সঙ্গে ২১০ গ্রাম গরুর মাংস, এক পিস মুরগির রোস্ট, খাসির মাংস, সালাদ, মিষ্টি, পান-সুপারি ও কোমল পানীয়। রাতে বন্দিদের দেওয়া হয় সাদা ভাত, আলুর দম ও রুই মাছ।’

খেলাধুলার পাশাপাশি বিজয় দিবস উদযাপনকে আরও প্রাণবন্ত করতে কারাগারে আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের। এতে বন্দিরা দেশাত্মবোধক গান, কবিতা আবৃত্তি ও নানা পরিবেশনায় অংশ নেন। পুরো আয়োজন ঘিরে কারাগারের ভেতরে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।

কারা কর্তৃপক্ষের আশা, এ ধরনের মানবিক ও আনন্দঘন আয়োজন বন্দিদের মানসিক স্বাস্থ্যে ইতিবাচক প্রভাব ফেলবে এবং তাদের সংশোধনের পথে আরও একধাপ এগিয়ে যেতে সহায়তা করবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিজয় দিবসে ‘গুণীজন সম্মাননা’ পেলেন ইকবাল মান্দ বানু

হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত ৩ অস্ত্র উদ্ধার, শুটার ফয়সালের বাবা গ্রেপ্তার

‘মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’ ঘোষণা জুলাই ঐক্যের

হাদিকে গুলি / সেই মোটরসাইকেলের মালিকানা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন কবির

কারাগারে ফুটবল খেলা, বন্দিদের কাছে কর্তৃপক্ষের হার

জামায়াতের এক নেতা বহিষ্কার

চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য বিজয় র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়ে ফেরার পথে ছাত্রলীগ কর্মী আটক

ইডেনে বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও জার্নালের মোড়ক উন্মোচন

ফ্রান্সে বাংলাদেশ দূতাবাসে মহান বিজয় দিবস উদযাপন

১০

তারেক রহমানের সঙ্গে একান্ত আলাপচারিতার সুযোগ পাবেন যে ১০ জন

১১

‘স্বাধীনতার ইতিহাস বিকৃত করে প্রকৃত মুক্তিযোদ্ধাদের অবদান আড়াল করা হয়েছিল’

১২

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য মাউশির বিশেষ নির্দেশনা

১৩

মনোনয়ন না পেয়ে এবি পার্টিতে যোগ দিলেন জমিয়তের কেন্দ্রীয় নেতা

১৪

‘হাওয়া’র পর সুমনের ‘রইদ’

১৫

সিলেটে উৎসবমুখর পরিবেশে মহান বিজয় দিবস উদযাপিত

১৬

হাদির সর্বশেষ পরিস্থিতি নিয়ে যা জানা গেল 

১৭

আইপিএল নিলামে দল পেলেন না তাসকিন

১৮

ময়মনসিংহে বর্ণাঢ্য আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন

১৯

পালাতে গিয়ে মেরুদণ্ড ভাঙলেন শান্তিতে নোবেলজয়ী নেত্রী

২০
X