কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৫, ০৫:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

কেরানীগঞ্জে অস্ত্র-ককটেলসহ চার ডাকাত গ্রেপ্তার

অস্ত্রসহ চার ডাকাতকে গ্রেপ্তার করে পুলিশ। ইনসেটে উদ্ধার ককটেল। ছবি : কালবেলা
অস্ত্রসহ চার ডাকাতকে গ্রেপ্তার করে পুলিশ। ইনসেটে উদ্ধার ককটেল। ছবি : কালবেলা

ঢাকার কেরানীগঞ্জে অস্ত্র ও মাদক উদ্ধারের বিশেষ অভিযান চালিয়ে চার ডাকাতকে গ্রেপ্তার করেছে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র, গুলি, ধারালো অস্ত্র ও ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কেরানীগঞ্জ মডেল থানার ওসি (তদন্ত) মোহাম্মদ ইলিয়াস হোসেন।

তিনি জানান, ১৬ ডিসেম্বর রাতে রোহিতপুর ইউনিয়নের সোনাকান্দা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন— মো. সামুন হাওলাদার (৩৪), আরিফ মৃধা (৩৩), কামাল মাদবর (৩৪) এবং কুদ্দুস ওরফে হৃদয় মোল্লা ওরফে ছোট (২২)।

কেরানীগঞ্জ মডেল থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান জানান, তিনি ও এসআই মশিউর সঙ্গীয় ফোর্স নিয়ে মঙ্গলবার রাতে রোহিতপুর ইউনিয়নে অস্ত্র ও মাদক উদ্ধারের বিশেষ অভিযান পরিচালনা করছিলেন। এ সময় মাওয়া হাইওয়ে সড়কের আব্দুল্লাহপুর এলাকার দিক থেকে দ্রুত গতিতে আসা একটি জিপ গাড়িকে থামার সংকেত দেওয়া হলে গাড়িটি না থেমে পালানোর চেষ্টা করে। পরে পুলিশ ধাওয়া দিয়ে গাড়িটির গতিরোধ করে।

তিনি আরও জানান, গাড়ির ভেতরে থাকা চারজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তারা স্বীকার করে যে ডাকাতির উদ্দেশ্যে তারা কেরানীগঞ্জে প্রবেশ করেছিল। তাদের সঙ্গে আরও ১০ থেকে ১২ জন ডাকাত ছিল, যারা পুলিশ দেখে পালিয়ে যায়। পরে গাড়ি তল্লাশি করে চালকের সিটের নিচ থেকে একটি ওয়ান শুটার গান, তিনটি তাজা কার্তুজ, একটি কার্তুজের খোসা, একটি বড় ধারালো চাকু, তিনটি লোহার রড দিয়ে তৈরি দেশীয় অস্ত্র এবং একটি স্ক্রু-ড্রাইভার উদ্ধার করা হয়।

বিষয়টি তাৎক্ষণিকভাবে ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হলে তাদের নির্দেশনায় গ্রেপ্তারদের থানায় নিয়ে আসা হয়।

এ বিষয়ে কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম সাইফুল আলম কালবেলাকে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা কেরানীগঞ্জসহ আশপাশের এলাকায় দীর্ঘদিন ধরে ডাকাতি ও ছিনতাইয়ের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ ঘটনায় এসআই মশিউর বাদী হয়ে ডাকাতির প্রস্তুতির অভিযোগে একটি মামলা করেছেন।

তিনি আরও জানান, পলাতক ডাকাতদের গ্রেপ্তার এবং আরও অস্ত্র উদ্ধারের লক্ষ্যে গ্রেপ্তারদের সাত দিনের রিমান্ড চেয়ে বুধবার দুপুরে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চারটি মন্দিরের বিরোধ মিটিয়ে প্রশংসায় ভাসছেন নুরুদ্দিন অপু

মালদ্বীপে নানা আয়োজনে মহান বিজয় দিবস উদ্‌যাপন

শীতে সারাদিন কতটুকু পানি কম পান করা উচিত

গাড়ির গ্যারেজে ঝুলছিল চালকের মরদেহ

সমালোচনার মুখে বিশ্বকাপের কিছু টিকিটের দাম কমাল ফিফা

যদি ওরা আমাকে সত্যিই মেরে ফেলে, এটি হবে শহীদি মৃত্যু : চমক

মুখোমুখি যুুক্তরাষ্ট্র-ভেনেজুয়েলা, নজিরবিহীন যুদ্ধের হুমকি

নতুন মামলায় সেই মেজরের স্ত্রী সুমাইয়া গ্রেপ্তার

অমর একুশে বইমেলা ২০ ফেব্রুয়ারি

চার মেয়ের ভবিষ্যৎ নিয়ে ক্যানসার আক্রান্ত বাবার হাহাকার

১০

নারায়ণগঞ্জে আ.লীগের ১৯ নেতাকর্মী গ্রেপ্তার

১১

প্রেম-বিয়ে নিয়ে বিরোধ, বাবাকে পিটিয়ে হত্যা

১২

স্কয়ার গ্রুপে চাকরির সুযোগ

১৩

রাজাকার ইস্যুতে হেফাজতে ইসলামের বিবৃতি

১৪

নরসিংদীতে ১৭ দিনে ৭ খুন, বাড়চ্ছে উদ্বেগ

১৫

নতুন অতিথি আসছে নাগা-শোভিতার সংসারে, গুজন নাকি সত্যি?

১৬

শিক্ষাপ্রতিষ্ঠানকে নতুন নির্দেশনা ইসির

১৭

অবস ও গাইনি স্পেশালিস্ট পদে চাকরি দিচ্ছে রেড ক্রিসেন্ট

১৮

কেরানীগঞ্জে অস্ত্র-ককটেলসহ চার ডাকাত গ্রেপ্তার

১৯

রাজধানীর যেসব স্থানে বসছে ডিএমপির চেকপোস্ট

২০
X