

শরিফ ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে চট্টগ্রামের খুলশীতে অবস্থিত ভারতীয় সহকারী হাইকমিশন কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছে বিক্ষুব্ধ ছাত্রজনতা। এ ঘটনায় হাইকমিশন কার্যালয়ের আশপাশে নিরাপত্তা জোরদার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত ১১টার দিকে ২০/২৫ জন ছাত্রজনতা পরিচয় দিয়ে সেখানে অবস্থান নেয়। এসময় তারা হাদির হত্যার প্রতিবাদে আওয়ামী লীগ ও ভারতবিরোধী স্লোগান দেন। পরে পুলিশ তাদের সেখান থেকে সরিয়ে দেয়।
বিক্ষোভকারীদের একজন মোহাম্মদ তানভীর বলেন, আওয়ামী লীগ ও ভারতবিরোধী বক্তব্যের কারণে নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের নেতা-কর্মীরা ভারতে বসে হাদির ওপর হামলার ষড়যন্ত্র করেছে। আওয়ামী লীগ ও ভারতবিরোধী বক্তব্যের কারণে তাকে টার্গেট করা হয়েছে।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিন আলম জানান, ১৫-২০ জন ভারতীয় সহকারী হাইকমিশন কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন। তাদের সরিয়ে দেওয়া হয়েছে। পুলিশের সদস্যরা সেখানে আছেন।
মন্তব্য করুন