ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৫, ০৪:১৩ এএম
অনলাইন সংস্করণ

‘আমরা সবাই হাদি হব, যুগে যুগে লড়ে যাব’

ছবি : প্রতিনিধি
ছবি : প্রতিনিধি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির মৃত্যু সংবাদে নিজ জেলা ঝালকাঠিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে ছাত্র-জনতা।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত ১১টার দিকে শহর থেকে বিক্ষোভ মিছিল বের করে ছাত্র-জনতা। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কলেজ মোড় এলাকায় গিয়ে বরিশাল-খুলনা আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে। মধ্যরাত সাড়ে ১২টা পর্যন্ত মহাসড়কে আগুন জ্বালিয়ে যান চলাচল বন্ধ রেখে বিক্ষোভ করতে থাকে তারা।

অবরোধ কর্মসূচিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, এনসিপি ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীসহ শিক্ষার্থী ও সাধারণ জনতা অংশ নেন। এ সময় উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঝালকাঠি জেলা কমিটির আহ্বায়ক আল তৌফিক লিখন, যুগ্ম আহ্বায়ক ইয়াসিন ফেরদৌস ইফতি, সদস্য সচিব রাইয়ান বিন কামাল, জেলা ছাত্রশিবিরের সভাপতি এনামুল হাসান, সেক্রেটারি সিদ্দিকুর রহমান, অফিস সম্পাদক মাহমুদুল হাসান বুলবুলসহ বিপুল সংখ্যক ছাত্র-জনতা।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঝালকাঠি জেলা আহ্বায়ক আল তৌফিক লিখন বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনের একজন গুরুত্বপূর্ণ সহযোদ্ধাকে দুর্বৃত্তরা গুলি করে আহত করে। সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। গুলি করা দুর্বৃত্তদের ইন্টারপোলের মাধ্যমে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। অন্যথায় আরও কঠোর কর্মসূচি পালন করা হবে।

রাত সাড়ে ১০টার দিকে সারাদেশের মতো ঝালকাঠিতেও শরীফ ওসমান হাদির মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়ে। এরপর শহরের ফায়ার সার্ভিস মোড়ে অবস্থান নিতে শুরু করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ। একই সঙ্গে বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরাও সেখানে যোগ দেন। হাদি ঝালকাঠি জেলার সন্তান হওয়ায় তীব্র শীতের রাতে ভালোবাসার টানে ছাত্রদের সঙ্গে বিক্ষোভে অংশ নেন সাধারণ মানুষও। তারা হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে স্লোগান দিতে থাকেন এবং কলেজ মোড়ে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।

ছাত্রশিবিরের ঝালকাঠি জেলা সভাপতি এনামুল হাসান বলেন, ‘আজ আমাদের কথা বলার মতো অবস্থা নেই। দুই হাজার মানুষের জীবনের পর আজকেও কেন আমাদের তাকে হারাতে হলো। এই ব্যর্থ ইন্টেরিম সরকারের কারণে আজ হাদিকে শহীদ হতে হয়েছে।’

তিনি আরও বলেন, ‘পুলিশ জানত হাদির হত্যাকারীরা তার পাশেই অবস্থান করছে। রাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সব জানত। তাদের জানার মধ্যেই আজ আমাদের হাদিকে শহীদ হতে হলো। আর যদি রাষ্ট্রের গোয়েন্দা সংস্থা না জানে, তাহলে তাদের কেন বেতন দেওয়া হচ্ছে? আজ সুশীলরা টকশোতে কথা বলতে বলতে আমাদের হত্যাযজ্ঞে পরিণত করেছে। আমরা সবাই হাদি হব, যুগে যুগে লড়ে যাব।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনের সামনে বিক্ষুব্ধ ছাত্রজনতা

হাদির মৃত্যুর খবরে উত্তাল চট্টগ্রাম

আমাদের পথ ধ্বংসের নয়, পুনর্গঠনের : হাসনাত আবদুল্লাহ

‘আমরা সবাই হাদি হব, যুগে যুগে লড়ে যাব’

এখনও নিয়ন্ত্রণে আসেনি প্রথম আলো কার্যালয়ের আগুন

ঢাবিতে বঙ্গবন্ধু হলের নাম বদলে এখন ‘শহীদ ওসমান হাদি হল’

গভীর রাতে সাধারণ জনগণকে যে আহ্বান জানাল ইনকিলাব মঞ্চ

চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনারের বাসভবনে হামলার চেষ্টা

গণমাধ্যমে হামলা ও আগুন: যা বললেন ভিপি সাদিক কায়েম

কারও উসকানিতে পা না দিতে আহ্বান সংস্কৃতি উপদেষ্টার

১০

চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনের সামনে বিক্ষুব্ধ ‘ছাত্র জনতার’ অবস্থান

১১

হাদির খুনিদের হস্তান্তর না হলে আন্দোলন থামবে না: আসিফ মাহমুদ

১২

ওসমান হাদির মৃত্যু: দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ, সড়ক অবরোধ

১৩

হাদির জানাজা কখন, জানাল ইনকিলাব মঞ্চ

১৪

শুক্রবার দেশে পৌঁছাবে হাদির মরদেহ

১৫

ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে উত্তাল জাবি 

১৬

‘আগুন সন্ত্রাস হাদি ভাইয়ের পথ নয়’

১৭

হাদির মৃত্যু: ধানমন্ডি ৩২ নম্বরে বিক্ষুব্ধ জনতার আগুন-ভাঙচুর

১৮

হাদি হত্যার বিচারের দাবিতে ইডেন কলেজে বিক্ষোভ মিছিল

১৯

শাহবাগে অবস্থান নিলেন জুলাই মঞ্চের কর্মী-সমর্থকরা

২০
X