চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৫, ০৩:২৯ এএম
আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৫, ০৩:৩৬ এএম
অনলাইন সংস্করণ

চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনারের বাসভবনে হামলার চেষ্টা

চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনারের বাসভবনে হামলার চেষ্টা, গ্রেপ্তার ১২। ছবি : কালবেলা
চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনারের বাসভবনে হামলার চেষ্টা, গ্রেপ্তার ১২। ছবি : কালবেলা

ওসমান হাদির মৃত্যুর খবর প্রকাশ পেতেই চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনারের বাসভবনের দিকে মিছিল করে একদল ছাত্র জনতা। অবস্থান নিলে সেখানে বিপুল পরিমাণ পুলিশ সদস্য মোতায়েন করা হয় এবং আইনশৃঙ্খলা বাহিনী বাসভবনের সামনে অবস্থান নেয়। সেখানে হামলার চেষ্টাও করে তারা। নিরাপত্তারক্ষীরা বিক্ষোভকারীদের আটকানোর চেষ্টা করে।

এক পর্যায়ে একটি পক্ষ সেখানে আন্দোলন শেষ করে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত ১২টা ৪০ এর দিকে জিইসি মোরের দিকে চলে। সেই দল চলে আসার পর ১০ মিনিটের মতো পরিস্থিতি শান্ত থাকে। এরপর সেখানে আরেকটি পক্ষ আসে, ছাত্র জনতার নামে তারা বাসভবনের সামনে সড়কে বসে পড়ে এবং যানচলাচল বন্ধ করে দেয়।

অবস্থানে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায় ছাত্রদের। একপর্যায়ে ছাত্ররা ভারতীয় সহকারী হাইকমিশনারের বাসভবনে লক্ষ্য করে ইট-পাথর নিক্ষেপ করতে থাকে। সেখানে পুলিশ বাধা দিলে তারা পুলিশের ওপর চড়াও হয় এবং পুলিশের ওপর রেগে গিয়ে তাদের লক্ষ্য করে ইট-পাথর ছুঁড়তে থাকে। একপর্যায়ে পুলিশ পরিস্থিতি শান্ত করার জন্য টিয়ারসেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। এ সময় ছাত্র ও পুলিশের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। একপর্যায়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ১২ জনকে গ্রেপ্তার করে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। বাসভবনের সামনে সেনাবাহিনী ও বিপুল পরিমাণ পুলিশ মোতায়েন রয়েছে।

ঘটনাস্থলে চট্টগ্রাম সিএমপি পুলিশ কমিশনার হাসিব আজিজ আসেন। তিনি সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। হাসিব আজিজ বলেন, এটি হামলা নয়। একদল বস্তির পোলাপান আসে। ইতোমধ্যে আমাদেরকে ধন্যবাদ জানিয়েছেন ভারতীয় সহকারী হাইকমিশনার। পুলিশের দক্ষতার সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হঠাৎ বস্তি থেকে ৪০-৫০ জন এসে ইট-পাথর নিক্ষেপ করে। সেখান থেকে কয়েকটি পাথর গেটের ভিতরে ঢুকে। তখন গেটের বাইরে পুলিশ অবস্থান নেয় এবং দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাদির মৃত্যুর খবরে উত্তাল চট্টগ্রাম

আমাদের পথ ধ্বংসের নয়, পুনর্গঠনের : হাসনাত আবদুল্লাহ

‘আমরা সবাই হাদি হব, যুগে যুগে লড়ে যাব’

এখনও নিয়ন্ত্রণে আসেনি প্রথম আলো কার্যালয়ের আগুন

ঢাবিতে বঙ্গবন্ধু হলের নাম বদলে এখন ‘শহীদ ওসমান হাদি হল’

গভীর রাতে সাধারণ জনগণকে যে আহ্বান জানাল ইনকিলাব মঞ্চ

চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনারের বাসভবনে হামলার চেষ্টা

গণমাধ্যমে হামলা ও আগুন: যা বললেন ভিপি সাদিক কায়েম

কারও উসকানিতে পা না দিতে আহ্বান সংস্কৃতি উপদেষ্টার

চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনের সামনে বিক্ষুব্ধ ‘ছাত্র জনতার’ অবস্থান

১০

হাদির খুনিদের হস্তান্তর না হলে আন্দোলন থামবে না: আসিফ মাহমুদ

১১

ওসমান হাদির মৃত্যু: দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ, সড়ক অবরোধ

১২

হাদির জানাজা কখন, জানাল ইনকিলাব মঞ্চ

১৩

শুক্রবার দেশে পৌঁছাবে হাদির মরদেহ

১৪

ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে উত্তাল জাবি 

১৫

‘আগুন সন্ত্রাস হাদি ভাইয়ের পথ নয়’

১৬

হাদির মৃত্যু: ধানমন্ডি ৩২ নম্বরে বিক্ষুব্ধ জনতার আগুন-ভাঙচুর

১৭

হাদি হত্যার বিচারের দাবিতে ইডেন কলেজে বিক্ষোভ মিছিল

১৮

শাহবাগে অবস্থান নিলেন জুলাই মঞ্চের কর্মী-সমর্থকরা

১৯

শরিফ ওসমান হাদি এক অবিচল সাহসের নাম: নাছির উদ্দীন নাছির

২০
X