

উঠতি বয়সী তরুণরা বাইক পেলেই মেতে ওঠে ভয়ঙ্কর সব কাণ্ডে, যা অনেক সময় তাদের করুণ পরিণতি ডেকে আনে। আর তেমনই এক ঘটনা ঘটেছে ভারতের বিহারে।
যার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই মুহূর্তে ভাইরাল হয়ে যায়। এতে দেখা গেছে, দুই তরুণ একটি বাইক নিয়ে ব্যস্ত মহাসড়কের মাঝখানে দাঁড়িয়ে ছবি তোলার জন্য পোজ দেয়।
আর এ সময় তাদের পেছন থেকে ছুটে আসে একটি মালবাহী ট্রাক। তবে ওই দুই তরুণের কপাল ভালো ছিল বলে সাক্ষাৎ মৃত্যুর হাত থেকে বেঁচে ফিরেছেন। কারণ দূর থেকেই ট্রাকচালক তাদের লক্ষ করায় সময়মতো গাড়ির ব্রেক কষতে পেরেছিলেন।
এ ঘটনার ভিডিও ছড়িয়ে পড়তেই নেটিজেনদের মাঝে তীব্র ক্ষোভের জন্ম দিয়েছে। অনেকেই ওই তরুণদের সমালোচনা করেছেন। একজন লিখেছেন, তারা শুধু নিজেদের জীবনই নয় বরং ট্রাকচালক এবং অন্য ব্যক্তিদের জীবনও ঝুঁকির মধ্যে ফেলেছে। আবার অনেকে ওই দুই যুবককে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।
বিস্তারিত দেখুন ভিডিওতে...
মন্তব্য করুন