‎হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৫, ০৩:৪২ পিএম
অনলাইন সংস্করণ

ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের দুই নেতার ‘মাদক সেবনের’ ভিডিও ভাইরাল

মাদক সেবন। ছবি : ভিডিও থেকে সংগৃহীত
মাদক সেবন। ছবি : ভিডিও থেকে সংগৃহীত

‎মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের দুই নেতার ইয়াবা সেবনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এ নিয়ে এলাকায় রাজনৈতিকমহলসহ বিভিন্ন মহলে সমালোচনার সৃষ্টি হয়েছে।

‎২৩ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক লুৎফর রহমান লিংকন ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য রাইসুল ইসলাম বাকের একটি টিনের ঘরে মাদক সেবন করছেন।

‎ভিতিওতে মাদক সেবনকারী স্বেচ্ছাসেবক দল নেতা রাইসুল ইসলাম বাকের উপজেলার বলড়া ইউনিয়নের বহলাতলী গ্রামের রিয়াজ উদ্দিন খাঁনের ছেলে ও ছাত্রদল নেতা লুৎফর রহমান লিংকন একই উপজেলার চালা ইউনিয়নের সট্টি গ্রামের সুজা উদ্দিনের ছেলে।

‎গত ১৫ ডিসেম্বর ভিডিওটি ‘জিয়ার সৈনিক হরিরামপুর থানা’ নামের একটি ফেসবুক পেজ থেকে আপলোড করা হয়। ভিডিওটি আপলোড করার পরপরই ভাইরাল হয়ে যায়।

তবে ১৮ ডিসেম্বর দুপুরে ওই ভিডিওটি পেজ থেকে ডিলিট করা হয়। তবে এই পেজটি কে বা কারা ব্যবহার করে তা এখনো জানা যায়নি।

এ বিষয়ে বহলাতুলী গ্রামের বাসিন্দা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাসুম শিকদার জানান, বাকের ও লিংকন উপজেলা বিএনপির সহসাংগঠনিক সম্পাদক গোলাম রসুল শাহীন মৃধার অনুসারী। তার সঙ্গে চলাফেরা করে দীর্ঘদিন ধরেই এই চক্রটি রাজনৈতিক ছত্রছায়ায় থেকে মাদক সেবন করে আসছে। আর এদের অর্থের জোগান দেয় শাহীন মৃধা। কিছুদিন আগে এর প্রতিবাদ করায় এই গ্রুপটি আমার ওপরেও হামলা চালায়। শাহীনের বাবা ছিলেন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।

তিনি বলেন, শাহীন মৃধা বেশ কয়েক বছর ধরে সিঙ্গাপুরে ছিলেন। কয়েক মাস আগে দেশে ফিরে এলাকায় এসে এই মাদকসেবীদের নিয়ে দলীয় কার্যক্রম করে আসছে। তাদের মাদক সেবনের টাকার যোগানই দেয় এই শাহীন মৃধা। এদের কারণে এলাকার যুবসমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। তাই অচিরেই এদের দল থেকে বহিষ্কার করে দলীয় সকল কার্যক্রম থেকে এদের বাদ দেওয়া উচিত। তা না হলে দলীয় ভাবমূর্তি আরও নষ্ট হয়ে যাবে। তাই এই মাদক সেবনকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাও গ্রহণ করা উচিত।

‎মাদক সেবনের বিষয়ে অভিযুক্ত ছাত্রদল নেতা লুৎফর রহমান লিংকন জানান, রাজনৈতিক কারণে উদ্দেশ্য প্রণোদিত হয়ে এআইয়ের মাধ্যমে এডিট করে ভিডিওটি বানানো হয়েছে। আমি এ ধরনের কার্যকলাপে জড়িত নই। মূলত, আমি সামনে উপজেলা ছাত্রদলের সভাপতি প্রার্থী। তাই আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়েই আমাকে দলীয়ভাবে হেয় করতে সংঘবদ্ধ একটি চক্র এই অপপ্রচার চালাচ্ছে। মূলত গ্রুপিং রাজনীতির কারণেই আমার ইমেজ নষ্ট করতেই ফেক আইডি থেকে এগুলো অপপ্রচার করা হচ্ছে। আমি এই অপপ্রচারের তীব্র নিন্দাসহ প্রতিবাদ জানাই।

‎তবে ভাইরাল ভিডিওটির বিষয়ে আরেক অভিযুক্ত উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য রাইসুল ইসলাম বাকেরের সঙ্গে যোগাযোগ করা হলে এ বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

‎উপজেলা বিএনপির সহসাংগঠনিক সম্পাদক গোলাম রসূল শাহীন মৃধা জানান, ভিডিওটি আমি দেখেছি। কিন্তু ওরা আমার সামনে সিগারেটও খাওয়ার সাহস পায় না। এখন কোথায় কী করল এটা ওদের ব্যক্তিগত বিষয়। এর দায়ভার তো আর আমি নিতে পারি না। আমার সঙ্গে ওরা থাকে ঠিক আছে। কিন্তু ওদের মতো আরও অনেকেই তো আমার সঙ্গে থাকে। আমি বিষয়টি জানার পর ওদের বলে দিয়েছি আমার কাছে আর না আসতে। তাছাড়া ওরা তো আর আমার সংগঠন করে না। একজন করে ছাত্রদল, আরেকজন করে স্বেচ্ছাসেবক দল। আমি করি মূল দল। তাই এর দায়ভার তো আর আমি নিতে পারি না।

‎এ বিষয়ে জেলা ছাত্রদলের সভাপতি মো. আব্দুল খালেক শুভ জানান, তাদের মাদকাসক্তের ভিডিওর বিষয়ে অবগত নই। তবে কোনো ব্যক্তিগত ঘটনার দায় বিএনপি নেবে না। বর্তমানে হরিরামপুর উপজেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত রয়েছে। তাই সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়ার সুযোগ নেই। তবে মাদকাসক্ত কোনো ব্যক্তিরই ছাত্রদলে থাকার সুযোগ নেই।

‎জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক অ্যাড. জিএস জিন্নাহ খান মুঠোফোনে জানান, ভিডিওটি আমার সামনে আসেনি। আমি দেখিনি। এ বিষয়ে এখনো কেউ আমাকে লিখিতভাবে কিছু জানায়নি। আমি শুনছি, তবে ভিডিওটি আমার চোখে পড়েনি। পড়লে আমি কেন্দ্রে বিষয়টি নিয়ে আলোচনা করব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাবির কেন্দ্রীয় মসজিদে নেওয়া হবে হাদিকে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থে‌কে পদত্যাগের ঘোষণা যুথির

জামালপুরে রেলপথ অবরোধ

অপরিকল্পিত বেড়িবাঁধে খোলা আকাশের নিচে দুই শতাধিক পরিবার

ময়মনসিংহে যুবককে পিটিয়ে হত্যায় পূজা উদযাপন পরিষদের প্রতিবাদ

এনসিএসএর বিশেষ সেল গঠন

হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ

শাহবাগ মোড়কে ‘শহীদ ওসমান হাদি চত্বর’ ঘোষণা

তাইওয়ান প্রণালিতে উত্তেজনা

শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১০

ওসমান হাদির আত্মার শান্তি কামনায় পূজা উদযাপন পরিষদের বিশেষ প্রার্থনা

১১

ওসমান হাদির নিজ জেলায় সড়ক অবরোধ

১২

বাংলাদেশের বিপক্ষে দুই ভাগে সিরিজ খেলবে পাকিস্তান

১৩

বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য সতর্কতা জারি

১৪

ইনকিলাব মঞ্চ ব্যতীত কারও প্ররোচনায় পা দেবেন না : ডাকসু নেত্রী জুমা

১৫

কমিউনিটি সেন্টারে মিলল আগুনে পোড়া অজ্ঞাত মরদেহ

১৬

জরুরি বৈঠক ডেকেছে বিএনপি

১৭

ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের দুই নেতার ‘মাদক সেবনের’ ভিডিও ভাইরাল

১৮

একজন সাবেক সাংবাদিক হিসেবে শুধু বলব, আমি দুঃখিত : প্রেস সচিব

১৯

হাদির মৃত্যুর খবরে চলমান কনসার্ট বন্ধ করে শোক পালন

২০
X