

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদির হত্যাকারীর দ্রুত গ্রেপ্তার এবং স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলমের পদত্যাগের দাবিতে রেলপথ অবরোধ করেছে ছাত্রজনতা।
শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেলে এ ঘটনা ঘটে।
দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী ট্রেন আন্তঃনগর তিস্তা এক্সপ্রেস বিকেল ৪টায় জামালপুর স্টেশনে পৌঁছানোর কথা। রেলপথ অবরোধের খবরে আউটার সিগনালে এসে থেমে আছে আন্তঃনগর তিস্তা।
এক ঘণ্টা পর বিকেল ৫টার দিকে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় আন্দোলনকারীরা অবরোধ তুলে নেয়। এরপর ছাত্রজনতা মিছিল নিয়ে জামালপুর শহর প্রদক্ষিণ করে বকুলতলা মোড়ে গিয়ে শেষ হয়।
এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জামালপুর জেলা শাখার সংগঠক রেদোয়ান খন্দকার মাহিন কালবেলাকে বলেন, আমরা জামালপুর শহরে শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাচ্ছি। দ্রুত হাদি ভাইয়ের খুনিদের গ্রেপ্তার করতে হবে। স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে।
জামালপুর সদর থানার ওসি (অপারেশন) এসএম নূর মোহাম্মদ কালবেলাকে বলেন, কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়া ছাত্রজনতার আজকের আন্দোলন শেষ হয়েছে। আন্তঃনগর তিস্তা ঘণ্টাখানেক স্টেশনের অদূরে দাঁড়িয়ে থাকলেও কোনো ধরনের সমস্যা ছাড়া স্টেশনে পৌঁছে পরে ঢাকার উদ্দেশে ছেড়ে গেছে।
মন্তব্য করুন