

আগামী জাতীয় নির্বাচন পর্যন্ত একটি বিশেষ সেল সক্রিয় করেছে জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সি (এনসিএসএ)। ভুয়া তথ্য, গুজব ও বিভ্রান্তিকর কনটেন্টের বিস্তার রোধে অনলাইন ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভুল তথ্য শনাক্ত, যাচাই-বাছাই এবং সত্যতা নিশ্চিত করার কাজ করবে এই সেল।
শুক্রবার (১৯ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়।
এনসিএসএ জানিয়েছে, বিশেষ সেলটি সার্বক্ষণিকভাবে ডিজিটাল প্ল্যাটফর্ম পর্যবেক্ষণ করছে। একই সঙ্গে ভুয়া খবর, উসকানিমূলক তথ্য ও বিভ্রান্তি সৃষ্টিকারী কনটেন্ট দ্রুত শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এই কার্যক্রম বাস্তবায়নে এনসিএসএ প্রধান উপদেষ্টার প্রেস উইং, প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ (পিআইবি), বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস), বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এবং আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো তথ্য বা কনটেন্ট শেয়ার করার আগে অবশ্যই এর উৎস যাচাই করার জন্য জনসাধারণকে অনুরোধ করা হয়েছে। পাশাপাশি সন্দেহজনক, উসকানিমূলক বা দেশবিরোধী কনটেন্ট চোখে পড়লে তাৎক্ষণিকভাবে এনসিএসএ-কে অবহিত করার আহ্বান জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দেশের সাইবার স্পেস নিরাপদ রাখা সবার দায়িত্ব। দেশবিরোধী চক্রের ফাঁদে পড়ে ভুয়া তথ্য, ফটোকার্ড বা ভিডিও ছড়িয়ে পড়া থেকে বিরত থাকার পাশাপাশি অন্যদেরও সচেতন করার অনুরোধ জানিয়েছে এনসিএসএ।
সাইবার অপরাধ প্রতিরোধে জনগণের দ্রুত সহায়তার জন্য এনসিএসএ ২৪ ঘণ্টার হেলপলাইন সেবা চালু রেখেছে। নাগরিকদের কাছ থেকে বিভিন্ন অভিযোগ গ্রহণের জন্য নির্ধারিত একাধিক ই-মেইল ঠিকানাও রয়েছে।
গুজব, misinformation বা disinformation সংক্রান্ত অভিযোগ পাঠানো যাবে [email protected] ঠিকানায়।
ফেইক প্রোফাইল, ছবি, অডিও-ভিডিও বা ক্ষতিকর কনটেন্টের মাধ্যমে ব্যক্তি বা প্রতিষ্ঠান হয়রানি সংক্রান্ত অভিযোগ গ্রহণ করা হবে [email protected]এ।
গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামো (CII) সংশ্লিষ্ট সাইবার হামলার অভিযোগ পাঠানো যাবে [email protected] ঠিকানায়।
সব ধরনের দাপ্তরিক যোগাযোগ ও অভিযোগের জন্য রয়েছে [email protected], আর অনলাইন জুয়া সংক্রান্ত অভিযোগ পাঠানো যাবে [email protected]এ।
এ ছাড়া সরাসরি যোগাযোগের জন্য এনসিএসএর হেলপলাইন নম্বর +৮৮০২৪১০২৪০৬০ চালু রয়েছে।
সবাই মিলে যেন দেশের ডিজিটাল পরিসরকে নিরাপদ, সচেতন ও দায়িত্বশীলভাবে ব্যবহার করা যায় এ লক্ষ্যেই নাগরিকদের সর্বাত্মক সহযোগিতা কামনা করেছে এনসিএসএ।
মন্তব্য করুন