কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৩, ০৫:৫১ পিএম
অনলাইন সংস্করণ

পুলিশের ওপর হামলার পর হাতকড়াসহ পালিয়ে গেল আসামি

হাতকড়াসহ পলাতক আসামি আরমান আলি। ছবি : কালবেলা
হাতকড়াসহ পলাতক আসামি আরমান আলি। ছবি : কালবেলা

গাজীপুরের কালীগঞ্জে পুলিশের ওপর হামলা চালিয়ে মাদক কারবারি ও ৯টি মামলার আসামি আমান আলী হাতকড়াসহ পালিয়ে গেছে। পুলিশ পলাতক আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রেখেছে। এ ঘটনায় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন।

আহত পুলিশ সদস্যরা হলেন- কালীগঞ্জ থানার এসআই আব্দুল আলীম এবং এএসআই শাখাওয়াত হোসেন। ঘটনার সত্যতা স্বীকার করে আহত এএসআই শাখাওয়াত হোসেন বলেন, ঘটনার বিস্তারিত ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে গোপন সূত্রে সংবাদ পেয়ে কালীগঞ্জ থানার এসআই (নিরস্ত্র) আব্দুল আলীম ও এএসআই (নিরস্ত্র) শাখাওয়াত হোসেন তাকে গ্রেপ্তারে অভিযান চালায়।

হাতকড়া নিয়ে পালিয়ে যাওয়া আসামি আমান আলী (৪০) কালীগঞ্জ উপজেলার উত্তরগাঁও এলাকার মানিক মিয়ার ছেলে।

এ সময় আমানকে তার দোকানে পেয়ে আটক করতে গেলে সে দেশি অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা করে। পরে তাকে আটক করে হাতকড়া পরিয়ে থানায় নিয়ে যাওয়ার সময় আমানের পরিবারের সদস্যরা দেশি অস্ত্রশস্ত্র নিয়ে পুলিশের ওপর পুনরায় হামলা করে। হামলার সুযোগে আমান হাতকড়া নিয়েই পালিয়ে যায়।

আমান আলীর বিরুদ্ধে মাদক ও দস্যুতাসহ দেশের বিভিন্ন থানায় ৯টি মামলা রয়েছে। এ ঘটনায় আমানের প্রধান সহযোগী পৌর এলাকার কুমারটেক গ্রামের রুহুল আমিনের পুত্র আলমগীরকে (৩৭) আটক করা হয়েছে।

অপর আহত এসআই আব্দুল আলীম বলেন, কালীগঞ্জ থানার একটি দস্যুতা মামলার দুই নম্বর আসামি আমান আলী। গতকাল তাকে গ্রেপ্তার করে হাতকাড়া পরিয়ে থানায় নিয়ে যাওয়ার সময় তার পরিবারের সদস্যরা আমাদের ওপর হামলা করে। হামলার সুযোগে আমান হাতকড়া নিয়ে পালিয়ে যায়।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক শহিদুল ইসলাম বলেন, দুপুর সাড়ে ১২টায় আহত অবস্থায় দুই পুলিশ সদস্য হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। তাদের প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে কালীগঞ্জ থানার ওসি মো. ফায়েজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে দস্যুতা মামলার পলাতক আসামি আমান আলীকে আটক করতে গেলে সে ও তার পরিবারের লোকজন পুলিশের ওপর হামলা করে। পরে আমান হাতকড়াসহ পালিয়ে যায়। আহত দুই পুলিশ সদস্য হাসপাতালে ভর্তি আছেন। এ ঘটনায় আমানের প্রধান সহযোগী আলমগীরকে আটক করে বুধবার দুপুরে গাজীপুর আদালতে প্রেরণ করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মানবতার শত্রু আ.লীগকে দ্রুত নিষিদ্ধ ও বিচার করতে হবে : হেফাজতে ইসলাম

আ.লীগ নিষিদ্ধের দাবিতে সমাবেশ চলছে

কাশিমপুর কারাগারে সাবেক মেয়র আইভী

সীমান্তে পুশ‌ ইন, মৌলভীবাজারে এখন পর্যন্ত আটক ৫৯ 

হামলার আশঙ্কা, ভারতের বন্দর-টার্মিনালে নিরাপত্তা জোরদার

সেই স্বেচ্ছাসেবক লীগ নেতাকে জিয়া মঞ্চ থেকে বহিষ্কার

পারভেজ হত্যায় টিনা ৩ দিনের রিমান্ডে

বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় প্রক্সি দিতে এসে নবম শ্রেণির ছাত্র আটক 

রাজশাহীর সাবেক মেয়র লিটনের সাবেক পিএ টিটু গ্রেপ্তার

ভারতের ৭৭ ড্রোন গুঁড়িয়ে দিল পাকিস্তান

১০

বিয়ের পিঁড়িতে বসা হলো না শহীদ সুজন মাহমুদের

১১

বিলের মধ্যে পড়েছিল যুবদল কর্মীর মরদেহ

১২

সাভারে দাঁড়িয়ে থাকা বাসে ট্রাকের ধাক্কা, নিহত ২

১৩

তারেক রহমানের সঙ্গে সিঙ্গাপুর বিএনপির নেতাদের সাক্ষাৎ 

১৪

শেখ হাসিনার সঙ্গে ভার্চুয়াল বৈঠক, আ.লীগ নেতা গ্রেপ্তার

১৫

যুক্তরাষ্ট্রের ‘কার্টার সেন্টারের’ প্রতিনিধিদের সঙ্গে ফখরুলের বৈঠক, নির্বাচন নিয়ে আলোচনা

১৬

শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল সোমবার

১৭

সোনার নতুন দাম কার্যকর আজ

১৮

আবদুল হামিদের দেশ ছাড়া নিয়ে কী বলছে সরকার

১৯

ভারতের যে ১৫ শহরে হামলা চালিয়েছে পাকিস্তান

২০
X