কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৩, ০৫:৫১ পিএম
অনলাইন সংস্করণ

পুলিশের ওপর হামলার পর হাতকড়াসহ পালিয়ে গেল আসামি

হাতকড়াসহ পলাতক আসামি আরমান আলি। ছবি : কালবেলা
হাতকড়াসহ পলাতক আসামি আরমান আলি। ছবি : কালবেলা

গাজীপুরের কালীগঞ্জে পুলিশের ওপর হামলা চালিয়ে মাদক কারবারি ও ৯টি মামলার আসামি আমান আলী হাতকড়াসহ পালিয়ে গেছে। পুলিশ পলাতক আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রেখেছে। এ ঘটনায় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন।

আহত পুলিশ সদস্যরা হলেন- কালীগঞ্জ থানার এসআই আব্দুল আলীম এবং এএসআই শাখাওয়াত হোসেন। ঘটনার সত্যতা স্বীকার করে আহত এএসআই শাখাওয়াত হোসেন বলেন, ঘটনার বিস্তারিত ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে গোপন সূত্রে সংবাদ পেয়ে কালীগঞ্জ থানার এসআই (নিরস্ত্র) আব্দুল আলীম ও এএসআই (নিরস্ত্র) শাখাওয়াত হোসেন তাকে গ্রেপ্তারে অভিযান চালায়।

হাতকড়া নিয়ে পালিয়ে যাওয়া আসামি আমান আলী (৪০) কালীগঞ্জ উপজেলার উত্তরগাঁও এলাকার মানিক মিয়ার ছেলে।

এ সময় আমানকে তার দোকানে পেয়ে আটক করতে গেলে সে দেশি অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা করে। পরে তাকে আটক করে হাতকড়া পরিয়ে থানায় নিয়ে যাওয়ার সময় আমানের পরিবারের সদস্যরা দেশি অস্ত্রশস্ত্র নিয়ে পুলিশের ওপর পুনরায় হামলা করে। হামলার সুযোগে আমান হাতকড়া নিয়েই পালিয়ে যায়।

আমান আলীর বিরুদ্ধে মাদক ও দস্যুতাসহ দেশের বিভিন্ন থানায় ৯টি মামলা রয়েছে। এ ঘটনায় আমানের প্রধান সহযোগী পৌর এলাকার কুমারটেক গ্রামের রুহুল আমিনের পুত্র আলমগীরকে (৩৭) আটক করা হয়েছে।

অপর আহত এসআই আব্দুল আলীম বলেন, কালীগঞ্জ থানার একটি দস্যুতা মামলার দুই নম্বর আসামি আমান আলী। গতকাল তাকে গ্রেপ্তার করে হাতকাড়া পরিয়ে থানায় নিয়ে যাওয়ার সময় তার পরিবারের সদস্যরা আমাদের ওপর হামলা করে। হামলার সুযোগে আমান হাতকড়া নিয়ে পালিয়ে যায়।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক শহিদুল ইসলাম বলেন, দুপুর সাড়ে ১২টায় আহত অবস্থায় দুই পুলিশ সদস্য হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। তাদের প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে কালীগঞ্জ থানার ওসি মো. ফায়েজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে দস্যুতা মামলার পলাতক আসামি আমান আলীকে আটক করতে গেলে সে ও তার পরিবারের লোকজন পুলিশের ওপর হামলা করে। পরে আমান হাতকড়াসহ পালিয়ে যায়। আহত দুই পুলিশ সদস্য হাসপাতালে ভর্তি আছেন। এ ঘটনায় আমানের প্রধান সহযোগী আলমগীরকে আটক করে বুধবার দুপুরে গাজীপুর আদালতে প্রেরণ করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের কমান্ডার কানি গুপ্তচর কি না, জানাল মোসাদ

যুক্তরাষ্ট্রের হাত ধরেই শুরু হয়েছিল ইরানের পরমাণু কর্মসূচি

চাল না কিনলে জাপানে নতুন করে শুল্কের হুমকি যুক্তরাষ্ট্রের

হলি আর্টিসান হামলার আজ ৯ বছর

সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফরের ৮৬তম জন্মবার্ষিকী আজ

কারাগারে যেমন কাটছে মমতাজের

পাকিস্তানে একযোগে হামলা চালাতে চায় ভারত-ইসরায়েল

সুনামগঞ্জ-৩ আসনে প্রার্থীর নাম ঘোষণা করল জমিয়ত

মহররমে বিদআত ও ভ্রান্ত রীতি : যা করণীয়

যশোর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়কের পদত্যাগ

১০

সরকারি চাকরিতে বিপুলসংখ্যক পদ ফাঁকা

১১

দেশের সব ব্যাংকে লেনদেন বন্ধ থাকবে আজ 

১২

০১ জুলাই : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৩

দুপুরের মধ্যে যেসব জেলায় ঝড়বৃষ্টি হতে পারে

১৪

মঙ্গলবার ঢাকার যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৫

১ জুলাই : আজকের নামাজের সময়সূচি

১৬

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিসে তালা দিলেন বৈষম্যবিরোধী নেতারা

১৭

চাকসু ভবনকে ‘ভাতের হোটেল’ ঘোষণা আন্দোলনরত শিক্ষার্থীদের

১৮

৭ দিন ধরে খোঁজ মিলছে না এসএসসি ফলপ্রার্থী রিয়ামনির

১৯

আট মামলার আসামিকে গুলির পর কুপিয়ে হত্যা

২০
X