নওগাঁ প্রতিনিধি
প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৫, ০৫:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

নওগাঁয় আ.লীগের ১৬ নেতাকর্মী গ্রেপ্তার

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

নওগাঁ পুলিশের আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনের লক্ষ্যে চালানো বিশেষ অভিযানে ১৬ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী ফ্যাসিস্ট ও তাদের সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে। অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ কার্যক্রমের আওতায় গত ২৪ ঘণ্টার ব্যবধানে জেলার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

নওগাঁ পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের সার্বিক দিকনির্দেশনায় জেলার বিভিন্ন থানা পুলিশের উদ্যোগে এ অভিযান চালানো হয়।

শনিবার (২০ ডিসেম্বর) বিকেল ৪টায় বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।

গ্রেপ্তার ১৬ জন হলেন— সদর উপজেলার চকবেদব মাস্টারপাড়ার মকলেছুর রহমানের ছেলে মোস্তাফিজুর রহমান ফিরোজ (৫৫), বাঙ্গাবাড়িয়া গ্রামের আরসালীনের ছেলে আরমান খান পলিন (৩৪), বাছরা এলাকার মোকছেদ আলীর ছেলে মেহেদী হাসান নিরব (২৮), কিত্তীপুর এলাকার মৃত সোলায়মান আলী মণ্ডলের ছেলে রেজাউল হক (৭২), গাংজোয়ার মধ্যপাড়ার মৃত আফতাব হোসেনের ছেলে হাসান (৪৫) ও রাণীনগর উপজেলার গোনা গ্রামের রইচ সরদারের ছেলে জাহাঙ্গীর আলম (৬৩)।

আরও গ্রেপ্তার হন— কচুয়া গহেলাপুর গ্রামের মৃত সামসুর রহমানের ছেলে আব্দুল কাদের (৬০) ও জালালাবাদ মিরাট এলাকার ফরিদুল ইসলামের ছেলে রাফি হাসান (২৫), আত্রাই উপজেলার সোনাইডাঙ্গা গ্রামের মৃত গিয়াস উদ্দিনের ছেলে আয়েত আলী (৫৬), মহাদেবপুর উপজেলার হরিপুর এলাকার আব্দুল আজিজের ছেলে রফিকুল ইসলাম (৪২) ও শেরপুর এলাকার মৃত আজির উদ্দিনের ছেলে মমতাজ উদ্দিন (৫৫) ও পত্নীতলা উপজেলার বটতলী এলাকার রফিকুল ইসলামের ছেলে মিজানুর রহমান (৪০)।

এ ছাড়াও গ্রেপ্তার হন— হরিরামপুর এলাকার মৃত শফি উদ্দিন মণ্ডলের ছেলে মতিবুল ইসলাম (৫৪), মান্দা উপজেলার মৈনম এলাকার শ্রী মনোরঞ্জন অধিকারীর ছেলে জোতিরঞ্জন অধিকারী (৪৬), পোরশা উপজেলার খড়পা গ্রামের মৃত ছাদের আলীর ছেলে ছয়ফুল ইসলাম (৪২) এবং নিয়ামতপুর উপজেলার মৃত লাল মোহাম্মদ প্রধানের ছেলে মো. মোসলেম প্রধান (৪১)।

এদের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের নেতাসহ নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা আছে বলে জানা গেছে।

গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে জানিয়ে এসপি তারিকুল ইসলাম বলেন, জেলা পুলিশের উদ্যোগে আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনের লক্ষ্যে বিশেষ অভিযান অপারেশন ডেভিল হান্ট (ফেজ-২) পরিচালিত হয়। অভিযানে শনিবার সকাল পর্যন্ত ১৬ আওয়ামী ফ্যাসিস্ট ও তাদের সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরও বলেন, পুলিশ হেডকোয়ার্টার্সের নির্দেশে নওগাঁ জেলায় পুলিশের বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিলহান্ট ফেজ-টু’ পূর্ণমাত্রায় শুরু হয়েছে। তারই ধারাবাহিকতায় এক সপ্তাহ আগে থেকে জেলা পুলিশ বিশেষ অভিযান শুরু করেছে। এ অভিযানে এখন পর্যন্ত জেলার বিভিন্ন থানা এলাকা থেকে এই ১৬ ফ্যাসিস্টসহ বিভিন্ন মামলা এবং ওয়ারেন্ট তামিলসহ মোট ৫৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

জেলার শান্তিশৃঙ্খলা বজায় রাখা ও অপরাধ দমনে জেলা পুলিশ নিয়মিত অভিযান অব্যাহত রাখবে বলেও জানান জেলা পুলিশের ঊর্ধ্বতন এই কর্মকর্তা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিন বেলা ভাত খাওয়া কতটা স্বাস্থ্যকর?

ফের রিমান্ডে ফয়সালের স্ত্রী, বান্ধবী ও শ্যালক

মাথাহীন মরদেহ উদ্ধারের রহস্য উন্মোচন

সারাক্ষণ চার্জার প্লাগে রাখেন? জেনে নিন কী হতে পারে

যেসব খাবার নিয়মিত খেলে কোলন ক্যানসারের ঝুঁকি বাড়ে

বৈষম্যবিরোধী আন্দোলনের নেত্রীকে ‘ধর্ষণ’, ছাত্রলীগ কর্মীর বিরুদ্ধে মামলা

একই গ্রুপে পড়ল ব্রাজিল-আর্জেন্টিনা, খেলা কখন

খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠা করতে চায় বিএনপি : আমিনুল হক

বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড উন্মোচন করল ‘অল-নিউ হোন্ডা NX200’

সংসদ নির্বাচনের তপশিল সংশোধন

১০

নির্বাচনে লড়াইয়ের ঘোষণা রুমিন ফারহানার

১১

হজের শতকে কিউইদের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের লড়াই

১২

যুবদল নেতার ওপর নিষিদ্ধ ছাত্রলীগের হামলা

১৩

হাদির মৃত্যুতে কমনওয়েলথ মহাসচিবের প্রতিক্রিয়া

১৪

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের ২৪ ঘণ্টার আলটিমেটাম

১৫

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা আগামীকাল

১৬

সৌদিতে বিরল তুষারপাত, উৎসবে বাসিন্দারা

১৭

হাদির পরিবার আজ থেকে ঢাবি পরিবারেরই অংশ : উপাচার্য

১৮

নওগাঁয় আ.লীগের ১৬ নেতাকর্মী গ্রেপ্তার

১৯

খুলনা মহানগরীর ৬৭ শতাংশ ভোটকেন্দ্র ঝুঁকিতে

২০
X