শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৫, ০৭:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

১৭ বছর পর মনোনয়নপত্র সংগ্রহে সন্তোষ প্রকাশ বিএনপি প্রার্থীদের

শরীয়তপুরে বিএনপি প্রার্থীদের মনোনয়নপত্র সংগ্রহ। ছবি : কালবেলা
শরীয়তপুরে বিএনপি প্রার্থীদের মনোনয়নপত্র সংগ্রহ। ছবি : কালবেলা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শরীয়তপুরের ৩টি সংসদীয় আসন থেকে বিএনপি মনোনীত প্রার্থী ও তাদের পক্ষে দলীয় নেতাকর্মীরা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। দীর্ঘ ১৭ বছর পর নির্বাচনে অংশগ্রহণের সুযোগ পাওয়ায় সন্তোষ ও আনন্দ প্রকাশ করেছেন প্রার্থী ও নেতারা।

সোমবার (২২ ডিসেম্বর) দুপুর ৩টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ে অতিরিক্ত জেলা প্রশাসক মৌসুমী হান্নান বিএনপি মনোনীত প্রার্থীদের হাতে মনোনয়নপত্র তুলে দেন।

এ সময় বিএনপি নেতারা বলেন, দীর্ঘদিন পর দেশে একটি অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ সৃষ্টি হওয়ায় তারা আশাবাদী। তারা ভোটারদের নির্বিঘ্নে ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান। নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করে সকলকে সঙ্গে নিয়ে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার অঙ্গীকারও ব্যক্ত করেন তারা।

মনোনয়নপত্র সংগ্রহ শেষে শরীয়তপুর সংসদীয় আসন-১ (পালং-জাজিরা) থেকে বিএনপি মনোনীত প্রার্থী সাঈদ আহমেদ আসলাম বলেন, দীর্ঘ ১৭ বছর ধরে শুধু গণতন্ত্র ফিরিয়ে আনা ও ভোটাধিকার আদায়ের সংগ্রামে আমরা নির্যাতিত হয়েছি। ভোটাধিকার আদায়ের আন্দোলন করতে গিয়ে নির্বাচনে অংশ নিতে পারিনি, পালিয়ে বেড়াতে হয়েছে। আজ এতদিন পর আমাদের এবং জনগণের সেই প্রত্যাশা পূরণ হয়েছে।

তিনি আরও বলেন, আমরা আশা করছি, আসন্ন নির্বাচনের মাধ্যমে জনগণকে সঙ্গে নিয়ে তাদের হারানো অধিকার পুনরুদ্ধারে সফল হবো।

মনোনয়নপত্র সংগ্রহ ঘিরে নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। অনেকেই এটিকে আগামী নির্বাচনে বিএনপির সক্রিয় অংশগ্রহণ ও সাংগঠনিক শক্তি প্রদর্শনের ইতিবাচক বার্তা হিসেবে দেখছেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহসভাপতি সিরাজুল হক মোল্লা, শাহ মো. আব্দুস সালাম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক দুলাল খান, সাংগঠনিক সম্পাদক মাহবুব আলম তালুকদার, কেন্দ্রীয় যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আ. জব্বার খান, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম কাসেম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক জামাল উদ্দিন বিদ্যুৎ, জেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল তালুকদারসহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বর্ণে এবার রেকর্ড সর্বোচ্চ দাম

দিল্লিতে ভিসা কার্যক্রম বন্ধ করল বাংলাদেশ হাইকমিশন

কিউই দাপটে কেঁপে উঠল টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিল

ধাক্কা দিয়ে বের করে দেওয়া সেই সচিবের পদোন্নতি

এনসিপি ও ছাত্রদলের তুমুল সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ

স্নিকো বিতর্কে আইসিসির দিকে আঙুল তুললেন স্টার্ক

গণঅধিকার পরিষদ নেতার মরদেহ উদ্ধার

আ.লীগের আরও এক নেতা গ্রেপ্তার

হাদিকে হত্যা ও পরে কী ঘটানো হবে, সব পূর্বপরিকল্পিত : নাহিদ

স্বেচ্ছাশ্রমে সাঁকো নির্মাণ করল যুবদল

১০

বিশ্বকাপ ফাইনালে হারের পর ক্রিকেটই ছাড়তে চেয়েছিলেন রোহিত

১১

বিশ্বের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পুনরায় চালু করছে জাপান

১২

অপারেশন ডেভিল হান্টে বাবা-ছেলে গ্রেপ্তার

১৩

২৫ ডিসেম্বর বন্ধ থাকবে ৩ ট্রেন, ১০ বিশেষ ট্রেন পাচ্ছে বিএনপি

১৪

১৭ বছর পর মনোনয়নপত্র সংগ্রহে সন্তোষ প্রকাশ বিএনপি প্রার্থীদের

১৫

আবেগে পড়ে মনোনয়ন ফরম কিনেছি, আমি দুঃখিত : সাক্কু

১৬

সাতক্ষীরা সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা জোরদার

১৭

জুলাইয়ে শিক্ষার্থীদের দমনে অর্থ জোগানদাতার শাস্তির দাবিতে মানববন্ধন

১৮

সাগরের নিচে মিলল এশিয়ার বৃহত্তম স্বর্ণের খনির সন্ধান

১৯

পরীক্ষা-নিরীক্ষার পর ঢাবির আবাসিক হল নিরাপদ : কর্তৃপক্ষ

২০
X