ঢাবি প্রতিনিধি
প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৫, ০৭:১১ পিএম
অনলাইন সংস্করণ

পরীক্ষা-নিরীক্ষার পর ঢাবির আবাসিক হল নিরাপদ : কর্তৃপক্ষ

ছবি : কালবেলা
ছবি : কালবেলা

সাম্প্রতিক ভূমিকম্পের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোর কোনো ভবনই কাঠামোগতভাবে ঝুঁকিপূর্ণ নয় বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে অধ্যাপক আবদুল মতিন ভার্চুয়াল ক্লাসরুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ও ভূমিকম্প-পরবর্তী ঝুঁকিপূর্ণ ভবন তদারকি কমিটির চেয়ারম্যান অধ্যাপক ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরী।

সংবাদ সম্মেলনে তিনি আবাসিক হলগুলোর সংস্কার কার্যক্রম এবং বিশ্ববিদ্যালয় গঠিত কমিটির প্রতিবেদন সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন।

অধ্যাপক জাহাঙ্গীর আলম বলেন, ‘বিশেষজ্ঞদের প্রতিবেদনে আমাদে কোনো হল বসবাসের অনুপোযুক্ত বা থাকা যাবে না এরকম মন্তব্য করা হয়নি। আমাদের যে হলগুলো আছে, সেখানে শিক্ষার্থীরা থাকতে পারবে।’

তিনি বলেন, ‘গত ২১ নভেম্বর ভূমিকম্প-পরবর্তী ক্ষয়ক্ষতি নিরূপণের জন্য ৪টি কারিগরি সাব-কমিটি গঠন করা হয়। প্রতিটি কমিটিতে বিশেষজ্ঞ সদস্য হিসেবে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পুরকৌশল বিভাগের একজন করে অধ্যাপক ছিলেন। এসব কমিটির প্রতিবেদনে স্বল্পমেয়াদি, মধ্যমেয়াদি ও দীর্ঘমেয়াদি—এই তিন ধরনের সুপারিশ অন্তর্ভুক্ত ছিল।’

কোষাধ্যক্ষ জানান, ৪টি কমিটির সুপারিশের আলোকে মোট ১৯টি কাজ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে একটি কাজ শামসুন্নাহার হলের ওয়াশরুম ব্লকগুলো ক্ষতিগ্রস্ত হওয়ায় তাৎক্ষণিকভাবে মেরামতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে শামসুন্নাহার হলের ক্ষতিগ্রস্ত ওয়াশরুম ব্লকের ওভারহেড পানির ট্যাংক খালি করে জরুরি ভিত্তিতে প্লাস্টিকের পানির ট্যাংক স্থাপনের কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে।

তিনি বলেন, ‘বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী, সলিমুল্লাহ মুসলিম হলের একটি অংশ ভালনারেবল হিসেবে চিহ্নিত হয়েছে। ওই হলের ক্ষতিগ্রস্ত স্টিল প্রপের মেরামত কাজ দুই-এক দিনের মধ্যে শুরু হবে। প্রতিবেদনে কয়েকটি হলে ডিটেইলড ইঞ্জিনিয়ারিং অ্যাসেসমেন্ট (ডিইএ) করার সুপারিশ করা হয়েছে। এ প্রক্রিয়ায় কমপক্ষে তিন মাস সময় লাগে। এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে। ডিইএ সম্পন্ন হলে দীর্ঘমেয়াদে কী ধরনের কাজ প্রয়োজন, তা নির্ধারণ করা যাবে।’

তিনি জানান, এরই মধ্যে ৩টি হলে মেরামতকাজ প্রায় সম্পন্ন হয়েছে। হাজী মুহম্মদ মুহসীন হলের মোট ১৭৫টি কক্ষের মধ্যে ১৬৭টি কক্ষ, সূর্যসেন হলের ১৪১টি কক্ষের সবগুলো এবং মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের ১২১টি কক্ষের সবগুলোর মেরামত কাজ শেষ হয়েছে।

এর আগে ভূমিকম্প-পরবর্তী পরিস্থিতিতে শিক্ষার্থীদের মানসিক সুস্থতা নিশ্চিত করা এবং ঝুঁকিপূর্ণ ভবন পরিদর্শন ও মেরামতের লক্ষ্যে গত ২২ নভেম্বর থেকে ৬ ডিসেম্বর পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষা কার্যক্রম স্থগিত রাখা হয়। সে সময় শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছিল। পরবর্তীতে ৬ ডিসেম্বর থেকে ২৭ ডিসেম্বর পর্যন্ত শীতকালীন ছুটিও বহাল রাখা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্নিকো বিতর্কে আইসিসির দিকে আঙুল তুললেন স্টার্ক

গণঅধিকার পরিষদ নেতার মরদেহ উদ্ধার

আ.লীগের আরও এক নেতা গ্রেপ্তার

হাদিকে হত্যা ও পরে কী ঘটানো হবে, সব পূর্বপরিকল্পিত : নাহিদ

স্বেচ্ছাশ্রমে সাঁকো নির্মাণ করল যুবদল

বিশ্বকাপ ফাইনালে হারের পর ক্রিকেটই ছাড়তে চেয়েছিলেন রোহিত

বিশ্বের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পুনরায় চালু করছে জাপান

অপারেশন ডেভিল হান্টে বাবা-ছেলে গ্রেপ্তার

২৫ ডিসেম্বর বন্ধ থাকবে ৩ ট্রেন, ১০ বিশেষ ট্রেন পাচ্ছে বিএনপি

১৭ বছর পর মনোনয়নপত্র সংগ্রহে সন্তোষ প্রকাশ বিএনপি প্রার্থীদের

১০

আবেগে পড়ে মনোনয়ন ফরম কিনেছি, আমি দুঃখিত : সাক্কু

১১

সাতক্ষীরা সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা জোরদার

১২

জুলাইয়ে শিক্ষার্থীদের দমনে অর্থ জোগানদাতার শাস্তির দাবিতে মানববন্ধন

১৩

সাগরের নিচে মিলল এশিয়ার বৃহত্তম স্বর্ণের খনির সন্ধান

১৪

পরীক্ষা-নিরীক্ষার পর ঢাবির আবাসিক হল নিরাপদ : কর্তৃপক্ষ

১৫

খুব সতর্ক থাকতে হবে : এ্যানি

১৬

ফিফার র‍্যাঙ্কিং প্রকাশ, বাংলাদেশের অবস্থান কত

১৭

বিএনপির অঙ্গ-সংগঠনের ১২ নেতাকর্মী কারাগারে

১৮

ইস্টার্ন ব্যাংক ডিজিটাল এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২৫ জিতল নগদ

১৯

নওগাঁ-৩ আসনে ফজলে হুদা বাবুলের মনোনয়নপত্র সংগ্রহ

২০
X