আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৩, ০৮:২১ এএম
আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৩৫ এএম
অনলাইন সংস্করণ

ভাড়া না দিতে ডিএপি সার কারখানার এমডি থাকেন গেস্ট হাউজে

ডিএপি ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড। ছবি : কালবেলা
ডিএপি ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড। ছবি : কালবেলা

চট্টগ্রামের আনোয়ারার রাঙ্গাদিয়ায় অবস্থিত রাষ্ট্রায়ত্ত সার কারখানা ডিএপি ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডের (ডিএপিএফসিএল) ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুল হাকিম গত ১ জানুয়ারি ব্যবস্থাপক হিসেবে যোগদান করেন। নিয়মানুযায়ী কারখানায় কর্মরত কর্মকর্তাদের জন্য রয়েছে আবাসনের ব্যবস্থা। নির্ধারিত বাসভবনে তিনি বসবাস করলে তাকে ভাড়া দিতে হবে ২৯ হাজার ৭৬০ টাকা। সরকারি নিয়মে ৪০ শতাংশ বাড়ি ভাড়াও পান তিনি। কিন্তু এমডি মো. আবদুল হাকিম তার নির্ধারিত বাস ভবনে না উঠে মাসিক ১৪৮০ টাকা ভাড়ায় সপরিবারে থাকেন কারখানার গেস্ট হাউসে। ভাড়া না দিতে গেস্ট হাউসে থাকেন তিনি। কারখানার নথিপত্রে দেখিয়েছেন তিনি ব্যাচেলর। গেস্ট হাউসের ভাড়া পরিশোধের একটি মেমো ইতোমধ্যে কালবেলার হাতে এসে পৌঁছেছে। বিসিআইসির কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেন জানিয়েছেন, নিয়মানুযায়ী তার নির্ধারিত বাসভবনেই তাকে থাকতে হবে।

খোঁজ নিয়ে জানা যায়, দেশের একমাত্র ডিএপি সারের এ কারখানা ২০০১ সালের ১ মে শিল্প মন্ত্রণালয়ের অধীনে প্রতিষ্ঠিত হয়। বিসিআইসির নিয়ন্ত্রণাধীন এ কারখানার দৈনিক উৎপাদন ক্ষমতা ৮০০ টন। ২০০৬ সালে থেকেই বাণিজ্যিকভাবে উৎপাদন শুরু করে এ কারখানা। কারখানায় কর্মরত কর্মকর্তাদের জন্য রয়েছে আবাসনের ব্যবস্থা। পাশাপাশি রয়েছে অতিথিদের জন্য নামমাত্র ভাড়ায় গেস্ট হাউস।

এসব আবাসনে যারা বসবাস করেন বেতনের সঙ্গে বাড়ি ভাড়া প্রদানের সময় এই ভাড়া কর্তন করা হয়। কিন্তু মো. আবদুল হাকিম গত ১ জানুয়ারি ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কারখানায় যোগদানের পর থেকে সপরিবারে উঠেছেন গেস্ট হাউসে। নতিপত্রে ব্যাচেলর দেখিয়ে গেস্ট হাউসের একটি কক্ষে নামমাত্র ১৪৮০ টাকা ভাড়া দিয়ে তিনি থাকেন।

কারখানার নথিতে দেখা যায়, তার নির্ধারিত বাসভবনে তিনি বসবাস করলে তাকে ভাড়া দিতে হবে ২৯ হাজার ৭৬০ টাকা। অপরদিকে গেস্ট হাউসের একটি কক্ষের জন্য তাকে ভাড়া পরিশোধ করতে হচ্ছে মাত্র ১ হাজার ৪৮০ টাকা।

বিসিআইসির চিফ অব পার্সোনাল মোহাম্মদ জাকির হোসেন বলেন, বিসিআইসির নিয়মানুযায়ী কারখানার এমডিকে তার নির্ধারিত বাসভবনেই থাকতে হবে। এর বাইরে থাকার কোনো নিয়ম নেই। যদি কোনো কর্মকর্তা অনিয়মের আশ্রয় নিয়ে থাকে তাহলে অবসরকালীন সময়ে হলেও তার এই ভাড়ার টাকা আদায় করা হবে।

এ বিষয়ে জানতে ডিএপিএফসিএলের ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুল হাকিম মোবাইল ফোনে একাধিকবার কল করলেও তিনি রিসিভ করেনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লুট হওয়া ২৫ লাখ ঘনফুট সাদা পাথর উদ্ধার

ক্ষমা চেয়ে আবেদন উমামা ফাতেমার

যেসব লক্ষণে বুঝবেন আপনি লো ব্লাড প্রেশারে ভুগছেন

গণহত্যা মামলায় আফ্রিদি গ্রেপ্তার, ফেসবুকে প্রতিক্রিয়া প্রত্যয় হিরণের

চুরির মামলার হাজিরার টাকা জোগাতে ফের চুরি, অতঃপর...

বাবা-মায়ের ডিভোর্স নিয়ে মুখ খুললেন গোবিন্দ-কন্যা

সর্বাধুনিক প্রযুক্তিতে তৈরি হচ্ছে দেশ সেরা ইলেকট্রনিকস ব্র্যান্ড যমুনার পণ্য 

জেন-জির নতুন ট্রেন্ড ‘থিম পার্টি’, কী হয় সেখানে

নারী ওয়ানডে বিশ্বকাপ / আসন্ন বিশ্বকাপের জন্য পাকিস্তানের ১৫ সদস্যের শক্তিশালী দল ঘোষণা

মামলা নিয়ে বিচলিত নন পলক, আইনজীবীকে ট্রায়ালের প্রস্তুতির নির্দেশ

১০

ঘুষকাণ্ডে এবার জামায়াতের সেই পিপির নিয়োগ বাতিল

১১

ভরা মৌসুমেও ইলিশের আকাল

১২

শোকজের জবাব দেবেন ফজলুর রহমান

১৩

হত্যাচেষ্টার নতুন মামলায় পলক, রাষ্ট্রদ্রোহে জাহাঙ্গীর গ্রেপ্তার

১৪

অস্ত্র উদ্ধারে পুরস্কার ঘোষণা সরকারের

১৫

প্রিয় মানুষের অভিমান ভেঙে ফেলুন সহজ কিছু উপায়ে

১৬

ইসলামী সংগীত গাইলেন ইউটিউবার সাইদুল হাসান

১৭

টঙ্গীতে ব্রিজ নির্মাণ ও সড়ক সংস্কারের দাবিতে মহাসড়ক অবরোধ 

১৮

ভারতে আসছে আর্জেন্টিনা, প্রতিপক্ষ হিসেবে যাদের নাম আলোচনায়

১৯

তৌহিদ আফ্রিদির ৭ দিনের রিমান্ড চেয়েছে সিআইডি

২০
X