কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচনসহ ৩ দাবিতে বগুড়ায় বিক্ষোভ সমাবেশ করেছে জামায়াতে ইসলামী। সোমবার (২৫ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে শহরের কারবালা এলাকা থেকে মিছিলটি বের হয়ে চারমাথা বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করে।
তিন দফা দাবির মধ্য রয়েছে কেয়ারটেকার সরকারের অধীনে জাতীয় নির্বাচন, জামায়াতে ইসলামীর আমিরসহ সব নেতাকর্মীর মুক্তি ও বিভিন্ন মামলায় গ্রেপ্তার আলেম-উলামাদের মুক্তিসহ মামলা প্রত্যাহার।
বগুড়া শহর জামায়াতে ইসলামীর আমির অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল বিক্ষোভ মিছিল ও সমাবেশে সভাপতিত্ব করেন। এই সময় বগুড়া শহর শাখা জামায়াতে ইসলামীর বিভিন্ন ওয়ার্ড ও ছাত্রশিবিরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সমাবেশে জামায়াত নেতা অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল বলেন, ‘আওয়ামী লীগ দেশের জন্য চরম ক্ষতিকর। এই সরকার যতদিন ক্ষমতায় থাকবে দেশের অকল্যাণ হবে। তাই অতিদ্রুত সরকারকে পদত্যাগ করে কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচন দিতে হবে।’
তিনি আরও বলেন, সরকার আমিরে জামায়াত ডা. শফিকুর রহমানসহ অসংখ্য জামায়াত-শিবির নেতাকর্মীকে মিথ্যা মামলায় জেলবন্দি করেছে। অবিলম্বে সব রাজবন্দির মুক্তি দিতে হবে। একই সঙ্গে গ্রেপ্তারকৃত সব আলেম-ওলামার নিঃশর্ত মুক্তির দাবি জানান তিনি।
বগুড়া সদর থানার ওসি সাইহান ওলিউল্লাহ জানান, জামায়াত মিছিল বা সমাবেশের কোনো অনুমতি নেয়নি। আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্ন করার চেষ্টা করলে কঠোরভাবে দমন করা হবে।
বগুড়া জেলার অতিরিক্ত পুলিশ সুপার শরাফত ইসলাম জানান, জামায়াত মিছিল বা সমাবেশের কোনো অনুমতি নেয়নি।
মন্তব্য করুন