কক্সবাজারের উখিয়ায় মহাসড়কে পরিবহন থেকে চাঁদাবাজি করতে গিয়ে হাইওয়ে থানা পুলিশের হাতে আটক হয়েছেন এক যুবক। সোমবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় কক্সবাজার-টেকনাফ আঞ্চলিক মহাসড়কের বালুখালি পানবাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।
ওই যুবকের নাম মোহাম্মদ রুবেল (২৮)। তিনি উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী এলাকার বাসিন্দা।
শাহপুরী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, কক্সবাজার-টেকনাফ আঞ্চলিক মহাসড়কের কক্সবাজারগামী বিভিন্ন পরিবহন থেকে চাঁদাবাজি করছে এমন তথ্য পায় হাইওয়ে পুলিশ। এই তথ্যের ভিত্তিতে শাহপুরী হাইওয়ে থানার এসআই সুমন তালুকদারের নেতৃত্বে অভিযান হয়। এ সময় রুবেলকে হাতেনাতে আটক করা হয়।
ওসি আরও জানান, তার কাছ থেকে চাঁদাবাজির ৮৩০ টাকা এবং চাঁদা আদায়ের রশিদ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে রুবেলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।