মানিকগঞ্জে মিতা সরকার (৩৫) তার সাত বছর বয়সী ছেলে রসু মণ্ডলকে বিষপান করিয়েছেন বলে অভিযোগ উঠেছে। পরে তিনি নিজেও বিষপান করেন। এতে শিশুর মৃত্যু হলেও মিতা সরকার গুরুতর অবস্থায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন। শনিবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি স্থানীয়দের বরাতে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রউফ সরকার সাংবাদিকদের জানান।
মিতা সরকার তার মাকে নিয়ে মানিকগঞ্জ শহরের গঙ্গাধরপট্টি এলাকার খান মজলিস টাওয়ারে ভাড়া বাসায় থাকতেন। তিনি ট্রমা সেন্টার নামের একটি বেসরকারি হাসপাতালের চিকিৎসক।
মিতা সরকারের সাবেক স্বামীর বাবা ও নিহত রসু মণ্ডলের দাদা রঞ্জিত কুমার মণ্ডল জানান, তার ছেলে রঞ্জন কুমার মণ্ডলের সঙ্গে মিতা সরকারের প্রায় ১০ বছর আগে বিয়ে হয়। কিন্তু পারিবারিক কলহের কারণে এক বছর আগে তাদের ডিভোর্স হয়।
তিনি বলেন, ‘শনিবার (৩০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে বাসার কাজের মেয়ের কাছ থেকে জানতে পারি তার নাতিকে বিষপান করে হত্যার পর মিতা নিজেও বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছেন। তবে কী কারণে এমনটা করলেন তা জানি না।’
সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রউফ সরকার বলেন, ‘এ ব্যপারে এখনও কেউ কোনো অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
মন্তব্য করুন