হবিগঞ্জের বাহুবলে জমি সংক্রান্ত বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ সময় অন্তত ২০ জন আহত হয়েছেন।
শনিবার (৩০ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে উপজেলার কামারগাঁও গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। গুরুতর আহতদের মধ্যে ১০ জনকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতরা হলেন, বাহুবল উপজেলার কামারগাঁও গ্রামের চেরাগ আলীর ছেলে ইউসুফ মিয়া ও একই গ্রামের হাসান আলীর ছেলে উস্তার মিয়া।
স্থানীয়রা জানান, জেলার বাহুবল উপজেলার কামারগাও গ্রামের মকসুদ মিয়ার সঙ্গে একই গ্রামের ইউসুফ মিয়ার মধ্যে জমি নিয়ে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছে। এরই জের ধরে শনিবার রাতে দুপক্ষের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়। এতে গুরুতর আহতাবস্থায় ইউসুফ ও উস্তারকে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) শামসুল ইসলাম শামস বলেন, আমরা দুজনের মৃত্যুর সংবাদ পেয়েছি। জমি নিয়ে দীর্ঘদিন যাবৎ তাদের মধ্যে বিরোধ চলে আসছিল। এ নিয়ে রাত ১০টার দিকে তারা সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষের পর ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও জানান তিনি।
মন্তব্য করুন