চাটমোহর (পাবনা) প্রতিনিধি
প্রকাশ : ০২ অক্টোবর ২০২৩, ০২:১৮ পিএম
অনলাইন সংস্করণ

বিয়ের অনুষ্ঠানে ছবি তোলা কেন্দ্র করে ভাঙচুর, পুলিশে সোপর্দ ৩

পাবনার চাটমোহরে বিয়েবাড়িতে হামলার পর আনন্দ অনুষ্ঠানে ভাটা পড়ে। ছবি : কালবেলা
পাবনার চাটমোহরে বিয়েবাড়িতে হামলার পর আনন্দ অনুষ্ঠানে ভাটা পড়ে। ছবি : কালবেলা

পাবনার চাটমোহরে এক বিয়েবাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। রোববার (১ অক্টোবর) বিকেল ৪টার দিকে ঘটনার পর এলাকাবাসী তিন যুবককে আটক করে পুলিশে সোপর্দ করে। পুলিশ ঘটনাস্থল থেকে হামলাকারীদের ফেলে যাওয়া পাঁচটি মোটরসাইকেল জব্দ করেছে। এ ঘটনায় চাটমোহর থানায় লিখিত অভিযোগ করেছেন কনে। ছবি তোলাকে কেন্দ্র করে হামলার সূত্রপাত বলে জানা গেছে।

আটককৃতরা হলেন চাটমোহর পৌর সদরের চৌধুরীপাড়া মহল্লার সুমন আকন্দ (২২), নাটোরের বড়াইগ্রাম উপজেলার পারবোর্নি গ্রামের মুকুল ক্রুস (২৫) ও একই উপজেলার বোর্নি গ্রামের অমিত গোমেজ (২৮)।

কনে দীপা ইউজিনা কস্তা থানায় লিখিত অভিযোগে জানান, রোববার বিকেলে তার বাবার বাড়িতে বৌভাতের অনুষ্ঠানে বরযাত্রী ও অন্যান্য আত্মীয়স্বজনদের খাওয়াদাওয়া চলছিল। এ সময় উল্লেখিত তিনজনসহ অজ্ঞাতনামা কয়েকজন পাঁচটি মোটরসাইকেলে করে অনুষ্ঠানস্থলে প্রবেশ করেন। তারা অতিথিদের জন্য রান্না করা খাবার মাটিতে ফেলে দেন এবং চেয়ার টেবিল ভাঙচুর করেন।

দীপা আরও জানান, ‘বাড়ির লোকজন হামলাকারীদের বাধা দিতে গেলে লাঠিসোঁটা দিয়ে তাদের মারধর করা হয়। একপর্যায়ে আমি তাদের নিষেধ করতে গেলে তারা আমাকেও আঘাত করেন। এ সময় স্থানীয় লোকজন ও আমার স্বজনরা হামলাকারীদের মধ্যে উল্লিখিত তিনজনকে আটক করে। অন্যরা মোটরসাইকেল ফেলে পালিয়ে যান। থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে তিনজনকে আটক ও পাঁচটি মোটরসাইকেল জব্দ করে।’

অভিযোগকারী দীপার বাবা সুনীল কস্তা বলেন, ‘বাড়িতে বৌভাতের অনুষ্ঠান চলছিল। হঠাৎ করেই হামলাকারীরা এসে খাবার ফেলে দেয় এবং আমার আত্মীয়স্বজনকে মারপিট করে। অন্যরা বাধা দিতে গেলে তাদেরকেও মারধর করে। আমি এর সুষ্ঠু বিচার চাই।’

এ ব্যাপারে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা বলেন, ‘বিয়ে বাড়িতে ছবি তোলাকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত হয়। তারা নিজেরাই আত্মীয়স্বজন বলে জানা গেছে। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। সোমবার (২ অক্টোবর) আটককৃতদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সালমান এফ রহমান ৪ দিনের রিমান্ডে

ধানের শীষের ২৯২ প্রার্থীর মধ্যে ২৩৭ জনই উচ্চশিক্ষিত : মাহদী আমিন

ডাকসু থেকে পদত্যাগের সিদ্ধান্ত সর্বমিত্র চাকমার

ভোটের পরেও যে কারণে প্রার্থীর বিরুদ্ধে ব্যবস্থা নেবে ইসি

বিএনপি ক্ষমতায় গেলে ৪ কোটি মানুষ ফ্যামিলি কার্ড পাবে : বাবুল

ঋণখেলাপি-দ্বৈত নাগরিকত্বের প্রমাণ পেলে ভোটের পরও ব্যবস্থা : ইসি মাছউদ

জামায়াত প্রার্থীকে সমর্থন দিয়ে মাঠ ছাড়লেন আরেক নেতা

ধর্মের অপব্যবহার করে নির্বাচনে প্রভাবচেষ্টা আইনত অপরাধ : মাহদী আমিন

সাবেক প্রেমিকের বিয়ে মেনে নিতে না পেরে নারীর জঘন্য কাণ্ড

জুলাই হত্যার দুই মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

১০

রাবিতে ছাদখোলা বাসে বিপিএলের ট্রফি হাতে শান্ত-মুশফিক

১১

বিশ্বকাপে অংশগ্রহণের অনুমতি পাচ্ছে না পাকিস্তান!

১২

সাতক্ষীরায় অজ্ঞাত মরদেহ উদ্ধার

১৩

কেন উত্তর দিকে মাথা রেখে ঘুমানো মানা

১৪

প্রাথমিক শিক্ষক নিয়োগে যেসব জেলার মৌখিক পরীক্ষার সূচি প্রকাশ

১৫

বিএনপির প্রার্থী মঞ্জুরুলের আপিলের শুনানি পেছাল

১৬

বিএনপির আরও ২ নেতা বহিষ্কার

১৭

আগামী ১০ ফেব্রুয়ারি বিশেষ ছুটি

১৮

আমি প্রেম করছি: বাঁধন

১৯

ফিলিপাইনে ফেরিডুবির ঘটনায় মৃত্যু বেড়ে ১৮

২০
X