বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি
প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৩, ০৮:০৫ পিএম
অনলাইন সংস্করণ

চাকরি না পেয়ে স্কুলের প্রবেশপথে দিলেন বেড়া

জামনগর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রবেশপথে বাঁশের বেড়া দেওয়ার ঘটনা ঘটে। ছবি : কালবেলা
জামনগর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রবেশপথে বাঁশের বেড়া দেওয়ার ঘটনা ঘটে। ছবি : কালবেলা

নাটোরের বাগাতিপাড়ায় নৈশপ্রহরী পদে চাকরি না পেয়ে বাঁশের বেড়া দিয়ে স্কুলের প্রবেশপথ বন্ধ করে দেন জমির মালিক। চার ঘণ্টা বন্ধ থাকার পর কর্তৃপক্ষের চেষ্টায় শিক্ষক-শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াতের পথ থেকে বেড়া সরিয়ে চলাচলের জন্য উন্মুক্ত করা হয়। সোমবার (২ অক্টোবর) উপজেলার জামনগর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

জানা যায়, বিদ্যালয়ে প্রবেশের একমাত্র পথটি যে জমির ওপর দিয়ে তার মালিক জামনগর ঘোষপাড়া এলাকার বাসিন্দা মৃত নাজিম উদ্দীন। ১৯৯৬ সালে বিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে যাতায়াতের জন্য তার জমি ব্যবহার করা হয়। রাস্তা হিসেবে ব্যবহারের বিনিময়ে জমির মালিক কোনো অর্থ না নিলেও দাবি ছিল পরিবারের যে কোনো সদস্যকে বিদ্যালয়ে চাকরি দেওয়ার।

গত বছরের অক্টোবর মাসে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে বিদ্যালয় কর্তৃপক্ষ। বিজ্ঞপ্তি দেখে জমির মালিকের ছেলে রিয়েল আহম্মেদ নৈশপ্রহরী পদে চাকরির জন্য আবেদন করেন। কিন্তু রিয়েল আহম্মেদ চাকরি না পেয়ে চাকরি পান অন্য প্রার্থী। চাকরি না পাওয়ায় সোমবার (২ অক্টোবর) জমির মালিকের দুই ছেলে বাঁশের বেড়া দিয়ে বিদ্যালয়ে প্রবেশের রাস্তা বন্ধ করে দেন।

মালিকের বড় ছেলে জুয়েল রানা বলেন, ‘‘স্কুল কর্তৃপক্ষ দীর্ঘদিন আমাদের জমি ব্যবহার করলেও বিনিময়ে আমরা কিছুই পাইনি। গত বছর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের পর আমার ভাইকে চাকরি দেওয়ার কথা ছিল। কিন্তু পরে স্কুল কর্তৃপক্ষ আমার ভাইকে না নিয়ে অন্য একজনকে নিয়োগ দেয়। প্রতিশ্রুতি দিয়েও চাকরি না দেওয়ায় আমরা প্রধান শিক্ষককে জানালে তিনি বলেন, ‘তোমাদের জমির রাস্তা তোমরা চাইলে বন্ধ করে দিতে পারো। প্রয়োজনে আমরা বিকল্প রাস্তা তৈরি করব’।’’

জামনগর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাজেরা খাতুন বলেন, ‘এর আগেও তারা এই জমি নিয়ে ঝামেলা করে। জমির কাগজপত্র দেখাতে বললেও তারা এখনো পর্যন্ত তা দেখাতে পারেনি। হঠাৎ করে ওরা স্কুলের শিক্ষক-শিক্ষার্থীদের চলাচলের রাস্তাটা বাঁশের বেড়া দিয়ে বন্ধ করে দেয়। পরে প্রশাসনের সহায়তায় রাস্তাটি খুলে দেওয়া হয়।’

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবদুর রাজ্জাক বলেন, ‘জমির মালিক বিদ্যালয়ের প্রবেশপথে বাঁশের বেড়া দিয়েছিল। বিষয়টি জানতে পেরে সেখানে গিয়ে জমি মালিকদের সঙ্গে কথা বলে বেড়া সরিয়ে দেওয়া হয়েছে।’

বাগাতিপাড়া মডেল থানার ওসি শফিউল আযম খান বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে বেড়া উচ্ছেদ করা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিয়ে করলেন অভিনেত্রী মম

প্রথম রূপায়ণ আর্মড ফোর্সেস গলফ টুর্নামেন্টের উদ্বোধন

অসহায়দের জন্য বিনামূল্যে গাড়ি সেবা চালু করলেন সেই রায়হান

পুলিশের ৩ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি

সেদিন রাতে ডিবি কার্যালয়ে খাবার মেন্যু কী ছিল, জানালেন সাংবাদিক সোহেল

বরিশালে ডেঙ্গুতে শিশুসহ দুজনের মৃত্যু, আক্রান্ত ছাড়াল ২০ হাজারে

বিএনপির রাজনীতিতে হোন্ডা র‍্যালি নাই-গুন্ডা র‍্যালি নাই : এ্যানি

গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনালে অদম্য কালবেলা

রাজধানীর বিজয় সরণিতে মিনিস্টার গ্যালারির যাত্রা শুরু

মার্কিন চাপে নতি স্বীকার ভারতের

১০

শীতে ফ্যাশনের নতুন ধরন নিয়ে এলো ভারগো

১১

অ্যান্টিবায়োটিক বিক্রি নিয়ন্ত্রণে ঔষধ প্রশাসনের নতুন নির্দেশনা

১২

মানুষ পুলিশের ক্ষমতা নয়, দায়িত্ব পালন দেখতে চায় : ঢাকা মহানগর দায়রা জজ  

১৩

নায়ক সোহেল রানা ও রুবেলের ভাই প্রযোজক কামাল পারভেজ আর নেই

১৪

পাওনা টাকার জেরে কৃষকের গরু নিয়ে গেলেন জামায়াত নেতা

১৫

অ্যাশেজ সিরিজ : হেডের বিশ্বরেকর্ড, দুদিনেই পার্থ টেস্ট অজিদের

১৬

থানায় হানা দিয়ে পুলিশের কুকুরের ঘাড় কামড়ে নিয়ে গেল চিতাবাঘ

১৭

সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত

১৮

রক্তে জমা বিষাক্ত উপাদান কমাবে ঘরোয়া ৫ খাবার

১৯

প্রতিপক্ষের জালে বাংলাদেশ দিল ৫ গোল

২০
X