শনিবার, ২৩ আগস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২
বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি
প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৩, ০৮:০৫ পিএম
অনলাইন সংস্করণ

চাকরি না পেয়ে স্কুলের প্রবেশপথে দিলেন বেড়া

জামনগর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রবেশপথে বাঁশের বেড়া দেওয়ার ঘটনা ঘটে। ছবি : কালবেলা
জামনগর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রবেশপথে বাঁশের বেড়া দেওয়ার ঘটনা ঘটে। ছবি : কালবেলা

নাটোরের বাগাতিপাড়ায় নৈশপ্রহরী পদে চাকরি না পেয়ে বাঁশের বেড়া দিয়ে স্কুলের প্রবেশপথ বন্ধ করে দেন জমির মালিক। চার ঘণ্টা বন্ধ থাকার পর কর্তৃপক্ষের চেষ্টায় শিক্ষক-শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াতের পথ থেকে বেড়া সরিয়ে চলাচলের জন্য উন্মুক্ত করা হয়। সোমবার (২ অক্টোবর) উপজেলার জামনগর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

জানা যায়, বিদ্যালয়ে প্রবেশের একমাত্র পথটি যে জমির ওপর দিয়ে তার মালিক জামনগর ঘোষপাড়া এলাকার বাসিন্দা মৃত নাজিম উদ্দীন। ১৯৯৬ সালে বিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে যাতায়াতের জন্য তার জমি ব্যবহার করা হয়। রাস্তা হিসেবে ব্যবহারের বিনিময়ে জমির মালিক কোনো অর্থ না নিলেও দাবি ছিল পরিবারের যে কোনো সদস্যকে বিদ্যালয়ে চাকরি দেওয়ার।

গত বছরের অক্টোবর মাসে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে বিদ্যালয় কর্তৃপক্ষ। বিজ্ঞপ্তি দেখে জমির মালিকের ছেলে রিয়েল আহম্মেদ নৈশপ্রহরী পদে চাকরির জন্য আবেদন করেন। কিন্তু রিয়েল আহম্মেদ চাকরি না পেয়ে চাকরি পান অন্য প্রার্থী। চাকরি না পাওয়ায় সোমবার (২ অক্টোবর) জমির মালিকের দুই ছেলে বাঁশের বেড়া দিয়ে বিদ্যালয়ে প্রবেশের রাস্তা বন্ধ করে দেন।

মালিকের বড় ছেলে জুয়েল রানা বলেন, ‘‘স্কুল কর্তৃপক্ষ দীর্ঘদিন আমাদের জমি ব্যবহার করলেও বিনিময়ে আমরা কিছুই পাইনি। গত বছর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের পর আমার ভাইকে চাকরি দেওয়ার কথা ছিল। কিন্তু পরে স্কুল কর্তৃপক্ষ আমার ভাইকে না নিয়ে অন্য একজনকে নিয়োগ দেয়। প্রতিশ্রুতি দিয়েও চাকরি না দেওয়ায় আমরা প্রধান শিক্ষককে জানালে তিনি বলেন, ‘তোমাদের জমির রাস্তা তোমরা চাইলে বন্ধ করে দিতে পারো। প্রয়োজনে আমরা বিকল্প রাস্তা তৈরি করব’।’’

জামনগর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাজেরা খাতুন বলেন, ‘এর আগেও তারা এই জমি নিয়ে ঝামেলা করে। জমির কাগজপত্র দেখাতে বললেও তারা এখনো পর্যন্ত তা দেখাতে পারেনি। হঠাৎ করে ওরা স্কুলের শিক্ষক-শিক্ষার্থীদের চলাচলের রাস্তাটা বাঁশের বেড়া দিয়ে বন্ধ করে দেয়। পরে প্রশাসনের সহায়তায় রাস্তাটি খুলে দেওয়া হয়।’

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবদুর রাজ্জাক বলেন, ‘জমির মালিক বিদ্যালয়ের প্রবেশপথে বাঁশের বেড়া দিয়েছিল। বিষয়টি জানতে পেরে সেখানে গিয়ে জমি মালিকদের সঙ্গে কথা বলে বেড়া সরিয়ে দেওয়া হয়েছে।’

বাগাতিপাড়া মডেল থানার ওসি শফিউল আযম খান বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে বেড়া উচ্ছেদ করা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঘুষ কেলেঙ্কারিতে পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

প্রবীণদের বিশেষ যত্ন নিয়ে বার্ধক্যের প্রস্তুতি নিন: স্বাস্থ্য সচিব

বিভুরঞ্জন সরকারের মৃত্যু অনাকাঙ্ক্ষিত: রাষ্ট্রদূত আনসারী

লা লিগার কাছে যে অনুরোধ করতে চায় বার্সা

‘নির্বাচনে আমলাদেরকে নিরপেক্ষ ভূমিকা পালন করে গ্রহণযোগ্যতার প্রমাণ দিতে হবে’

সাবেক এডিসি শচীন মৌলিক কারাগারে

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ঢাকা আসছেন শনিবার, যেসব বিষয়ে আলোচনা

সিদ্ধিরগঞ্জে হেফাজতে ইসলামের শানে রিসালাত সম্মেলন

শেষ দিনেও ‘জুলাই সনদ’ নিয়ে মতামত দেয়নি ৭ রাজনৈতিক দল

ইউরোপের লিগগুলোতে দল কমানোর প্রস্তাব ব্রাজিল কোচ আনচেলত্তির

১০

নেপালে মার্কিন কর্মকর্তার সঙ্গে বৈঠকের প্রচার, তাসনিম জারার ব্যাখ্যা

১১

মাওয়া এক্সপ্রেসওয়ে মৃত্যুর মিছিল, তিন বছরে প্রাণ হারান ১৮৩ জন

১২

স্বর্ণ ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি 

১৩

সুদ দিতে না পারায় বসতঘরে তালা, বারান্দায় রিকশাচালকের পরিবার

১৪

দেশ বাঁচাতে পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে হবে : চরমোনাই পীর

১৫

এএসপির বাসায় চাঁদাবাজি-ভাঙচুর, যুবলীগ নেতা গ্রেপ্তার

১৬

জেলের জালে বড় ইলিশ, ৯ হাজারে বিক্রি 

১৭

এমপিওভুক্ত শিক্ষকদের বেতন নিয়ে নতুন নির্দেশনা

১৮

আগামী সংসদ প্রথম তিন মাস ‘সংবিধান সংস্কার সভা’ হিসেবে কাজ করার প্রস্তাব

১৯

ধরলার তীব্র ভাঙন, টেকসই বাঁধ নির্মাণের দাবি

২০
X