পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৩, ১০:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

পঞ্চগড়ে ইউপি সদস্যর রহস্যজনক মৃত্যু

নিহত ইউপি সদস্য রমজান আলী। ছবি : কালবেলা
নিহত ইউপি সদস্য রমজান আলী। ছবি : কালবেলা

পঞ্চগড়ের বোদা উপজেলায় স্থানীয় এক বাজার থেকে বাড়ি ফেরার পথে রমজান আলী নামে এক ইউপি সদস্যর রহস্যজনক মৃত্যু হয়েছে। সোমবার (২ অক্টোবার) রাত ৮টায় উপজেলার কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়নের কাজলদিঘী বাজার সংলগ্ন হাফিজুল নামে স্থানীয় এক ব্যাক্তির করাত কলের সামনে টুনিরহাট-ভাউলাগঞ্জ সড়কের ধারে রক্তাক্ত অবস্থায় তাকে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।

স্থানীয়রা তাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়। পরে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোর ৬ টায় তার মৃত্যু হয়।

এদিকে তার মরদেহ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ বোদা থানা পুলিশের মাধ্যেমে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ। তবে স্থানীয়রা সড়ক দুর্ঘটনায় নিহতের ধারণা করলেও পরিবারের সদস্যরা হত্যাকাণ্ড বলে মনে করছেন।

নিহত রমজান আলী বোদা উপজেলার কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের সদস্য। তার বাড়ি ইউনিয়নের দলুয়া পাড়া এলাকায়। তিনি ওই এলাকার হাফিজ উদ্দীন ছেলে।

স্থানীয় মানুষজন ও পরিবারের বরাত দিয়ে কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের সদস্য আব্দুর রশিদ বলেন, জমি সংক্রান্ত একটি মিথ্যা মামলায় ১৭ দিন কারাবাস খেটে গত ১ অক্টোবর বাসায় ফেরেন ইউপি সদস্য রমজান আলী। গতকাল রাত ৮টার দিকে ইউনিয়নের পানিডুবি বাজার থেকে ব্যাক্তিগত কাজ শেষে বাসায় ফিরছিলেন। পরে তিনি ইউনিয়নের কাজলদিঘী বাজার সংলগ্ন হাফিজুল নামে স্থানীয় এক ব্যাক্তির করাত কলের সামনে পৌঁছলে টুনিরহাট-ভাউলাগঞ্জ সড়কের পশ্চিমপাশে টুনিরহাট মুখী গাছ বোঝাই একটি ট্রাক্টরের পেছনে তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে তাকে প্রথমে পঞ্চগড় হাসপাতালে ও পরে রংপুর মেডিকেলে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সেখানে তার মৃত্যু হয়।

তিনি আরও বলেন, নিহতের পরিবারের ধারণা ওই মিথ্যা মামলার বাদী পক্ষ তাকে হত্যা করতে পারেন। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে একটি মামলার দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

বোদা থানার ওসি সুজয় কুমার রায় বলেন, ওই ইউপি সদস্য কাজলদিঘী বাজার সংলগ্ন একটি করাত কলের সামনে দাড়িয়ে থাকা একটি ট্রাক্টরের সাথে ধাক্কা খেয়ে আহত হয়েছেন বলে স্থানীয়দের মাধ্যেমে জেনেছি। পরে রংপুরে তিনি মৃত্যুবরণ করেন। মরদেহ সুরতহাল করে ময়নাতদন্তে পাঠিয়েছে রংপুর পুলিশ। আমাদের কাছে ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর কারণ বলা যাবে। এ ঘটনায় বোদা থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হবে। তবে নিহতের পরিবারের সদস্যরা মামলা করলে তদন্ত করে আইন অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেবিন ক্রুদের আসল কাজ কী

দেশে কত দামে স্বর্ণ বিক্রি হচ্ছে আজ

বিদেশগামী শিক্ষার্থীদের বড় সুখবর দিল সরকার

জাতীয় দলের কোচিং স্টাফে এবার আইপিএলে কাজ করা অ্যানালিস্ট

আমরা লক্ষ্য অর্জনের দ্বারপ্রান্তে : নেতানিয়াহু

৩ প্যাকেট কাঁচা নুডলস খেয়ে ১৩ বছরের কিশোরের করুণ পরিণতি

তিস্তার বন্যায় কৃষকের স্বপ্ন ভাসছে অনিশ্চয়তার অথৈ জলে

ব্যাংকিং টিপস / ব্যাংকের সুদের হার ও চার্জ সম্পর্কে সচেতন থাকুন

শতভাগ লুটপাটমুক্ত দল জামায়াতে ইসলামী : ড. মোবারক

মায়ের মৃত্যুর খবর শুনে হাসপাতালে এসে মারা গেলেন ছেলেও

১০

ঢাকায় বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের বার্তা

১১

সিঙ্গারে চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

১২

মেসিহীন মায়ামিকে বাঁচাল রদ্রিগেজের দুর্দান্ত গোল

১৩

গাজায় যেভাবে দুর্ভিক্ষ নেমে এলো

১৪

লেভান্তের মাঠে বার্সার রোমাঞ্চকর জয়

১৫

যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

১৬

আকিজ গ্রুপে চাকরি, বেতন ছাড়াও থাকবে নানা সুবিধা 

১৭

বাগেরহাটে সকাল-সন্ধ্যা হরতাল

১৮

যুদ্ধবিমানের ইঞ্জিন তৈরি করছে ভারত

১৯

২৪ আগস্ট : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

২০
X