জামালপুরের বকশীগঞ্জে তাসলিমা নামে এক নারী একসঙ্গে তিন সন্তান প্রসব করেছেন। বুধবার (৪ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় গোওয়ালগাঁও মধ্যপাড়ার পিত্রালয়ে নরমাল ডেলিভারির মাধ্যমে তিন সন্তানের জন্ম দেন তিনি। তিনজনই কন্যাসন্তান।
তাসলিমা বেগম গোয়ালগাঁও মধ্যপাড়ার দিনমজুর নীল বাদশার মেয়ে। তার স্বামী হালিম মিয়া অটোরিকশা চালক।
তিন সন্তান ও মা সুস্থ আছেন বলে জানিয়েছেন প্রসূতির স্বামী হালিম মিয়া।
এ ব্যাপারে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আজিজুল হক জানান, নিজ বাড়িতে ডেলিভারি হলেও আমাদের লোকজন খোঁজখবর রাখছেন। বাচ্চার ওজন ঠিক থাকলে এবং মায়ের দুধ টেনে খেলে কোনো সমস্যা হবে না। তার পরেও আমাদের তদারকি অব্যাহত আছে।
বকশীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার অহনা জিন্নাত জানান, উপজেলা প্রশাসন সেই প্রসূতির পাশে থাকবে।
মন্তব্য করুন