জামালপুর সদর উপজেলার ইটাইল ইউনিয়নে পুকুরের পানিতে ডুবে হিমি (৬) ও কাপসিয়া (৯) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২০ জুন) বিকেলে তাদের মৃত্যু হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে ইউনিয়নের গাংকান্দা গ্রামের হিমি ও কাপসিয়া খেলতে গিয়ে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির এক পর্যায়ে কাসপিয়ার বাবা সন্ধ্যা ৬টার দিকে শিশু দুটিকে পার্শ্ববর্তী পুকুর থেকে মৃত অবস্থায় উদ্ধার করেন।
ইটাইল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট হাফিজুর রহমান স্বপন বিষয়টি নিশ্চিত করে বলেন, শিশু দুটি খেলতে গিয়ে নিখোঁজ হয়। পরে পার্শ্ববর্তী পুকুর থেকে কাসপিয়ার বাবা তাদের মরদেহ উদ্ধার করেন।
জামালপুর সদর থানার ওসি কাজী শাহনেওয়াজ জানান, খেলতে গিয়ে দুই শিশু নিহতের ঘটনায় শিশুদের পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য করুন