মঙ্গলবার, ২৬ আগস্ট ২০২৫, ১১ ভাদ্র ১৪৩২
বরিশাল ব্যুরো
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৩, ০৭:০৭ পিএম
আপডেট : ০১ নভেম্বর ২০২৪, ০৩:৪৫ পিএম
অনলাইন সংস্করণ
ছাত্র সমাবেশে মেয়র সাদিক আবদুল্লাহ

‘আ.লীগের যারা বলেন উন্নয়ন হয়নি, তাদের দলে প্রয়োজন নাই’

সদর উপজেলা ছাত্রলীগ আয়োজিত ‘ছাত্র সমাবেশে’ সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। ছবি : কালবেলা
সদর উপজেলা ছাত্রলীগ আয়োজিত ‘ছাত্র সমাবেশে’ সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। ছবি : কালবেলা

এই সরকারের সব উন্নয়ন স্মার্টফোনের মাধ্যমে সবাইকে প্রচার করতে হবে বলে জানিয়েছেন বরিশাল সিটি মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ।

তিনি বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী বলছেন, সারা দেশে উন্নয়ন হয়েছে। বিশেষ করে দক্ষিণাঞ্চলে উন্নয়ন হয়েছে। অথচ যারা এই দলের সিল-সাইনবোর্ড লাগিয়ে বলেন; উন্নয়ন হয়নি, তাদের এই দলে প্রয়োজন নাই। নির্বাচন নিয়ে সব ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকতে হবে।’

শনিবার (৭ অক্টোবর) বিকেলে বরিশাল নগরীর সদর রোডে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে সদর উপজেলা ছাত্রলীগ আয়োজিত ‘ছাত্র সমাবেশে’ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বসিক মেয়র।

এ সময় সাদিক আবদুল্লাহ ছাত্রলীগের নেতাকর্মীদের উদ্দেশে বলেন, আপনারা ব্যানার-সাইনবোর্ডে লিখেছেন আমাকে বরিশাল সদর আসনের সংসদ সদস্য হিসেবে দেখতে চান। আপনারা এটা চাইতেই পারেন। এটা আপনাদের গণতান্ত্রিক অধিকার। তবে আমি বলব, মাননীয় প্রধানমন্ত্রী যাকেই বরিশাল সদর আসনে মনোনয়ন দিবেন, যিনি নৌকা মার্কা নিয়ে আসবেন, আমরা তার পক্ষেই কাজ করব। নৌকা মার্কা আমাদের মাথার তাজ। তাই নৌকা মার্কাকে বিজয়ী করে জননেত্রী, মানবতার মা শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে।

সাদিক আবদুল্লাহ বলেন, ‘সামনে জাতীয় নির্বাচন, সবাইকে চোখ-কান খোলা রাখতে হবে। অনেক ষড়যন্ত্র হচ্ছে, গুজব ছড়ানো হচ্ছে। এগুলো দেখে বসে থাকলে চলবে না। সব ষড়যন্ত্র প্রতিহত করতে হবে। এই সরকারের সব উন্নয়ন স্মার্টফোনের মাধ্যমে সবাইকে প্রচার করতে হবে।

বরিশাল সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি শওকত হোসেন অপুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আশিকুর রহমান সুজনের সঞ্চালনায় ছাত্র সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মহানগর আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট একেএম জাহাঙ্গীর, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুস, জেলা ছাত্রলীগের সভাপতি হেমায়েত উদ্দিন সেরনিয়াবাত সুমন ও সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক প্রমুখ।

এ ছাড়াও অন্যাদের মধ্যে জ্যেষ্ঠ আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা মাহাবুব উদ্দিন আহমেদ বীরবিক্রম, বরিশাল সদর উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মনিরুল ইসলাম ছবি, বরিশাল সিটি করপোরেশনের প্যানেল মেয়র ও মহানগর আওয়ামী লীগের সহসভাপতি গাজী নঈমুল হোসেন লিটু, প্যানেল মেয়র রফিকুল ইসলাম খোকন, সদর উপজেলা যুবলীগের সভাপতি শাহ্ নেওয়াজ শাহিন প্রমুখ উপস্থিত ছিলেন।

ছাত্র সমাবেশের পূর্বে দুপুর ২টার পর থেকেই বরিশাল সদর উপজেলার চরকাউয়া, চরমোনাই, চরবাড়িয়া, টুঙ্গিবাড়িয়া, কাশীপুর, জাগুয়া, রায়পাশা-কড়াপুর, শায়েস্তাবাদ, চন্দ্রমোহন ও চাঁদপুরা ইউনিয়ন থেকে ছাত্রলীগের নেতা-কর্মীরা সুসজ্জিত টি-শার্ট, ক্যাপ এবং ব্যানার-প্ল্যাকার্ড হাতে মিছিল নিয়ে শহীদ মিনার চত্বরে এসে জড়ো হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাহীনুল ইসলামের বিরুদ্ধে বিতর্ক, অর্থপাচার বিরোধী অভিযানে চাপ

অভিনেত্রী জাহানারা ভূঁইয়া মারা গেছেন

ঢাকা শিশু হাসপাতাল শাখা ড্যাবের নতুন দায়িত্বে ডা. ফারুক

এনসিপির আরও চার নেতার পদত্যাগ 

হাইকোর্টের বিচারপতি হলেন সারজিসের শ্বশুর লুৎফর রহমান

ডাকসু নির্বাচনে প্রচারণার বিধিমালা প্রকাশ

হাসনাতকে ‌‘ফকিন্নির বাচ্চা’ বললেন রুমিন ফারহানা

বিজিবির কাছে ৫ বাংলাদেশিকে হস্তান্তর করল বিএসএফ

চুরির অভিযোগ, গণপিটুনিতে যুবক নিহত

সংবিধানের মূলনীতি থেকে আমরা সরে যাচ্ছি : ড. কামাল হোসেন

১০

রাকসু নির্বাচনে ভোটাধিকারের দাবিতে নবীন শিক্ষার্থীদের বিক্ষোভ

১১

চট্টগ্রামের মিষ্টি কারখানায় স্বাস্থ্যঝুঁকি, মধুবন ফুডকে জরিমানা

১২

আশুলিয়ায় সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান গ্রেপ্তার

১৩

জাবির সাবেক সহকারী প্রক্টর জনি রিমান্ডে

১৪

প্রাণনাশের শঙ্কায় ভুগছেন ফজলুর রহমান, চাইলেন নিরাপত্তা

১৫

বাংলাদেশ সফর নিয়ে ইসহাক দারের প্রতিক্রিয়া

১৬

অপ্রতুল বিনিয়োগের কারণে চিকিৎসার মান কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছায়নি : ডা. রফিক 

১৭

মোদিকে চ্যালেঞ্জ জানানো থালাপতির উত্থানের গল্প

১৮

চট্টগ্রামের নগরায়ণ সংকটে শহরবাসী, মাস্টারপ্ল্যান বাস্তবায়ন নেই

১৯

মুন্সীগঞ্জে পুলিশ ক্যাম্পে সন্ত্রাসী হামলা, ব্যাপক গোলাগুলি

২০
X