বরিশাল ব্যুরো
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৩, ০৭:০৭ পিএম
আপডেট : ০১ নভেম্বর ২০২৪, ০৩:৪৫ পিএম
অনলাইন সংস্করণ
ছাত্র সমাবেশে মেয়র সাদিক আবদুল্লাহ

‘আ.লীগের যারা বলেন উন্নয়ন হয়নি, তাদের দলে প্রয়োজন নাই’

সদর উপজেলা ছাত্রলীগ আয়োজিত ‘ছাত্র সমাবেশে’ সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। ছবি : কালবেলা
সদর উপজেলা ছাত্রলীগ আয়োজিত ‘ছাত্র সমাবেশে’ সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। ছবি : কালবেলা

এই সরকারের সব উন্নয়ন স্মার্টফোনের মাধ্যমে সবাইকে প্রচার করতে হবে বলে জানিয়েছেন বরিশাল সিটি মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ।

তিনি বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী বলছেন, সারা দেশে উন্নয়ন হয়েছে। বিশেষ করে দক্ষিণাঞ্চলে উন্নয়ন হয়েছে। অথচ যারা এই দলের সিল-সাইনবোর্ড লাগিয়ে বলেন; উন্নয়ন হয়নি, তাদের এই দলে প্রয়োজন নাই। নির্বাচন নিয়ে সব ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকতে হবে।’

শনিবার (৭ অক্টোবর) বিকেলে বরিশাল নগরীর সদর রোডে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে সদর উপজেলা ছাত্রলীগ আয়োজিত ‘ছাত্র সমাবেশে’ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বসিক মেয়র।

এ সময় সাদিক আবদুল্লাহ ছাত্রলীগের নেতাকর্মীদের উদ্দেশে বলেন, আপনারা ব্যানার-সাইনবোর্ডে লিখেছেন আমাকে বরিশাল সদর আসনের সংসদ সদস্য হিসেবে দেখতে চান। আপনারা এটা চাইতেই পারেন। এটা আপনাদের গণতান্ত্রিক অধিকার। তবে আমি বলব, মাননীয় প্রধানমন্ত্রী যাকেই বরিশাল সদর আসনে মনোনয়ন দিবেন, যিনি নৌকা মার্কা নিয়ে আসবেন, আমরা তার পক্ষেই কাজ করব। নৌকা মার্কা আমাদের মাথার তাজ। তাই নৌকা মার্কাকে বিজয়ী করে জননেত্রী, মানবতার মা শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে।

সাদিক আবদুল্লাহ বলেন, ‘সামনে জাতীয় নির্বাচন, সবাইকে চোখ-কান খোলা রাখতে হবে। অনেক ষড়যন্ত্র হচ্ছে, গুজব ছড়ানো হচ্ছে। এগুলো দেখে বসে থাকলে চলবে না। সব ষড়যন্ত্র প্রতিহত করতে হবে। এই সরকারের সব উন্নয়ন স্মার্টফোনের মাধ্যমে সবাইকে প্রচার করতে হবে।

বরিশাল সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি শওকত হোসেন অপুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আশিকুর রহমান সুজনের সঞ্চালনায় ছাত্র সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মহানগর আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট একেএম জাহাঙ্গীর, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুস, জেলা ছাত্রলীগের সভাপতি হেমায়েত উদ্দিন সেরনিয়াবাত সুমন ও সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক প্রমুখ।

এ ছাড়াও অন্যাদের মধ্যে জ্যেষ্ঠ আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা মাহাবুব উদ্দিন আহমেদ বীরবিক্রম, বরিশাল সদর উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মনিরুল ইসলাম ছবি, বরিশাল সিটি করপোরেশনের প্যানেল মেয়র ও মহানগর আওয়ামী লীগের সহসভাপতি গাজী নঈমুল হোসেন লিটু, প্যানেল মেয়র রফিকুল ইসলাম খোকন, সদর উপজেলা যুবলীগের সভাপতি শাহ্ নেওয়াজ শাহিন প্রমুখ উপস্থিত ছিলেন।

ছাত্র সমাবেশের পূর্বে দুপুর ২টার পর থেকেই বরিশাল সদর উপজেলার চরকাউয়া, চরমোনাই, চরবাড়িয়া, টুঙ্গিবাড়িয়া, কাশীপুর, জাগুয়া, রায়পাশা-কড়াপুর, শায়েস্তাবাদ, চন্দ্রমোহন ও চাঁদপুরা ইউনিয়ন থেকে ছাত্রলীগের নেতা-কর্মীরা সুসজ্জিত টি-শার্ট, ক্যাপ এবং ব্যানার-প্ল্যাকার্ড হাতে মিছিল নিয়ে শহীদ মিনার চত্বরে এসে জড়ো হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবতরণের সময় মিগ-৩১ যুদ্ধবিমান বিধ্বস্ত

জানা গেল কবে দেশে ফিরবেন শহিদুল আলম

পচা চাল কিনে বাধ্যতামূলক অবসরে খাদ্য কর্মকর্তা

ভুল সময়ে ওজন মাপলে জানবেন ভুল তথ্য

তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালী করার দাবি সাইকেলিস্টদের

কোটি টাকার বিষ্ণু মূর্তি উদ্ধার, গ্রেপ্তার ১

ভোট নিয়ে জামায়াত আমিরের হুঁশিয়ারি

ফুটবল খেলা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ৩০

প্রাথমিকে নাচ-গানের শিক্ষক নিয়োগ বাতিলের দাবিতে খতমে নবুওয়তের বিক্ষোভ

জুলাই সনদে পিআর পদ্ধতি অন্তর্ভুক্ত করে গণভোট দিতে হবে : গোলাম পরওয়ার

১০

স্বয়ংসম্পূর্ণ দেশ গড়তে ৩১ দফার বিকল্প নেই : ড্যানী

১১

ভারতের ১৭ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

১২

অতিরিক্ত মদ্যপানে আরও চারজনের মৃত্যু

১৩

‘গণভোটের মাধ্যমেই জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে’

১৪

অযোধ্যায় ভয়ংকর বিস্ফোরণ, অভিযান চলছে

১৫

শরীর যথেষ্ট ফাইবার পাচ্ছে কিনা বুঝবেন যেভাবে

১৬

সঙ্গী আপনাকে নিয়ে আগ্রহী নন বুঝবেন যে ৬ আচরণে

১৭

৩১ দফা জনগণের মুক্তির সনদ : শরীফ উদ্দিন জুয়েল

১৮

জানা গেল ৪৯তম বিসিএসের ফল প্রকাশ কবে

১৯

সাংবাদিক হায়াতের পরিবারের পাশে খালেদা জিয়া ও তারেক রহমান

২০
X