দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি
প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৩, ১১:১৬ পিএম
অনলাইন সংস্করণ

ছেলের বিরুদ্ধে অভিযোগ নিয়ে থানায় মা

থানায় অভিযোগ নিয়ে হাজির আংগুরা বেগম। ছবি : কালবেলা
থানায় অভিযোগ নিয়ে হাজির আংগুরা বেগম। ছবি : কালবেলা

রাজশাহীর দুর্গাপুরে ছেলের বিরুদ্ধে অভিযোগ নিয়ে থানায় হাজির মা। থানায় নিজের নিরাপত্তা ও ছেলের বিচারের দাবি জানিয়েছেন ৬০ বছরের আংগুরা বেগম। অভিযুক্তরা হলেন- তার ছেলে সাইদুর রহমান এবং ছেলে বউ রুমি খাতুন।

ভ্যানচালক বাবা ও মানুষের বাড়িতে কাজ করা মা জমি বিক্রি ও ঋণ করে সন্তানকে বিদেশে পাঠিয়েছিলেন। অর্থনৈতিকভাবে সচ্ছল হয়ে ১২ বছর পর দেশে ফিরেছেন ছেলে। বর্তমানে সেই প্রবাসী ছেলে তার মায়ের নামে থাকা অবশিষ্ট ২৭ শতাংশ জমি লিখে চান এবং বিভিন্ন সময়ে মা-বাবাকে নির্যাতন করে বাড়ি থেকে বের করে দিতে চেয়েছিলেন। শুধু তা-ই নয়, রোববার স্ত্রীসহ তার ছেলে বৈদ্যুতিক শক দিয়ে তাকে হত্যাচেষ্টাও করেছিলেন। এসব অভিযোগে থানায় অভিযোগ দিয়েছেন ৬০ বছর বয়সী নারী আংগুরা বেগম।

তিনি রাজশাহীর দুর্গাপুর উপজেলার মহিপাড়া গ্রামের আকবর আলীর স্ত্রী।

ভুক্তভোগী নারী আংগুরা বেগম বলেন, রোববার ভোরে ফজরের নামাজ পড়তে উঠে দরজা খুলে সামনে পা দিতেই আমাকে জোরে ছিটকে ফেলে দেয়। এরপর আলো দিয়ে দেখি দরজার নিচ দিয়ে বিদ্যুতের তার। এ সময় চিৎকার দিলে তারা (ছেলে ও তার স্ত্রী) বিদ্যুতের তার বাইরে থেকে সরিয়ে নেয়। পরে পাড়ার লোকজন এসে আমাকে ঘর থেকে বের করে। তারা আমাকে বিদ্যুতের ফাঁদ পেতে মারতে চায়। এ নিয়ে প্রতিবাদ করলে সকালে আমার ছেলে ও তার বউ আমার সঙ্গে ঝগড়া করে।’

তিনি বলেন, ‘আমি মানুষের বাড়িতে কাজ করে, আর আমার স্বামী ভ্যান চালায়ে ছেলেকে বড় করেছি। এরপর সবকিছু বিক্রি করে তাকে বিদেশ পাঠাই। ১২ বছর পর দেশে আসার পর আমার নামে থাকা বাড়িসহ বসতভিটার ২৭ শতক জমি লেখে চায়। আমি দিতে চাইনি। এর পর থেকেই ওরা আমাকে আর আমার স্বামীর ওপর নির্যাতন শুরু করে। ছেলে আর তার বউ মিলে প্রায়ই আমাকে মারধর করে। বাড়ি থেকে বের করে দেয়। এসব নিয়ে কয়েকবার গ্রামে ও থানায় সালিশ হয়েছে। কিন্তু তাদের নির্যাতন কমেনি।’

তিনি আরও বলেন, ‘চারটা পুকুর, গ্রামে আবাদি জমি, বাজারে বাড়ি করার জমি সব ছেলের নামে লিখে দিছি। তারপরও আমার নামে থাকা বাড়িটুকু সে লেখে নেবে। তারপর আমাকে ও আমার স্বামীকে বাড়ি থেকে বের করে দেবে।’

তবে অভিযোগ অস্বীকার করেন আংগুরার ছেলে সাইদুর রহমান বলেন, ‘এমনিই আমার মা ভোরে বিদ্যুতের শক খেয়েছেন বলে নাটক করে লোকজন জড়ো করেছেন।’

এমন কোনো ঘটনা ঘটেনি দাবি করে তিনি বলেন, ‘আমার টাকা দিয়ে জমি কেনা। সেই জমি মায়ের নামে লিখে নিয়ে বাড়ি করেছে। আমরা সবাই একই বাড়িতে থাকি। দীর্ঘদিন ধরে আমাদের পারিবারিক দ্বন্দ্ব চলছে। গত শুক্রবারও আমার বোন ও জামাই আমার ওপর আক্রমণ করেছে। কিছু হলেই মা ও বোন মিলে আমার দুই সন্তানসহ বাড়ি থেকে নেমে যেতে বলে।’

এ বিষয়ে দুর্গাপুর থানার ওসি নাজমুল হক বলেন, ‘রোববার সকালে নির্যাতনের অভিযোগ নিয়ে এক বয়স্ক নারী থানায় হাজির হয়েছিলেন। তার কাছ থেকে ঘটনার বর্ণনা শোনা হয়েছে। একটি অভিযোগও নেওয়া হয়েছে। তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতে আ.লীগের রাজনৈতিক অফিস চালু নিয়ে কড়া অবস্থানে সরকার

সাতক্ষীরায় জেল পলাতক ১১ মামলার আসামি গ্রেপ্তার

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় শিক্ষিকাকে পুড়িয়ে মারার চেষ্টা স্কুলছাত্রের

শিল্টনের বিশ্বরেকর্ড ভেঙে ইতিহাস গড়লেন ব্রাজিলিয়ান গোলকিপার

ফিল্ম স্টাইলে ব্যবসায়ীর বসতঘরে গুলি

জানা গেল দিল্লির মুখ্যমন্ত্রীকে চুলের মুঠি ধরে চড় মারার কারণ

ঘরের ভেতর জামাকাপড় শুকাচ্ছেন? হতে পারে যেসব বিপদ

ডিএমপির সাবেক এডিসি নাজমুল বরখাস্ত

বৈদেশিক কর্মসংস্থানের নতুন প্ল্যাটফর্ম উদ্বোধন

পাথরকাণ্ডে দুদকের তালিকায় সেই মোকাররিম

১০

একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, দেখবেন যেভাবে

১১

‘সমন্বিত শিক্ষার্থী সংসদ’ প্যানেলে সেই মাহিন সরকারসহ প্রার্থী হলেন যারা

১২

জানা গেল আইসিসি র‍্যাঙ্কিং থেকে রোহিত-কোহলির নাম মুছে যাওয়ার কারণ

১৩

অনুমতি ছাড়া ছবি-ভিডিও ব্যবহার নিয়ে ক্ষুব্ধ প্রভা

১৪

অভিজ্ঞতা ছাড়াই অর্ধলাখের বেশি বেতনে চাকরির সুযোগ

১৫

ডিএমপির বোম ডিসপোজাল ইউনিটের উচ্চতর প্রশিক্ষণ সম্পন্ন

১৬

হাসপাতাল পরিচ্ছন্নতা অভিযানে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা

১৭

চ্যাটজিপিটির ভুল তথ্যে বিপাকে পড়লেন তরুণী

১৮

ইসলামী আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা

১৯

ইউরোপ জাপান কোরিয়ায় শ্রমিক পাঠানো নিয়ে ‘সুখবর’ দিলেন আসিফ নজরুল

২০
X