সাভার প্রতিনিধি
প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৩, ০৮:৪৬ পিএম
আপডেট : ০৮ অক্টোবর ২০২৩, ০৮:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

দাফনের ২২ দিন পর কবর থেকে লাশ উত্তোলন

সাভারে দাফনের ২২ দিন পর আদালতের নির্দেশে কবর থেকে লাশ উত্তোলন। ছবি : কালবেলা
সাভারে দাফনের ২২ দিন পর আদালতের নির্দেশে কবর থেকে লাশ উত্তোলন। ছবি : কালবেলা

ঢাকার সাভারে দাফনের ২২ দিন পর আদালতের নির্দেশে ময়নাতদন্তের জন্য মো. জামাল গোলদার নামের এক ব্যক্তির লাশ কবর থেকে তোলা হয়েছে। রোববার (৮ অক্টোবর) সকালে সাভার পৌরসভার ঘাসমহল এলাকার আল বেদা বাইতুল নূর জামে মসজিদ কবরস্থান থেকে লাশটি তুলে মর্গে পাঠায় পুলিশ।

এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সাভার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম রাসেল ইসলাম নূর ও সাভার মডেল থানা পুলিশের পরিদর্শক (ইন্টিলিজেন্স) মো. আব্দুল্লাহ বিশ্বাস উপস্থিত ছিলেন।

নিহত জামাল গোলদার (৫৩) সাভারের দক্ষিণ রাজাশন এলাকার মৃত ফরিদ গোলদারের ছেলে। তিনি পেশায় একজন জ্বালানি তেল ব্যবসায়ী ছিলেন। পাশাপাশি তার একটি গরুর খামারও ছিল।

পুলিশ জানায়, নিহত ব্যক্তির ছোট ভাই মো. ইমরান গোলদারের দায়ের করা হত্যা মামলার পরিপ্রেক্ষিতে দাফনের ২২ দিন পর আদালতের নির্দেশে লাশ উত্তোলন করে মর্গে পাঠানো হয়েছে।

মামলার বাদী ও নিহতের ছোট ভাই ইমরান গোলদার কালবেলাকে বলেন, ‘গত ১৬ সেপ্টেম্বর রাত ১১টার দিকে আমার ভাইকে আমাদের প্রতিবেশী ফোরকান হাকিম ফোন করে তার বাসায় ডেকে নিয়ে যায়। এরপর রাত ১২টার দিকে আমার কাছে ফোন আসে আমার ভাই নাকি অসুস্থ হয়ে গেছে। পরে আমি সেখানে গিয়ে দেখি আমার ভাই অজ্ঞান হয়ে পরে আছে। এ সময় ওই বাড়ির লোকজন আমাকে বলে আমার ভাই স্ট্রোক করেছেন। পরে আমার ভাইকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।’

ইমরান গোলদার আরও বলেন, ‘ঘটনার তাৎক্ষণিকতায় কোনোকিছু না বুঝেই আমার ভাইকে দাফন করা হয়। তবে ঘটনার পর থেকে ফোরকান হাকিমের বাড়ি তালাবদ্ধ দেখতে পেয়ে আমাদের মনে সন্দেহের সৃষ্টি হয়। তাই আমরা মনে করছি, আমার ভাইকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আমরা গত ১৮ সেপ্টেম্বর আদালতে গিয়ে একটি মামলা করি। পরে আজ আদালত থেকে মরদেহ উত্তোলন করে ময়নাতদন্তের জন্য বলা হয়।’

সাভার মডেল থানা পুলিশের পরিদর্শক (ইন্টিলিজেন্স) আব্দুল্লাহ বিশ্বাস বলেন, ‘জামাল গোলদার হত্যা মামলায় তার ছোট ভাইয়ের দায়ের করা মামলায় প্রতিবেশী ফোরকান হাকিম (৪৮), লোকমান হাকিম (৫১), গোফরান হাকিম (৪৫) ও কাঞ্চন শীয়ালি ওরফে দ্বীন মোহাম্মদ (৫৫) নামে ৪ ব্যক্তিকে আসামি করা হয়েছে। মামলার তদন্তের স্বার্থে তদন্তকারী কর্মকর্তাকে আদালত নিহত জামালের লাশ উত্তোলন করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর নির্দেশ দেন। ময়নাতদন্তের প্রতিবেদন আসলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশকে বড় ‘সুখবর’ দিল যুক্তরাজ্য

বিসিএস পরীক্ষার্থীদের জন্য বাসের ব্যবস্থা করল জবি প্রশাসন 

অর্থবছর শেষে কমেছে জিডিপি প্রবৃদ্ধি

মধুমতীতে বিলীন ১৪ ব্যারাক, আরও ৩টি অতিঝুঁকিতে

ভাঙার দুই দিনেও মেরামত হয়নি বেড়িবাঁধ, তলিয়েছে ঘরবাড়ি

শহীদ মীর মুগ্ধের জন্মদিনে ভাই স্নিগ্ধের আবেগঘন পোস্ট

ঢাকায় ১০ লাখ শিশুকে টাইফয়েড টিকাদানের লক্ষ্যমাত্রা, নিতে পারবে নিবন্ধন ছাড়াও

২৮ বছরের ক্রিকেট ইতিহাস নতুন করে লিখলেন ভারতীয় ওপেনার

হামাস-ইসরায়েলের সংলাপকে স্বাগত জানিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি

‘আইয়া দেখি মা-বাবাকে মাইরা খাটের ওপর বইসা রইছে’

১০

নওগাঁর সাবেক এমপি ওমর ফারুক কারাগারে

১১

হামজাদের খেলা দেখতে গেট ভেঙে স্টেডিয়ামে ঢুকলেন দর্শক

১২

শুল্ক ফাঁকি দিয়ে আমদানিকালে ৭৫ হাজার কেজি সুতা জব্দ

১৩

মায়ের লাশ আটকে সম্পত্তি ভাগ-বাঁটোয়ারা, ২০ ঘণ্টা পর দাফন

১৪

ভিনিসিয়ুস জুনিয়রের বাড়িতে অগ্নিকাণ্ড

১৫

সন্ত্রাসবিরোধী আইনে বাংলাদেশে নতুন করে দমন-পীড়ন : এইচআরডব্লিউ

১৬

রাকসু নির্বাচন / ১৬ দফার ইশতেহার দিল গণতান্ত্রিক শিক্ষার্থী পর্ষদ

১৭

ব্যবসায়ীকে গুলি করে হত্যা, তিন দিন পরও হয়নি মামলা

১৮

হঠাৎ খুমেকে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি, বিপাকে রোগীরা

১৯

‘মবোক্রেসি আমাদের ব্যর্থতা, সামাল দেওয়া যায়নি’

২০
X