ময়মনসিংহ-ঢাকা রেলপথের ময়মনসিংহ নগরীতে রেললাইনে আটকে পড়া ট্রাককে ট্রেনের ধাক্কায় মজিবুর রহমান (৫০) নামে একজন নিহত হয়েছেন।
সোমবার (৯ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নগরীর কেওয়াটখালী বাইপাস সড়কের রেলক্রসিংয়ে এ ঘটনা ঘটে। এতে ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ হলে রাত ৯টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
পেশায় রিকশাচালক মজিবুর রহমান জেলার ত্রিশাল উপজেলার কালিরবাজার এলাকার বাসিন্দা। নগরীতে দিনভর রিকশা চালিয়ে ট্রেনের সামনে বসে বাড়ি ফিরছিলেন তিনি।
জানা গেছে, নেত্রকোনার মোহনগঞ্জ থেকে ছেড়ে আসা মহুয়া কমিউটার ট্রেন ময়মনসিংহ স্টেশন থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যায় সোয়া ৭টার দিকে। পথিমধ্যে নগরীর কেওয়াটখালী বাইপাস সড়কের রেলক্রসিংয়ে একটি ট্রাক লাইনের উপরে উঠে আটকে পড়ে। ট্রেন কাছাকাছি চলে আসলেও ট্রাকটি সরতে পারছিল না। স্থানীয় লোকজন ট্রেনটিকে থামানোর জন্য সিগন্যাল দিলেও ট্রেনটি থামানো যায়নি। পরে ট্রেনটি ট্রাকটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মজিবুর রহমান মারা যান।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রেললাইনে ট্রাকটি আটকে গেলে তা সরানোর চেষ্টা করা হয়। অনেকে মিলে ট্রাকটিকে সরাতে ধাক্কা দিলেও তা সরানো যায়নি। ট্রেনটি ট্রাকটিকে ধাক্কা দিয়ে ২০-২৫ হাত নিয়ে গেলে ঘটনাস্থলেই একজন নিহত হয়। এ সময় আহত হয় আরও কয়েকজন।
ময়মনসিংহ ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মাসুদ সরদার বলেন, ট্রাকে ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই একজন নিহত হয়। আহত অবস্থায় একজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
ময়মনসিংহ রেলওয়ের পরিবহন বিভাগের পরিদর্শক শাহিনুল ইসলাম বলেন, ট্রাক ও ট্রেনের ধাক্কায় দেড় ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল।
মন্তব্য করুন