নরসিংদীতে ট্রাক-কাভার্ডভ্যান ও বাস-মোটরসাইকেল সংঘর্ষে পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ অক্টোবর) সকালে ঢাকা-সিলেট মহাসড়কের সৃষ্টিগর ও বেলাব উপজেলার নারায়ণপুর বাসস্ট্যান্ডে এ সড়ক দুর্ঘটনা ঘটে।
বেলাবো থানার ওসি তানভীর আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহতদের মধ্যে বাসচাপায় খাদেমুল ইসলাম (২৭) নামে একজন মোটরসাইকেল আরোহীর পরিচয় জানা গেছে। বাকিদের নাম-পরিচয় এখনো জানা যায়নি।
হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা একটি ট্রাক ও কাভার্ডভ্যান ভৈরবের দিকে যাচ্ছিল। ভোরে ঢাকা-সিলেট মহাসড়কের বেলাবো উপজেলার নারায়ণপুর বাসস্ট্যান্ড এলাকায় ট্রাকটি থামানোর চেষ্টা করে। এ সময় পেছন থেকে আসা একটি কাভার্ডভ্যান ট্রাকটিকে সজোরে ধাক্কা দেয়। কাভার্ডভ্যানটি প্রাণ আরএফএল গ্রুপের বলে জানা গেছে।
সংঘর্ষের ঘটনায় মুহূর্তেই কাভার্ডভ্যানের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। এতে ট্রাকটির চালক ও সহকারী ভেতরে আটকা পড়ে ঘটনাস্থলে নিহত হন।
খবর পেয়ে ভৈরব হাইওয়ে থানা পুলিশ মরদেহ দুটো উদ্ধার এবং কাভার্ডভ্যানটিকে জব্দ করে থানায় নিয়ে আসে।
অপরদিকে ঢাকা-সিলেট মহাসড়কের সৃষ্টিগর এলাকায় এনা পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস ঢাকার উদ্দেশে যাচ্ছিল। পথে একটি মোটরসাইকেলের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি ছিটকে রাস্তার পাশে পড়ে যায়। পরে আহতকে উদ্ধার করে নরসিংদীর জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
বেলাবো থানার ওসি তানভীর আহমেদ বলেন, ‘সড়ক দুর্ঘটনায় দুজন মারা গেছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখনো তাদের পরিচয় শনাক্ত করা যায়নি।’
অন্যদিকে এটা ইটাখোলা হাইওয়ে থানার ওসি ইলিয়াস হোসেন, ‘একজন মোটরসাইকেল আরোহী মারা গেছেন। তার লাশ জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। বাসটিকে জব্দ করা হয়েছে। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি।’
মন্তব্য করুন