ইলিশ মাছের প্রজনন বৃদ্ধির জন্য গতকাল মধ্যরাত থেকে শুরু হয়েছে ২২ দিনের মৎস্য আহরণের নিষেধাজ্ঞা। এ নিষেধাজ্ঞার ফলে আগামী ২ নভেম্বর পর্যন্ত সাগরে মৎস্য বন্ধ থাকবে। এ প্রজননকালীন সময়ে সাগরে ইলিশ মাছ ধরা বন্ধ রাখতে মোংলা উপকূলের নদী-সাগরে অভিযান শুরু করেছে বাংলাদেশ কোস্টগার্ড।
বৃহস্পতিবার (১২ অক্টোবর) সকাল ১১ টায় কোস্টগার্ড পশ্চিম জোনের সদর দপ্তর থেকে এ অভিযান শুরু হয়।
কোস্টগার্ড পশ্চিমজোনের অপারেশন কর্মকর্তা লে. কমান্ডার তারেক আহম্মেদের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় তিনি জানান, ‘সরকারী নির্দেশনা অনুয়ায়ী সাগরে মাছ ধরা বন্ধ রাখতে বাংলাদেশ কোস্টগার্ড পশ্চিমজোনের আওতাধীন একটি স্টেশন ও ১২টি আউটপোস্ট থেকে একযোগে অভিযান পরিচালনা করা হবে।’
এ কর্মকর্তা আরও জানান, ‘পশ্চিমজোনের স্টেশন ও আউটপোস্ট থেকে সাগরে মাছ ধরতে না যাওয়ার জন্য উপকূলের স্থল ও জলভাগে প্রচার প্রচারণার পাশাপশি নিয়মিত সাগরে টহল অভিযান পরিচালনা করা হবে।’
এদিকে সাগরে ইলিশ মাছ ধরা বন্ধ রাখতে মৎস্য বিভাগের পক্ষ থেকে সচেতনতামুলক প্রচার প্রচারণা চালানো হচ্ছে।
মন্তব্য করুন