বরগুনার পাথরঘাটা পৌরসভার ২নং ওয়ার্ডের কাউন্সিলর রোকনুজ্জামান রুকুকে পরিষদে অনুপস্থিত ও কর্তৃপক্ষের অনুমতি না নিয়ে বিদেশে থাকার অভিযোগে পৌরসভার কাউন্সিলর পদ হতে অপসারণ করা হয়েছে। একই সঙ্গে ওই কাউন্সিলর পদটি শূন্য ঘোষণা করা হয়।
গত ৯ অক্টোবর রাষ্ট্রপতির আদেশক্রমে এই সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। উপসচিব মো. আব্দুর রহমান স্বাক্ষরিত ওই আদেশে বলা হয়, বরগুনার পাথরঘাটা পৌরসভার ২নং ওয়ার্ডের কাউন্সিলর রোকনুজ্জামান রুকু পৌরসভার পরিষদের পর পর ৫টি সভায় অনুপস্থিত থাকার অভিযোগ এবং যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ব্যতীত বিদেশে অবস্থানের আনীত অভিযোগগুলোতে সরেজমিন তদন্তে প্রমাণিত হওয়ায়, তাকে স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯-এর ধারা ৩২ (১)(ক), (ঘ), অনুযায়ী পৌরসভার কাউন্সিলর পদ হতে অপসারণ করা হলো। একই সঙ্গে ওই আইনের ধারা ৩৩(১)(ঘ) অনুযায়ী ওই পদটি শূন্য ঘোষণা করা হলো।
এ বিষয়ে কাউন্সিলর রোকনুজ্জামান রুকু বিদেশে থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
পাথরঘাটা পৌরসভার মেয়র মো. আনোয়ার হোসেন আকন বলেন, পৌরসভার ২নং ওয়ার্ডের কাউন্সিলর রোকনুজ্জামান রুকু ২ মাসের ছুটি নিয়ে বিদেশে যান। তার ছুটি শেষ হলেও তিনি বিদেশ থেকে ফেরেননি। আমরা অনেকবার তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছি। রোকনুজ্জামান ছুটি শেষ হলেও ৫ মাস পরিষদে অনুপস্থিত রয়েছেন। মন্ত্রণালয়ের একটি আদেশে কাউন্সিলর পদ থেকে তাকে অপসারণ করা হয়েছে।
মন্তব্য করুন