বরগুনার আমতলীর পায়রা বুড়িশ্বর নদীতে নিষেধাজ্ঞার প্রথম দিনে ইলিশ শিকারের দায়ে মো. সোহেল নামের এক জেলেকে ২২ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১২ অক্টোবর) ভ্রাম্যমাণ আদালতের বিচারক আব্দুল্লাহ আবু জাহের এ আদেশ দেন।
আমতলী উপজেলা মৎস্য কর্মকর্তা হালিমা সরদার বিষয়টি নিশ্চিত করে জানান, ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত ২২ দিন ইলিশের প্রধান প্রজনন মৌসুমের শুরুতে ইলিশ ধরা বন্ধ থাকবে। নিষেধাজ্ঞার প্রথম দিনে ইলিশ রক্ষায় মৎস্য বিভাগের একটি দল পায়রা বুড়িশ্বর নদীতে অভিযানে নামে। এ সময় গুলিশাখালী ফকির বাড়ির সুইচ গেটে অভিযান চালিয়ে সোহেল নামের এক জেলেকে দুই হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জালসহ আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে কারাদণ্ড দেওয়া হয়েছে। জব্দ করা জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
মন্তব্য করুন