আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ৯ নভেম্বর খুলনা সফরে যাচ্ছেন। ওই দিন খুলনার সার্কিট হাউস মাঠে জনসভায় প্রধান অতিথির ভাষণ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
বৃহস্পতিবার (১২ অক্টোবর) মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা এ তথ্য নিশ্চত করেছেন।
তিনি বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ৯ নভেম্বর খুলনার সার্কিট হাউস মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই দিন খুলনা-মোংলা রেললাইনেরও উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। তবে জনসভার সময়সূচি বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন ১৬ অক্টোবর খুলনায় আসার পর বৈঠক করে জানানো হবে।
উল্লেখ্য, এর আগে ব্যক্তিগত সফরে চলতি বছরের ৬ জানুয়ারি খুলনা সফরে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি দিঘলিয়ার নগরঘাট এলাকায় তার মা বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের নামে কেনা পাট গোডাউন পরিদর্শন করেন। তার আগে, ২০১৮ সালের ৩ মার্চ জনসভায় যোগ দিতে খুলনায় গিয়েছিলেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা।
মন্তব্য করুন