রংপুরের মিঠাপুকুর উপজেলা আওয়ামী লীগের ১ নং যুগ্ম-আহ্বায়ক রাশেক রহমান বলেছেন, ‘মিঠাপুকুর উপজেলা আ.লীগ নির্বাচনের জন্য প্রস্তুত। উপজেলায় আওয়ামী লীগের প্রকাশিত সকল অঙ্গ সংগঠন, আহ্বায়ক কমিটি সবাই এক এবং ঐক্যবদ্ধ। আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে প্রচারণার জন্য সবাইকে এক করা হয়েছে।’
শুক্রবার (১৩ অক্টোবর) জুমার নামাজ শেষে নবগঠিত রংপুরের মিঠাপুকুর উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির পরিচিতি সভায় এসব কথা বলেন তিনি। মিঠাপুকুর উপজেলা আ.লীগের আহ্বায়ক আফসার মিয়া ও ১ নং যুগ্ম-আহ্বায়ক রাশেক রহমানের নেতৃত্বে এ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
সভায় রাশেক রহমান তার বক্তব্যে বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি অত্যান্ত জ্ঞানী। তিনি খুবই নিয়ম মেনে চলেন এবং আইন মান্য করেন। যেটা সিদ্ধান্ত তিনি নেন, সেটা পদ্ধতিগতভাবে ঠিক রেখেই তিনি বাস্তবায়ন করেন। এজন্য তিনি শুধু আওয়ামী লীগ নয় বরং বাংলাদেশে একজন অভিভাবক।’
রাশেক আরও বলেন, ’আপনাদের সকলের দোয়া এবং সহযোগিতা থাকলে ইনশাআল্লাহ নৌকার বিজয় হবে, আমাদের বিজয় হবে।’
এর আগে সভায় ভার্চুয়ালি সংযুক্ত হয়ে নবগঠিত আহ্বায়ক কমিটির সকলের উদ্দেশ্য বক্তব্য দেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এইচএন আশিকুর রহমান এমপি। বক্তব্যে তিনি বলেন, ‘আগামী নির্বাচনে আমরা বিপুল ভোটে নৌকাকে বিজয়ী করতে চাই। আমাদের রাশেক রহমান সফল নেতৃত্ব দিতে পারবে। সবাই সঙ্গে থাকুন সহযোগিতা করুন।’
পরিচিতি সভার আগে উপজেলা মডেল মসজিদে রাশেক রহমানসহ কমিটির সদস্যরা জুমার নামাজ আদায় করেন।
গত ১১ অক্টোবর বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে রংপুর বিভাগীয় সাংগঠনিক সভায় মিঠাপুকুর উপজেলার আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়।
মন্তব্য করুন